Posts

নলকূপের পাইপ গ্যাস স্ট্র্যাকচারে আঘাত করায় উদগিরণ!

Image
গ্যাসের আপার জোন অথবা পকেট থেকেই উদগিরণ হচ্ছে বিপজ্জনক মাত্রায় গ্যাস। নিজে থেকে এ গ্যাস নিঃশেষ হতে হবে। কোনো প্রকার প্রতিবন্ধকতা পেলে ভয়াবহ বিপদ হতে পারে। শক্তিপ্রয়োগ করা যাবে না। এতে মারাত্মক ক্ষতির শঙ্কা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েকে উদগীরণ হওয়া গ্যাস নিয়ে এমন ধারণা গ্যাস সেক্টরের একজন ভূ-তত্ত্ববিদের। বায়েকের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে গভীর নলকূপের পাইলিং শেষে পাইপ বসাতে গিয়ে গত বুধবার বিপজ্জনক মাত্রায় গ্যাস বের হতে থাকে। বাপেক্স কর্মকর্তারা প্রথমে ৭২ ঘণ্টা গ্যাস উদগীরণ পর্যবেক্ষণের কথা বললেও এখন স্বীকার করেছেন ওই অঞ্চলে গ্যাস জোন রয়েছে। একজন ভূতত্ত্ববিদ জানান, বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক নয় বলে ওই গাস উৎপাদন করা যাবে না। নলকূপের পাইপ বসাতে গিয়ে বেশি গভীরে চলে যাওয়ায় গ্যাস স্ট্র্যাকচারে তা আঘাত করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চালকবিহীন গাড়িতে হোম ডেলিভারি

Image
ছবি সংগৃহীত প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনে এসেছে গতি। কিন্তু এই গতিতেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এবার স্বচালিত হোম সার্ভিসের চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা। এরই ধারাবাহিকতায় দেশটির একটি কোম্পানি পরীক্ষামূলক রাস্তায় স্বচালিত গাড়ি চালানোর অনুমতি পেয়েছে। স্বচালিত এ গাড়িতে নেই কোনো স্টিয়ারিং হুইল, নেই ব্রেক কষার কোনো প্যাডেল। এমনকি কোনো সাইডমিররও নেই। নিউরো নামের কোম্পানিটি এ গাড়িটি তৈরি করেছে হোম ডেলিভারি সার্ভিস চালু করতে। গাড়িটির নাম দেওয়া হয়েছে আর-টু। এটি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে পরীক্ষা করা হবে। চালকবিহীন এ গাড়িতে মানুষের বসার বা চালানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর আগে চালকবিহীন যতো গাড়ি চালু করা হয়েছে তাতে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দরকার হলে একজন চালক গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। আর-টু সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। তবে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী এলেইন চাও বলেছেন, যেহেতু গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র ২৫ মাইল, তাই এ ধরনের নিয়ম এই গাড়িটির ক্ষেত্রে প্রয়োগ করার কোনো মানে হয় না। কিন্তু ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট বলেছে, এটি যখন রাস্তায় পরী...

করোনার প্রভাব প্রযুক্তি পণ্যে

Image
প্রতীকী ছবি করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে প্রযুক্তি পণ্যেও। মোবাইল হ্যান্ডসেট ছাড়া সবকিছুতেই চরম সংকট শুরু হয়েছে। এই অবস্থা অব্যাহত থাকলে মোবাইল নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক প্রধানত চীনা কোম্পানি হুয়াওয়ে ও জেডটিইর ওপর নির্ভরশীল। করোনার প্রভাব শুরু হওয়ার পর থেকেই চীনা প্রকৌশলীরা কাজে যাচ্ছেন না। ফলে অনেকটা জোড়াতালি দিয়েই চালানো হচ্ছে নেটওয়ার্ক সংস্কারের কাজ। এ অবস্থা অব্যাহত থাকলে বাজারে বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে হাসপাতালের চিকিত্সা সংশ্লিষ্ট যন্ত্রপাতিও এখন আর আনা যাচ্ছে না। টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ইত্তেফাককে বলেন, ‘বিষয়টা এমন এখানে কারো কোনো হাত নেই। টেলিটকের নেটওয়ার্ক বিস্তারের জন্য কিছু যন্ত্রপাতি আনতে এলসি খোলা হয়েছিল, এখন সেগুলোও আসছে না। আমরা অনেক বেশি হুয়াওয়ে ও জেডটিইর ওপর নির্ভরশীল। ফলে তারা ঠিকমতো কাজ না করলে নেটওয়ার্কে সংকট তো হবেই। আর প্রযুক্তি মার্কেটটা আমরা অনেকাংশেই চীনের ওপর নির্ভরশীল। ফলে তাদের ওখানে কোনো সংকট হলে তার প্রভাব বাংলাদেশের বাজারে পড়াটা একেবারেই স্বাভাবিক।’ ...

বিশ্বকাপ জয়ে যুবাদের উদ্দেশে মাশরাফির বার্তা

Image
বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপজয়ীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এই সিরিজে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন টাইগার যুবারা। স্বভাবতই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দনে ভাসছেন আকবররা। তাদের শুভেচ্ছা জানাতে ভোলেন নি বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, অভিনন্দন বাংলাদেশ, বিশেষত আমার শহরের অভিষেক দাসকে। রাকিবুল, শরিফুল, ইমন এবং দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে শুভেচ্ছা। আকবর তুমি দুর্দান্ত। শুধু আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ। কী দুর্দান্ত অর্জন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য কী সুন্দর মুহূর্ত। অনেক দূর যেতে হবে ছোট ভাইয়েরা। ভবিষ্যৎ সাফল্যের জন্য আশীর্বাদ রইল। মাহেন্দ্রক্ষণটা উপভোগ কর। রবিবার পচেফস্ট্রমে টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৭৮ রানের টার্গেট দেন তারা। খেলেতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েন টাইগার যুবারা। পরে আকবরের অধিনায়কোচিত ব্যাটিংয়ে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়েন তারা। ইত্তেফাক/ব...

৪০ বছর পর জমি উদ্ধার, পার্কের কাজ শুরু

Image
পার্ক নির্মাণ।ছবি: ইত্তেফাক দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধ দখলে থাকা প্রায় ৩ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করে পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ। তিনি উপজেলার তিলছড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ পার্ক নির্মাণের উদ্যোগ নেন। পার্ক নির্মাণের নান্দনিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ। এতে ওই এলাকার বিনোদন প্রিয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। পার্কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস। কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস জানান, উপজেলার ৮৬নং তিলছড়া মৌজার ৩৩২৬নং দাগেরবি, আর, এস ১ খতিয়ানভূক্ত হালটের ১.০১ এক সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয়রা বসতবাড়ি, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে অবৈধভাবে দখল করে রেখেছিল। গত ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের নির্দেশে এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ওই জমিতে উপজেলা প্রশাসন ও পরিষদের সিদ্ধান্তে পার্ক নির্মাণের কাজ শুরু হয়েছে। পার্ক নির্মাণের খবরে সাধারণ মান...

এবার আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করল ইরান

Image
ইরান ‘রা'দ-৫০০’ নামে নতুন ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করেছে। এই ক্ষেপণাস্ত্রে 'যুহাইর' নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এছাড়া 'সালমান' নামের আরেকটি কম্পোজিট মোটর প্রদর্শন করেছে যা স্যাটেলাইটবাহী রকেটে ব্যবহার করা যাবে। রবিবার নতুন এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান আমির আলী হাজিযাদেহ উপস্থিত ছিলেন। নয়া কম্পোজিট মোটরে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে যা তিন হাজার সেন্টিগ্রেড পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। এই উপাদানের মাধ্যমে মোটর তৈরি করার ফলে এর ওজন অত্যন্ত কম এবং এই মোটর দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজনও হবে তুলনামূলক অনেক কম।  ইরানের প্রতিরক্ষা সূত্র একটি তুলনামূলক চিত্র দিয়ে জানিয়েছে, ইরানের ফতেহ-১১০ ক্ষেপণাস্ত্রের চেয়ে নয়া রা'দ-৫০০ ক্ষেপণাস্ত্রের ওজন অর্ধেক, কিন্তু পাল্লা দুইশ' কিলোমিটার বেশি।  এছাড়া ইরান ক্ষেপণাস্ত্রে 'চলমান নোজল' স্থাপন করতে সক্ষম হয়েছে। এটিও বেশি পাল্লার হালকা ক্ষেপণাস্ত্র তৈরিতে কার্যকর ভ...

আজীবন ক্ষমতায় থাকতে চান ট্রাম্প!

Image
আবারও আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে আজীবন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার বাসনা প্রকাশ করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন– এই ভিডিও কখনও পুরনো হবে না। ট্রাম্প এর আগেও দুবার একই ভিডিও প্রকাশ করেছিলেন। গতকাল রবিবার মার্কিন প্রেসিডেন্ট প্রথম ভিডিও প্রকাশ করার পর নিজের পুরনো আরেকটি টুইটার বার্তা পুনঃপ্রকাশ করেন। ওই বার্তায় তিনি একজন বিশ্লেষকের বক্তব্য তুলে ধরেছিলেন, যেখানে ওই বিশ্লেষক বলেছিলেন- অন্য সব প্রেসিডেন্টের চেয়ে এই প্রেসিডেন্ট বেশি কাজ করেছেন।’ এরপর প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন– ‘তিনি সম্পূর্ণ সত্য বলেছেন।’ তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষ প্রেসিডেন্ট ট্রাম্পের কাজে অসন্তুষ্ট হয়ে আছেন। সূত্র: পার্সটুডে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ