Posts

আসছে করোনা ভাইরাসের টিকা!

Image
ছবি: সংগৃহীত। চিন থেকে ছড়িয়ে করোনা ভাইরাস এখন দুনিয়াজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। চিনে এখনো পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৬০০ জনেরও বেশি মানুষের। আক্রান্ত ছাড়িয়েছে ৩০ হাজারেরও বেশি। সেই করনো ভাইরাসের টিকা আবিস্কারের পথে বড় ধাপ পার করতে সক্ষম হলেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় ভাইরোলজিস্ট এসএস ভাসন। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন গবেষকরা। চিনের বাইরে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনে (CSIRO) করোনাভাইরাস তৈরি করেছেন গবেষকরা। তাদের নেতৃত্বে রয়েছেন ভারতীয় বৈজ্ঞানিক এসএস ভাসন। গত সপ্তাহে মানবদেহ থেকে সেটিকে আলাদা করেছেন গবেষকরা। প্রিক্লিনিকাল পরীক্ষার জন্য ভাইরাসটির বৃদ্ধির উপরে নজর রাখা হচ্ছে। অস্ট্রেলিয়ার গবেষণাগার দলের নেতৃত্বে থাকা এসএস ভাসন বলেন, ‘দোহার্টি ইনস্টিটিউটের সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। মানবদেহ থেকে ভাইরাসটি আলাদা করতে পেরেছেন তারা। দ্রুত ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য সেটির উপরে পরীক্ষানিরীক্ষা দরকার।’ জানা গিয়েছে, ১৬ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্য কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডা...

সূর্যের জন্মের আগের বিরল পদার্থ মিলল উল্কাপিণ্ডে!/

Image
ছবি: সংগৃহীত। সূর্যের জন্মের আগেই ব্রহ্মাণ্ডের যে আদিমতম কঠিন পদার্থের সৃষ্টি হয়েছিল, তার হদিস মিলেছে পৃথিবীতে। প্রায় সাড়ে ৫০০ কোটি বছর আগে ব্রহ্মাণ্ডের প্রচণ্ড তাপমাত্রায় ঐ কঠিন পদার্থের পক্ষে বেশিক্ষণ টিকে থাকা অসম্ভব ছিল। সেই প্রচণ্ড তাপমাত্রায় যে কোনো পদার্থেরই গলে বা বাষ্পীভূত হয়ে যাওয়ার কথা। কিন্তু ঐ তাপমাত্রায় যে পদার্থ গলেনি সেরকম একটি পদার্থকে উল্কাপিণ্ডের খাঁজে খুঁজে পেয়েছেন গবেষকরা। এই বিরল পদার্থটির হদিস মিলেছে আজ থেকে ৫১ বছর আগে উত্তর মেক্সিকোতে আঁছড়ে পড়া একটি উল্কাপিণ্ডের গায়ে। সেই উল্কাপিণ্ডের নাম—‘অ্যালেন্দে’। ১৯৬৯-র ফেব্রুয়ারিতে অ্যালেন্দে আঁছড়ে পড়ে পৃথিবীর বুকে। ব্রহ্মাণ্ডের আদিমতম ঐ কঠিন পদার্থকে বলা হয়, ‘প্রি-সোলার গ্রেইনস’। সেন্ট লুইয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা এই খবর দিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘নেচার-অ্যাস্ট্রোনমি’তে। অ্যালেন্দে উল্কাপিণ্ডটির খাঁজেই ছিল ঝাপসাটে সাদা পদার্থটি। কিন্তু সেটি আদতে কী, তা কী দিয়ে তৈরি, এত দিন জানা সম্ভব হয়নি। আর তাই ঐ পদার্থটির নাম দেওয়া হয়েছিল ‘কিউরিয়াস মারি’। দুই-দু...

করোনাভাইরাস: ১০ কোটি ডলার দান করছেন বিল গেটস দম্পতি

Image
বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ১০ কোটি ডলার বা প্রায় সাড়ে আটশ' কোটি টাকা দান করার ঘোষণা দিয়েছেন বিল গেটস দম্পতি। তাদের বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের চিকিৎসায় এই অর্থ দান করা হবে। বুধবার ফাউন্ডেশনটির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছ। খবর সিএনএন 'র। করোনাভাইরাস শনাক্ত, ভ্যাকসিন গবেষণা এবং চিকিৎসার জন্য এই বিপুল অর্থ দানের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস।এই অর্থের মধ্যে দুই কোটি ডলার সরকারি প্রতিষ্ঠান এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে দেওয়া হবে। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রায় ২ কোটি ডলার দান করেছেন। এছাড়া চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি শাওমি'র সিইও লি জুন করোনাভাইরাস প্রতিরোধে ১৮ লাখ ডলার দান করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হংকং এবং ফিলিপাইনেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২ জন মারা গেছেন। গত ড...

টোল দিতে হবে না রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে

Image
আগামী ১ মার্চ থেকে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে সড়ক, ফেরি ও সেতুতে আর কোনো টোল দিতে হবে না। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় ধরনের অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনকালীন টোলের সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী কর্তৃক অ্যাম্বুলেন্সের চার্জ থেকে হ্রাস করার শর্তে সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো। এ আদেশ আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট ২০২৩ সালে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Image
ফাইল ছবি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা রয়েছে। দেশের দ্বিতীয় স্যাটেলাইট আগামী ২০২৩ সালের মধ্যে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।  এসময় মন্ত্রী আরও জানান, দেশের দ্বিতীয় স্যাটেলাইট কি প্রকারের হবে এবং এর মাধ্যমে কি কি সেবা প্রদান করা হবে তা নির্ধারণের জন্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা ও আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

‘অবিলম্বে ইরাক ছাড়তে হবে মার্কিন বাহিনীকে’

Image
ইরাকে মার্কিন বাহিনী ইরাকের সংসদের ফার্স্ট ডেপুটি স্পিকার হাসান করিম আল কা’বি বলেছেন, মার্কিন বাহিনীকে অবিলম্বে ইরাক ছাড়তে হবে। কারণ আমেরিকা ইরাকে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাসের একের পর এক হস্তক্ষেপমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ইরাকের সংসদের ডেপুটি স্পিকার আরও বলেন, মার্কিন দূতাবাস বুধবার যে বিবৃতি দিয়েছে তা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ।  বুধবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে দেশটির নাজাফ শহরে সহিংস বিক্ষোভ মোকাবেলায় সরকারের পদক্ষেপের সমালোচনা করছে। ইরাকে সরকারবিরোধী যে বিক্ষোভ হচ্ছে তাতে বিজাতীয় শক্তির উসকানি রয়েছে বলে এরই মধ্যে বিভিন্ন তথ্য-প্রমাণে জানা গেছে। ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস বলেছে, সেদেশে অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশ জড়িত। তারা সরকারের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে অপপ্রচার চালাচ্ছে। ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিডি-প্রতিদিন/বাজিত হো...

মার্কিন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা রামি নিহত

Image
কাসিম আল রামি ইয়েমেনে ইসলামিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলার (একিউএপি) শীর্ষ নেতা কাসিম আল রামিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। ইয়েমেন ও সৌদি আরবে সক্রিয় আল-কায়েদা নেটওয়ার্কের সংগঠন আল-কায়েদা ইন আরব পেনিনসুলা; ২০১৫ সাল থেকে যার নেতৃত্ব দিয়ে আসছিলেন রামি। সংগঠনটির আগের শীর্ষনেতা যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হওয়ার পর এর নেতৃত্ব আসে রামির হাতে। পশ্চিমা দেশগুলোতে ধারাবাহিক হামলার নেতৃত্ব দিয়েছেন তিনি। এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় রামির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে একিউএপির পক্ষ থেকে সর্বশেষ ২ ফেব্রুয়ারি তার একটি অডিওবার্তা প্রকাশ করা হয়। এটি আগেই রেকর্ড করা বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের বিবৃতিতে আল-কায়েদা নেতা রামির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে কখন তাকে হত্যা করা হয়েছে তা জানানো হয়নি। বিডি প্রতিদিন/কালাম