Posts

স্বাস্থ্য ফরম পূরণ ছাড়া মিয়ানমারে ঢুকতে দেওয়া হচ্ছে না চীনাদের

Image
মরণঘাতী করোনাস ভাইরাস আতঙ্কে মিয়ানমারে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা। চীন থেকে আগতদের স্বাস্থ্য ফরম পূরণ ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না দেশটিতে। জানা গেছে, চীন থেকে যারাই মিয়ানমারের বিমানবন্দরে নামছেন তাদেরকেই পূরণ করতে হচ্ছে স্বাস্থ্য ফরম। এরপর তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে। মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. খিন খিন গাই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, চীন থেকে আগত ভ্রমণকারীদের কেবলমাত্র স্বাস্থ্য ফরম পূরণের মাধ্যমেই মিয়ানমারের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সূত্র: বিএনআই অনলাইন বিডি প্রতিদিন/কালাম

শৈত্যপ্রবাহের পর দুইদিন ঝরবে বৃষ্টি

Image
ফাইল ছবি। গত তিনদিন ধরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হলেও এরপর অন্তত দুইদিন ধরে চলবে বৃষ্টি। বৃষ্টির পর ফের জেকে বসবে শীত। সোমবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে রাজধানীতে ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত তিনদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়ছে। আব্দুর রহমান আরও জানান, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে আসবে। আরও পড়ুন :  সীমান্ত হত্যায় বিএসএফের দোষ দেখছেন না খাদ্যমন্ত্রী আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা,বরিশাল ও ভোলা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ...

ইরানে ১৩৫ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল উড়োজাহাজ (ভিডিও)

Image
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩৫ আরোহীবাহী একটি উড়োজাহাজ রানওয়ে থেকে পাশের একটি রাস্তায় ছিটকে পড়েছে। তবে এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার স্থানীয় সময় সকালের দিকে তেহরান থেকে মাশাহারে যাওয়ার সময় দেশটির খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের প্রধান বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, উড়োজাহাজটি একটি জনবহুল এলাকার কাছে গিয়ে থেমেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মানুষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। খুজেস্তানের প্রাদেশিক বিমানবন্দর পরিচালক মোহাম্মদ রেজা রেজানিয়ান বলেছেন, সব আরোহীকে বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। কাস্পিয়ান এয়ারলাইন্সের এই উড়োজাহাজটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কোবের মৃত্যুতে মর্মাহত মেসি, রোনালদো-নেইমাররা

Image
কোবে ব্রায়ান্ট। ফাইল ছবি মার্কিন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে চলছে শোকের মাতম। তার মৃত্যুকে মানতে পারছেন না ক্রীড়াপ্রেমীরা। কোবে ব্রায়ান্টের প্রয়াণে মর্মাহত হয়েছেন বিশ্বে দামিদামী সব সব খেলোয়াড়েরা। শোক জানিয়েছেন দিয়াগো মারাডোনা, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারসহ অনেকেই। কোবের মৃত্যুতে রোনালদো লিখেন, ‘কোবে ও তার মেয়ে গিয়ান্নার মৃত্যু হয়েছে খবরটা পেয়েই মন ভেঙে গেছে। কোবে ছিলেন সত্যিকারের কিংবদন্তি এবং অনেকের অনুপ্রেরনা। যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল।’ So sad to hear the heartbreaking news of the deaths of Kobe and his daughter Gianna. Kobe was a true legend and inspiration to so many. Sending my condolences to his family and friends and the families of all who lost their lives in the crash. RIP Legend  

ইরানের কাছে ক্ষমা চেয়ে ১০ হাজার আমেরিকানের চিঠি

Image
ছবি: সংগৃহীত। মার্কিন আগ্রাসনের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে আমেরিকার একটি সংগঠন ইরানি জনগণের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। ‘কোড পিঙ্ক’ নামের ওই সংগঠনের পাঠানো চিঠিতে আমেরিকার অন্তত ১০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। খবর প্রেস টিভি’র ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কাণ্ডজ্ঞানহীন ও বর্বর সিদ্ধান্ত নিয়েছেন ‘কোড পিঙ্ক’র পক্ষ থেকে মূলত সে জন্যই দুঃখ প্রকাশ করেছে। চিঠিতে সংগঠনটি বলেছে, ‘আমেরিকার জনগণ যেহেতু সব মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সে কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য আমরা ক্ষমা চাইছি।’ চিঠিতে আরো বলা হয়েছে, ‘ট্রাম্পের আগ্রাসন বন্ধের জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া দরকার আমরা তার সবকিছুই করার চেষ্টা করব। পাশাপাশি ইরানের জনগণের ওপর ট্রাম্প প্রশাসন দিন দিন যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তা দূর করে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর জন্য আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আমেরিকার জনগণ ইর...

টানা ৪০ দিন যুদ্ধ করার মতো অস্ত্র মজুত করছে ভারত

Image
প্রতীকী ছবি চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখে নিজেদের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করছে ভারত। কোনো যুদ্ধে জড়িয়ে পড়লে টানা ৪০ দিন টিকে থাকার মতো অস্ত্র মজুত রাখতে কাজ শুরু করে দিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার। সূত্রটি জানিয়েছে, যে সব অস্ত্রের বিশাল ঘাটতি ছিল তা ইতোমধ্যেই পূরণ করা হয়েছে। টানা ৪০ দিন যুদ্ধ করার মতো গোলা-বারুদ মজুত করার লক্ষ্যে ভারত ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ওই সূত্র আরও জানায়, এখনই কোনও যুদ্ধ লাগলে তা সামাল দেওয়ার মতো অবস্থায় ভারত নেই, এটা ভাবলে ভুল হবে। চীন এবং পাকিস্তানের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, দেশের বেসরকারি প্রতিরক্ষা সংস্থাগুলোকে আট ধরনের ট্যাঙ্কসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি সংস্থার সঙ্গে যৌথ ভাবে এই অস্ত্র তৈরি করবে তারা। অস্ত্রের গুণগত মান এবং কর্মক্ষমতা বাড়াতে দেশের ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরির সঙ্গেও কাজ শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আরও পড়ুুন:  আফগানিস্তানে ৮৩ যা...

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

Image
প্রতীকী ছবি আফগানিস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিলেন। বিমানটি রাজধানী কাবুল থেকে হেরাতে যাচ্ছিল। উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। গজনি প্রদেশের মুখপাত্র আরিফ নুরি বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিমানটি স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় দেহ ইয়ান জেলার একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। নুরি আরও জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় এবং পরে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিমানটি আরিয়ানা আফগান এয়ারলাইনের। তবে আরিয়ানা আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তাদের সকল বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এবং তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি। আরও পড়ুন:  প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। হতাহতের ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তা। তবে পাহাড়ী এলাকায় হওয়া ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হ...