Posts

আটক ৩২ জেলেকে ফেরত দিলো মিয়ানমার নৌবাহিনী

Image
দেশে ফেরত আসা মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক জেলেদের একাংশ। ছবি: ইত্তেফাক বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়েই প্রতিবেশী দেশ মিয়ানমারের নৌবাহিনীর হাতে ট্রলার ও জালসহ আটক ৩২ জন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। রবিবার তাদের টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফেরত এনেছে কোস্টগার্ড। সূত্র জানায়, রবিবার দুপুরের দিকে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূন্য রেখায় বাংলাদেশ কোস্ট গার্ডের সৈয়দ নজরুল ইসলাম জাহাজের কমান্ডার এবং মিয়ানমার নৌবাহিনীর মধ্যে সৌজন্য বৈঠক হয়। বৈঠক শেষে ২টি ট্রলার ও ৩২জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের টেকনাফ পয়েন্ট দিয়ে দেশে ফেরত আনা হয়। কোস্টগার্ড জানিয়েছে, ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন নোয়াখালীর এবং ১৪ জন চট্টগ্রামের বাসিন্দা। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাড়ি ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হবে। আরও পড়ুন:   ঘুমন্ত ব্যবসায়ীকে গলাকেটে হত্যা চেষ্টা উল্লেখ্য, চলতি মাসের ২১ ও ২৫ জানুয়ারি পৃথকভাবে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় বাকলিয়া-১ ট্রলারের ১৯ জন এবং এফবি সাজ্জাদ-১ ট্রলারের ১৩ জনসহ ৩২ জন বাংলাদেশি জেলের ট্রলার বিকল হয়ে মিয়ানমা...

ইরাকিরা চায় না হোয়াইট হাউসে তাদের ভাগ্য নির্ধারিত হোক'

Image
ইরাকে মার্কিন বিরোধী বৈঠক লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব নায়িম কাসেম বলেছেন, আগ্রাসী মার্কিন বাহিনীর মোকাবিলায় ইরাকি জনগণ ঐক্যবদ্ধ। ইরাকিরা চায় না হোয়াইট হাউস তাদের ভাগ্য নির্ধারণ করুক। তিনি আরও বলেছেন, গত সপ্তাহে ইরাকি জনগণ আবারও রাজপথে নেমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তারা সমস্বরে মার্কিন আধিপত্যের নিন্দা জানিয়েছেন। শেইখ নায়িম কাসেম পশ্চিম এশিয়ায় মার্কিন ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন- মার্কিন ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এটা প্রমাণিত হয়েছে যে, ওয়াশিংটন পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে না। কারণ তারা জানে পাল্টা আঘাত হানলে ইরান কঠোর জবাব দেবে। হিজবুল্লাহর উপ-মহাসচিব লেবাননের নয়া সরকার সম্পর্কে বলেছেন, বর্তমান সরকারে সব দল, জোট ও শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। সবার উচিৎ এই সরকারকে সহযোগিতা করা। বিডি প্রতিদিন/আরাফাত

যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি নিয়ে স্কুলে না যাওয়ার নির্দেশ

Image
কলকাতার লা মার্টিনিয়ার স্কুল। ফাইল ছবি শহর ও স্কুল চত্বরে দূষণ-যানজট নিয়ন্ত্রণে কড়া হচ্ছে রাজ্য সরকার। এজন্য ব্যক্তিগত গাড়ি নিয়ে স্কুলে আসা-যাওয়া না করার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আদেশ মেনে নির্দেশনা দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এরই মধ্যে দূষণ-যানজট কমাতে কলকাতার ২৬টি স্কুলকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আসার জন্য পুল কার বা স্কুলবাসই ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী এপ্রিল মাস থেকেই এই নির্দেশনা কার্যকরের কথা বলা হয়েছে। গত বছরের শেষের দিকে কলকাতার ২৬ স্কুলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ভারতের স্কুল শিক্ষা কমিশনার। বৈঠকেই স্কুলগুলোকে যানজট নিয়ন্ত্রণে কী কী পরিকল্পনা আছে তা লিখিত দিতে বলা হয়। তারপরই এই নির্দেশনা জারি করল স্কুল শিক্ষা দফতর। ওই নির্দেশনাতে বলা হয়েছে, স্কুলগুলোকে অভিভাবকদের সঙ্গে এই বিষয়ে প্রয়োজনীয় আলোচনা করতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে স্কুলগুলোকে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পরামর্শও দেওয়া হয়েছে। তবে নির্দেশনা জরুরি অবস্থায় ছাড় দেওয়া হয়েছে। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে অভিভাবক...

রংপুরে শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

Image
রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ রবিবার সকালে রংপুর স্টেডিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রাথমিকের খুদে ফুটবল খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ভালো খেলোয়াড় ছিলেন। তার ছেলে শেখ কামালও একজন ভালো মানের খেলোয়াড় ছিলেন। আমাদের ক্রীড়াঙ্গনে তার অনেক অবদান রয়েছে। মুজিববর্ষকে ঘিরে ক্রীড়াজগত নিয়ে সরকার অনেক উদ্যোগ গ্রহণ করেছে। ওই সব উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের ক্রীড়াজগতকে আরও সমৃদ্ধ করতে চাই। সেক্ষেত্রে আজকের প্রাথমিক পড়ুয়া খেলোয়াড়রা একদিন দেশের জাতীয় অঙ্গনে প্রতিনিধিত্ব করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত ডিআইজি মোজাহেদুল ইসলাম, আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মহানগর আওয়ামী লীগ...

মহাবিশ্বের জন্ম রহস্যের সন্ধানে চীন!/২১ জানুয়ারি, ২০২০

Image
বিশ্বের সর্ববৃহৎ রেডিও টেলিস্কোপ ‘ফাস্ট’ [ছবি: সংগৃহীত] মহাবিশ্বের জন্ম রহস্য উন্মোচনে মহাবিশ্বের গভীরতম এবং অন্ধকারতম স্থানের কোণে কোণে অনুসন্ধান করতে শক্তিশালী টেলিস্কোপ বসিয়েছে চীন। এই টেলিস্কোপের সাহায্যে তারা মহাবিশ্বের কোথাও জীবনের অস্তিত্ব রয়েছে কী না তা জানার চেষ্টা করছে। চীন দাবি করেছে -এটা বিশ্বের সর্ববৃহৎ এবং শক্তিশালী রেডিও টেলিস্কোপ। ১২ জানুয়ারি থেকে টেলিস্কোপটির কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ের ওপর বসানো হয়েছে টেলিস্কোপটি। বিশাল ধাতব শরীর নিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে টেলিস্কোপটি। টেলিস্কোপটির আনুষ্ঠানিক নাম হচ্ছে ফাইভ-হান্ড্রেড-মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ-যা তার সংক্ষিপ্ত নাম ‘ফাস্ট’। চীন এই টেলিস্কোপকে ডাকছে ‘স্কাই আই’ বা ‘আকাশ চোখ’ নামে। টেলিস্কোপটির নাম দেখেই বোঝা যাচ্ছে দূরবীনটির ব্যাস আধা কিলোমিটার। এর আগে বড়ো দূরবীনটি ছিল পুয়ের্তো রিকোর আরিসিবো পর্যবেক্ষণ কেন্দ্রের, যার ব্যাস ছিল ৩০৫ মিটার। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফাস্ট দূরবীনের নির্মাণ কাজ শুরু হওয়ার আগে আরিসিবো রেডিও টেলিস্কোপটি ছিল ক্যাটেগরির দিক থেকে প...

‘কুমিরকে’ ফাঁসিতে ঝোলাল ইরান !

Image
ছবি- প্রতীকী। উপসাগরের কুমির নামে পরিচিত এক মাদক সম্রাটের ফাঁসি কার্যকর করেছে ইরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে ফাঁসি কার্যকর হওয়া ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করেনি ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০০ টন মাদক চালানের সময় তাকে উপসাগর থেকে আটক করা হয়েছিল। প্রায় ১ বছরের প্রচেষ্টার পর গত বছর সহযোগী সহ উপসাগরের কুমির নামে পরিচিত মাদক সম্রাটকে আটক করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী। এই ফাঁসির বিষয়ে ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি বার্তা সংস্থা ইসনাকে বলেন, সে(উপসাগরের কুমির) ইরানের এবং এর আশেপাশের অঞ্চলে বড় মাদক চালানের নেতৃত্ব দিত। এছাড়া ওই উপসাগরের কুমিরকে আটকের পর তার দলের অনেক সদস্যকেই আটক করা হয়েছে। যাদেরকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা এবং জরিমানা করা হয়েছেও বলে জানায় হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি আলি সালেহি। প্রসঙ্গত, প্রতি বছর কয়েকশত কারাবন্দীকে ফাঁসি দেয় ইরান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালে ২৫৩ জনের ফাঁসি কার্যকর করেছিল ইরান। ...

ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, যেভাবে সচেতন থাকবেন

Image
করোনা ভাইরাস ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। কারণ চীনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বাংলাদেশের। প্রতিদিন অনেক মানুষ বাংলাদেশ থেকে চীনে যাওয়া-আসা করছে। এছাড়া অন্যান্য যেসব দেশে রোগটি সংক্রমিত হয়েছে, সে দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের সরাসরি যোগাযোগ রয়েছে। তাই এখন পর্যন্ত কোনো রোগী পাওয়া না গেলেও বাংলাদেশকে ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। তাই এই ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে সচেতন হতে হবে।  যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে: -ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন -ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন -নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা ধুলামুক্ত পরিষ্কার রাখুন -গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন -প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন -কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন -ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন -ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন বিডি প্রতিদিন/হিমেল