Posts

দেড় লাখ ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবক আটক

Image
দেড় লাখ ইয়াবা বড়িসহ টেকনাফে দুই রোহিঙ্গা যুবক আটক। ছবি-র‍্যাবের সৌজন্যে কক্সবাজারের টেকনাফ থেকে দেড় লাখ পিস ইয়াবা বড়িসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) সদস্যরা। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা দক্ষিণ গ্রামের উমর খাল সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। আটক করা দুজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সংলগ্ন ২৭ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-ব্লকের বাসিন্দা ফজল হকের ছেলে আব্দুল লতিফ (২২) ও একই শিবিরের হোসেনে আহম্মদের ছেলে মো. জাবেদ ইকবাল (২১)। তাঁরা দুজনই পুরোনো রোহিঙ্গা শরণার্থী। র‍্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব বলেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে জাদিমোরার টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে খালি জায়গায় বেচাকেনা করা হচ্ছে-এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে ওই দুই ...

অস্ট্রেলিয়ার দাবানলে ৫০ কোটি প্রাণীর ভয়াবহ মৃত্যু

Image
ছবি-সংগৃহীত অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ কোটি প্রাণীর প্রাণহানি ঘটেছে। গত সেপ্টেম্বর থেকে দেশটিতে এই ভয়াবহ দাবনলের শুরু হয়। ধারণা করা হচ্ছে আরও কয়েক মাস চলবে এই দাবানল। সিনডি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা জানান, দাবানলে ৪৮০ মিলিয়ন প্রাণীর মৃত্যু ঘটেছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বাড়ছে। এসবের মধ্যে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রজাতির প্রাণী আছে। প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলে দেশটির ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে শত শত বাড়ি ঘর পুড়ে ছাই হয়েছে। এখন পর্যন্ত নিহত হয়েছে ২৪ জনের বেশি। নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন। এছাড়া দাবানলে পুড়ে গেছে এক কোটি ত্রিশ লাখ একর জমি। সামাজিক ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে হাজারো প্রাণীর পুড়ে মরে যাওয়ার দৃশ্য দেখা গেছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়ায় চলমান তীব্র দাবানল আরো কয়েকমাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে তিনি উদ্ধার কাজের জন্য একটি নতুন সংস্থা তৈরির ঘোষণা দিয়েছেন। তবে এবারের দাবানলের উদ্ধারকাজ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন স্কট মরিসন। সমালোচকরা উদ্ধার কাজে নানা ধরণ...

যেমন হবে তথ্যপ্রযুক্তির ২০২০

Image
ছবি: সংগৃহীত লক্ষ্য যদি মহাকাশ হয় এবং কাঁড়ি কাঁড়ি অলস টাকা থাকে, তবে ২০২০ সালটা আপনার লক্ষ্যপূরণের বছর হতে পারে। অবশ্য মহাকাশযাত্রায় অনীহা থাকলেও বছরটা আপনার হতে পারে। কেমন যেন জ্যোতিষীদের ভাষায় লেখা এগোচ্ছে। অবশ্য ভবিষ্যদ্বাণী তো জ্যোতিষীদেরই কাজ। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক, ২০২০ সালের ঝুলিতে তথ্যপ্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ কী কী থাকতে পারে। মহাকাশ ভ্রমণ সহজ হবে মহাকাশ ভ্রমণের জন্য অন্যতম বছর হবে ২০২০ সাল। জানিয়েছেন এভিয়েশন উইক অ্যান্ড স্পেস টেকনোলজির জ্যেষ্ঠ সম্পাদক গাই নরিস। যুক্তরাষ্ট্র সম্প্রতি দুটি মহাকাশযান তৈরি করেছে। সবকিছু পরিকল্পনামতো হলে চলতি বছরেই সাত নভোচারীর একটি দল বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনারে চড়ে পরীক্ষামূলকভাবে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এদিকে বছরের শুরুতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার কথা। পরীক্ষা সফল হলে মানুষ নিয়ে মহাকাশে ভ্রমণসেবা দেবে বলে জানিয়েছে স্পেসএক্স। এদিকে যাত্রী নিয়ে মহাকাশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে ব্লু অরিজিন ও ভার্জিন গ্যালাকটিক। ইতিমধ্যে আড়াই লাখ ডলারে ৬০০ টিকিট বিক্রি করেছে শেষোক...

২২ জানুয়ারি থেকে ই-পাসপোর্ট

Image
ই-পাসপোর্ট (ইলেক্ট্রনিক পাসপোর্ট) বিতরণ আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের (ডিআইপি) মহাপরিচালক (ডিআইজি) মেজর জেনারেল শাকিল আহমেদ এ তথ্য জানান।  শাকিল আহমেদ বলেন, আগামী ২২ জানুয়ারি এ বিষয়ে নগরীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্টের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ডিআইজি বলেন, ডিআইপি প্রাথমিকভাবে আগারগাঁও, যাত্রাবাড়ি এবং উত্তরা পাসপোর্ট অফিস থেকে ই-পাসপোর্ট বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সবর্ত্র ই-পাসপোর্ট বিতরণ করা হবে।  তিনি বলেন, বিখ্যাত জার্মান কোম্পানি ভেরিডোস জিএমবিএইস দেশে ই-পাসপোর্ট ও ই-গেট নিয়ে কাজ করছে। ই-পাসপোর্টের সূচনা দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া তৈরি করার প্রক্রিয়া চলছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেন (আইসিএও)’র মতে বিশ্বের একশ’টিরও বেশি দেশ বর্তমানে ই-পাসপোর্ট ব্যবহার করছে। পাসপোর্ট বুকলেটে একটি ইলেক্ট...

আরও শীত আসছে, বৃষ্টিতে বীজতলার ক্ষতি

Image
অসময়ের বৃষ্টিতে শুয়ে পড়েছে পাকা ধান। পানিতে ডুবে যাওয়া ধান উঠিয়ে দিতে কাজ করছেন এক কৃষাণী। গতকাল দুপুরে বরগুনা সদর উপজেলার সোনার বাংলা এলাকায়। ছবি: মোহাম্মদ রফিক দেশের বিভিন্ন স্থানে আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহ বইছে। আজ সোমবারের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ এলাকায় এবং চুয়াডাঙ্গা ও যশোরে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কুয়াশা, শীত ও বৃষ্টির কারণে মাঠে থাকা বোরো ধানের বীজতলা, সবজি, সরিষা ও গমের অপরিণত চারা নষ্ট হয়ে যাচ্ছে। দেশের বেশির ভাগ এলাকায় আমন ধান কাটা হয়ে গেলেও বরিশাল বিভাগের অনেক স্থানে মাঠে আমন ধান রয়েছে। পেকে সোনালি হয়ে ওঠা এই ধান অকালবৃষ্টি ও ঘনকুয়াশায় জমিতেই ঝরে পড়ছে। এ অবস্থায় আমন চাষিরা বেশ বিপদে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আবহাওয়া অধিদপ্তর থেকে গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দেওয়া পূর্বাভাসে মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন  প্রথম আলো কে ...

ভবিষ্যদ্বাণী কতটুকু মিলল?

Image
চালকবিহীন গাড়ি তৈরিতে কাজ করছে গুগল। ছবি: রয়টার্স ২০২০ শুধু নতুন একটা বছর নয়, নতুন দশকেরও শুরু। বছরটা নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছেন বিভিন্ন সময়ে। তাঁদের মধ্যে মার্কিন উদ্ভাবক রে কুর্জওয়েইল অন্যতম। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও এই তালিকায় আছেন। ২০২০ সালটা যখন চলেই এল, চলুন দেখা যাক, ভবিষ্যদ্রষ্টার অনুমানের সঙ্গে বাস্তবতার কতটা মিল রয়েছে। কম্পিউটার অদৃশ্য হবে ঘটনা সত্য বলা যায়। পেটমোটা কম্পিউটারের দিন শেষ। এখন দেয়ালে, আসবাবে, অলংকার থেকে শুরু করে শরীরে কম্পিউটার মিশে থাকে। সবকিছু তারহীন হয়ে যাচ্ছে। কাগজের বই বা নথি থাকবে না বই প্রকাশনাশিল্পের আকার হ্রাস পেলেও এখনো ছাপা বইয়ের বিপুল চাহিদা রয়েছে। বাংলাদেশসহ প্রায় সব দেশের জন্যই তা সত্য। আর ডিজিটাল নথির ব্যবহার বাড়লেও কাগুজে নথি বিলুপ্ত হওয়ার ঢের বাকি। প্রত্যেকের প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায় আসবে এমনটা হচ্ছে বলে অনেকেই মানেন। পকেটে স্মার্টফোন থাকলেই আক্ষরিক অর্থে ব্যবহারকারীর পদক্ষেপের হিসাব রাখা সম্ভব। তার ওপর স্মার্টঘড়ির মতো স্মার্ট অনেক ট্র্যাকার আমাদের সঙ্গে থাকছে। পথে পথে ক্যামেরা আমাদের চেহারা শনাক্ত করছে। এর...

যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার আহ্বান ওমানের

Image
ছবি-সংগৃহীত মার্কিন হামলায় নিহত এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানির নিহতের ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব। এবার নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে এই দ্বন্দ্ব মেটানোর আহ্বান জানিয়েছে ওমান। ওমানের বার্তা সংস্থার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের। এর আগেও দুই দেশের দ্বন্দ্ব মেটাতে ভূমিকা রেখেছে ওমান। ইত্তেফাক/এআর