Posts

ইন্দোনেশিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৯

Image
বেঙ্কুলু প্রদেশের মানুষ বন্যার পানিতে নিমজ্জিত বাড়ি-ঘর থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন। ছবি-আলজাজিরা ইন্দোনেশিয়ায় বুধবারের আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩ জন। মঙ্গলবার দিবাগত রাতব্যাপী প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানী জাকার্তা ও বেঙ্কুলু প্রদেশের কয়েক হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন । খবর আলজাজিরা’র ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) বৃহস্পতিবার ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এর আগে গতকাল বুধবার নয় জন মারা যাওয়ার কথা উল্লেখ করেছিল। তাদের মধ্যে অধিকাংশই হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা দ্রুত কমতে থাকা) মারা গেছেন। কয়েকজন ভূমিধ্বসে এবং এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সংস্থাটি জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেঙ্কুলু প্রদেশ। নিহতের মধ্যে ২২ জনই এই প্রদেশের। বন্যার ফলে বেঙ্কুলুর বাড়ি-ঘর, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশের কর্তৃপক্ষ বন্যার্তদের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র এবং খাবারের ব্যবস্থা করেছে। আরও প...

অ্যামাজনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুকেশ আম্বানি

Image
ভারতের মুকেশ আম্বানি এ মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি এবং তিনিই বিশ্বের শীর্ষস্থানীয় অনলাইন শপ অ্যামাজনকে বড় ধরণের চ্যালেঞ্জের মুখে ফেললেন। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলছে তারা গ্রোসারি ডেলিভারি সার্ভিসে সাইন আপ করার জন্য লোকজনকে আমন্ত্রণ জানাচ্ছে। তারা মূলত ব্যবসার জন্য ভারতের বিশাল সংখ্যক মোবাইল ফোন গ্রাহককে টার্গেট করে এগোচ্ছে। আর নতুন এই ই-কমার্স উদ্যোগ ভারতের বড় বড় অনলাইন শপগুলোর জন্য বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আম্বানি এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলারের বেশি। সূত্র : বিবিসি বাংলা। বিডি-প্রতিদিন/শফিক

স্বল্পবসনায় নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন ভূমি

Image
ভূমি পেডনেকর নতুন বছরে নতুন লুকে ভূমি পেডনেকর উষ্ণতা ছড়ালেন নেট দুনিয়ায়। স্বল্পবসনায় সমুদ্র তীরে তার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। খবর আনন্দবাজার পত্রিকার। ভূমি লিখেছেন, জীবন অনেক সুন্দর মুহূর্তের একটি অঙ্ক এবং শেষ দশক আমাকে অনেক সুন্দর মুহূর্ত দিয়েছে। অভিজ্ঞতা আমাকে আরও শক্ত করে তুলেছে। আবার আমার ভালবাসার অনেক মানুষকেও ছিনিয়ে নিয়েছে, সেই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তবে পাশাপাশি আমার স্বপ্নগুলোকে ধাওয়া করার নতুন দিশা দেখিয়েছে এবং আপনাদের এবং আমার পরিবারের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি। এমন অনেক মানুষকে পেয়েছি, যারা আমার জীবনে দেবদূতের মতো। খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বাঁচি। আগামী দশক আরও ভাল হবে। আরও ভাল একটি পৃথিবী পাব আমরা এবং আরও আনন্দে থাকবেন আপনি। বিডি-প্রতিদিন/শফিক

শিগগিরই আরেকটি শৈত্যপ্রবাহ

Image
ফাইল ছবি ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল শৈত্যপ্রবাহ। সারা দেশের মানুষকে কাঁপিয়ে ছেড়েছে এই শীত। এখন অবশ্য শীতের তীব্রতা নেই। উল্টো বৃষ্টি ঝরেছে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে। তবে শীত আবার ফিরে আসতে পারে দাপুটে মেজাজে। আবহাওয়ার পূর্বাভাসে সে রকম ইঙ্গিতই দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, এই পৌষেই দাপুটে মেজাজ নিয়ে ফিরে আসতে পারে শীত। আগামী রোববার রাত থেকে তাপমাত্রা কমে আসবে। তখন থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। আবহাওয়া দপ্তরের আজ সকালের পূর্বাভাসে জানানো হয়, দেশের সাতটি বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসের সত্যতা গতকাল বুধবারই পাওয়া গেছে। গতকাল কক্সবাজার জেলায় বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার। একই জেলার টেকনাফে বৃষ্টির মাত্রা ছিল ৭ মিলিমিটার। রাজশাহী, পটুয়াখালী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে তাপমাত্রাও বেড়ে যায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজধানী ঢাকায় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুধু ঢাকায়ই নয়, দেশের বিভিন্ন স্থানে দিনের বেলা তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গিয়েছিল, যা পৌষে...

বাগদাদের মার্কিন দূতাবাসে হামলায় ইরানকে দায়ী করল যুক্তরাষ্ট্র

Image
ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালানোর পর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে।  ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে। তিনি মার্কিন দূতাবাস অবরোধকারী বিক্ষুব্ধ জনতাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। ওরট্যাগাস দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবরোধ আরোপ করেছেন তাতে ফল দিতে শুরু করেছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকও ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছিলেন। মার্কিন কর্মকর্তারা এমন সময় এসব অভিযোগ করলেন যখন ইরাকের সরকারপন্থি স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হওয়ার জের ধরে ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাস অবরোধ করেছিল। রবিবার সিরিয়া-ইরাক সীমান্তে হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলায় অন্তত ২৫ জওয়ান নিহত হন। ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখ...

আমরা আর বাধ্য নই', যুক্তরাষ্ট্রকে বার্তা উত্তর কোরিয়ার

Image
ফাইল ছবি নিজেই অস্ত্র পরীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার নিজেই সেই নিষেধাজ্ঞা ভেঙে মিসাইল পরীক্ষার হুমকি দিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। নতুন বছরের শুরুতেই সেকথা জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, খুব তাড়াতাড়ি কোনও এক নতুন ধরনের কৌশলগত অস্ত্র দেখতে পাবে গোটা বিশ্ব। তবে আলোচনার পথও খোলা রেখে কিম বলেছেন, “ক্ষেপণাস্ত্র পরীক্ষা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের আচরণের উপর।” যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালীন কিম নিজেই একতরফাভাবে পারমাণবিক ও দূরপাল্লার মিসাইল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা করেন। এরপর দু’বছরেরও বেশি সময় ধরে উত্তর কোরিয়া দূরপাল্লার আর কোনও মিসাইল পরীক্ষা চালায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অগ্রগতির ফলে উত্তর কোরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে, এমন আশা থেকেই নেতা কিম জং উন অস্ত্র পরীক্ষা বন্ধ রাখার ওই ঘোষণা করেছিলেন। কিন্তু আবারও সিদ্ধান্ত বদলাচ্ছেন তিনি। ট্রাম্প তিনবার বৈঠক করেছেন কিমের সঙ্গে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষায় সংযত থাকার পদক্ষেপকেও বড় ধরনের কূটনৈতিক অর্জন বলে ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছ...

ব্রেক্সিটে ব্রিটেনে নতুন অধ্যায় শুরু হবে : বরিস

Image
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেনে এক নতুন অধ্যায় শুরু হবে। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বরিস অঙ্গীকার করেন, কয়েক সপ্তাহের মধ্যেই ব্রেক্সিট কার্যকর হবে। ৩১ জানুয়ারি ব্রেক্সিটের পর ব্রিটেনের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বরিস জনসন। তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন তারাসহ সকলের প্রধানমন্ত্রী তিনি। বরিস ব্রিটেনকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। -বিবিসি ইত্তেফাক/আরকেজি