কর্ণফুলী টানেলের কাজে দ্রুতগতি
প্রত্যাশাকে ছাড়িয়ে চলছে চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেলের (কর্ণফুলী টানেল) কাজের গতি। এরই মধ্যে প্রকল্পের মোট কাজের প্রায় ৫৫ শতাংশ অগ্রগতি হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত সময়ের আগে শেষ হবে টানেলের নির্মাণ কাজ। তাই নির্ধারিত সময়ের আগেই ‘ওয়ান সিটি টু টাউন’ যুগে প্রবেশ করছে চট্টগ্রাম তথা বাংলাদেশ। টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ চৌধুুরী বলেন, ‘টানেল নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। কাজের সার্বিক অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কাজ শেষ করতে পারবে।’ জানা যায়, চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প কর্ণফুলী টানেলের কাজ প্রত্যাশিত সময়ের চেয়ে দ্রুততায় চলছে। নদীর তলদেশে বিরামহীন চলছে দুই টিউব বসানোর কাজ। এরই মধ্যে নদীর তলদেশে ১২২০ মিটার খনন করা হয়েছে। বসানো হয়েছে ৬১০টি রিং। পূর্ব প্রান্তে ওয়ার্কিং শাফট এবং কার্ট অ্যান্ড কভার, রোটারি জেট গ্রাউটিং এবং ডায়াফ্রাম ওয়ালের কাজ সম্পন্ন হয়েছ...