Posts

ঘন কুয়াশার কারণে শাহজালাল ও শাহ আমানতে বিমান উঠানামা বন্ধ

Image
সারা দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশার কারণে আজ শনিবার রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙা ও যশোরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।  বিডি প্রতিদিন/ফারজানা

রওশন চেয়ারম্যান কাদের নির্বাহী চেয়ারম্যান হচ্ছেন!

Image
রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি দলের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ প্রশ্নে আবারও ঝড় আসছে জাতীয় পার্টিতে (জাপা)। আর এই ঝড় বইতে পারে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় দলটির কাউন্সিলকে ঘিরে। কাউন্সিলের মাধ্যমে দলে নিজের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ সংহত করতে দলের চেয়ারম্যান জিএম কাদের নানা কৌশলী পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যেতে পারে। সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদকে ‘চেয়ারম্যান’ এবং জিএম কাদেরকে ‘নির্বাহী চেয়ারম্যান’ করার ফর্মুলা এখন জাপার অন্দর মহলে দায়িত্বশীল নেতাদের মুখে-মুখে। শেষ পর্যন্ত এই ফর্মুলা বাস্তবায়ন হলে সোয়া তিন মাস আগে, অর্থাত্ গত ৭ সেপ্টেম্বর রওশন ও কাদেরকে ঘিরে সৃষ্ট দুটি বলয়ের মধ্যে হওয়া সমঝোতা ভেঙে যাবে বলে মনে করছেন দলের সিংহভাগ নেতা-কর্মী। শুধু চেয়ারম্যান পদকে ঘিরেই আলোচনা থেমে নেই। নতুন আলোচনা রয়েছে দলের মহাসচিব পদকে ঘিরেও। কাউন্সিলে মহাসচিব পদে পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন অনেকে। বর্তমান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা স্বপদে বহাল থাকতে পারেন, এমন আলোচনা দিনদিন কমে আসছে। এই পদে নতুন করে জোর আলোচনায় রয়েছেন গোলাম মসিহ, তিনি সৌদিআরবে বাংলাদেশের ...

শীতে বিপর্যস্ত জীবন

Image
ঘন কুয়াশা ও কনকনে শীতকে উপেক্ষা করে মাঠে কাজ করছে কৃষক। ছবিটি কেরানীগঞ্জ থেকে তোলা —আব্দুল গনি টানা তিন দিন সূর্যের আসল রূপ দেখেনি দেশের মানুষ। সঙ্গে আছে কুয়াশাও। তীব্র কুয়াশার কারণে দুরপাল্লার গাড়িও নিজস্ব গতিতে চলতে পারেনি। আর বিমানের শিডিউলও ব্যাহত হয়েছে। শুক্রবার ছুটির দিনে রাস্তায় মানুষ ছিল খুবই কম। জরুরি কাজ না থাকলে ঘর থেকে বের হননি তারা। আর আবহাওয়া অফিস জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ ও কুয়াশা আরো দু-একদিন থাকতে পারে। তবে এর চেয়ে তাপমাত্রা আর কমবে না। ধীরে ধীরে উন্নতির দিকেই যাবে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস গতকাল তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরো কয়েক দিন অব্যাহত থাকবে। আগামী ১২ ঘণ্টায় দেশের সর্বত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদে...

অভিশংসন নাটকের মধ্যেই কংগ্রেসে ভাষণ দেবেন ট্রাম্প

Image
স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দিতে অভিশংসিত প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন জ্যৈষ্ঠ ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। প্রসঙ্গত, স্টেট অব দ্য ইউনিয়ন হল বছরের শুরু কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া মার্কিন প্রেসিডেন্টের ভাষণ। আগামী বছরের ৪ ফেব্রুয়ারি ওই বক্তব্য দেবেন ট্রাম্প। দুদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছে ট্রাম্প। আগামী জানুয়ারিতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিচার শুরু হবে। ট্রাম্প যখন স্টেট অব দ্য ইউনিয়ন খ্যাত ভাষণ দেবেন তখন হয়তো সিনেটে তার বিচারকার্যক্রম চলতে থাকবে বা শেষ হবে। সিনেটের বিচারে ট্রাম্পের চূড়ান্তভাবে অভিশংসিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার সেটি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, সিনেট কী করবে তাতে কিছুই যায় আসে না। ট্রাম্প এরইমধ্যে অভিশংসিত হয়েই গেছেন। সূত্র: বিবিসি    বিডি প্রতিদিন/ফারজানা

লাখো মানুষের দাবি একটি ওভারপাস গাজীপুরের সুখ-দুঃখ - ৫

Image
বছরের পর বছর একটি মাত্র রেলক্রসিংয়ের কারণে ৪০ লাখ গাজীপুরবাসী কান্না করছেন। অনেকের মতে, এ আর এমন বেশি কি!  দিনে ৮৮ বার যাতায়াত করে ট্রেন। হিসাব করে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৪/৫ ঘণ্টা বন্ধ থাকে গেট। মানুষের চাপে প্রতি মাসে গড়ে একজন ট্রেনে কাটা পড়ে মারা যান। লাখ লাখ মানুষ বছরের পর বছর ধরে একটি ‘ওভারপাস’ নির্মাণের কথা বলে আসছেন। কিন্তু কেউ শুনছেন না সেসব কথা। নির্বাচনের সময় হলে নেতারা বলেন, গোপালগঞ্জের পরে গাজীপুরের মাটি আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। তারপরও যেন কারও কানে যাচ্ছে না লাখ লাখ মানুষের প্রাণের দাবি। ফলে শহরের একমাত্র প্রধান সড়কের রেলগেটটি হয়ে উঠেছে খোদ গাজীপুরের অন্যতম দুঃখ ও দুর্ভোগ হিসেবে। এলাকাবাসী মনে করছেন, শহরে প্রবেশের একটি বিকল্প সড়ক এবং রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ করা অত্যন্ত জরুরি। শহরের প্রবেশমুখ শিববাড়ী মোড় থেকে যে সড়কটি মূল শহরের দিকে গেছে সেটিই শহরের একমাত্র পথ। গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, রেললাইন মূল শহরকে দুই ভাগে ভাগ করে রেখেছে। ওই সড়ক ছাড়া এপারে যারা বাস করেন তাদের আসা-যাওয়ার অন্য কোনো উপায় নেই। আরও যে সংযোগ সড়ক প্রয়োজন এ কথাটি পৌর চেয়ারম্যানর...

কম তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ আরও এক দিন

Image
গতকাল চুয়াডাঙ্গায় তীব্র শীতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছে মানুষ -বাংলাদেশ প্রতিদিন সারা দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে নাকাল হয়ে পড়েছে মানুষ। গতকালও সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এখানে গতকাল তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গতকাল সন্ধ্যায় জানান, আগামীকাল পর্যন্ত এ শৈত্যপ্রবাহ চলতে পারে। ঘন কুয়াশা আর শীতের কারণে বিভিন্ন জেলায় নানা রোগ-ব্যাধির প্রকোপ বেড়েছে। ছিন্নমূল ও কম আয়ের মানুষ একটুখানি উষ্ণতার জন্য খড় ও টায়ার জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ফুটপাথে গরম কাপড়ের দোকানগুলোতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছেÑ রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর  দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আমাদের প্রতিনিধিরা জানান, শীতের দাপটে কাতর হয়ে পড়েছে রংপুরের বদরগঞ্জের ছিন্নমূল মানুষ। বিকাল ...

আইপিএলে দল পেলেন না ইউসুফ, আবেগঘন বার্তা ইরফানের

Image
এবার আইপিএল নিলামে ইউসুফ পাঠানের বেইস প্রাইস ছিল ১ কোটি রুপি। কিন্তু, নিলামে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে যান ইউসুফ পাঠান। ২০২০ আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যাওয়ায় অবাকই হয়েছেন ইউসুফের ভাই ইরফান পাঠান। ভাইকে সান্ত্বনা দিয়ে ইরফান টুইট করে বললেন, ‘এ রকম ছোটখাটো ধাক্কা দিয়ে তোমার দুর্দান্ত ক্যারিয়ারকে মাপলে কিন্তু ভুল করা হবে। ক্যারিয়ার জুড়ে তুমি দুরন্ত পারফর্ম করেছ। তুমি সত্যিকারের ম্যাচ উইনার। তোমাকে সব সময় ভালোবাসি লালা।’ রাজস্থান রয়্যালসের হাত ধরে আইপিএল যাত্রা শুরু হয়েছিল ইউসুফ পাঠানের। টুর্নামেন্টের প্রথম সংস্করণ জিতেছিল রাজস্থান। সেবার পাঠানের ব্যাট থেকে এসেছিল ৪৩৫ রান। ওই আইপিএলে ৮টি উইকেটও নিয়েছিলেন ইউসুফ। অন্যদিকে, গত আসরে ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাত্র ৪০ রান করেছিলেন, সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৬। পুরো আসরে মাত্র এক ওভার বল করেছিলেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ