Posts

সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের ভিডিও প্রকাশ করল ইয়েমেন

Image
প্রতীকী ছবি সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেন। শুক্রবার সকালে ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের এ হেলিকপ্টার ধ্বংস করা হয়। ইয়েমেন সেনাবাহিনীর এক মুখপাত্র সে সময়ে বলেছিলেন, এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট প্রাণ হারিয়েছে। ক্ষেপণাস্ত্রের সাহায্যে একে ধ্বংস করা হয় বলেও জানান তিনি। ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তা সৌদি হেলিকপ্টারকে আঘাত হানায় ইয়েমেনের যোদ্ধারা সমবেত কণ্ঠে আল্লাহর শোকরগুজারি করেন। একই সঙ্গে তারা ইসরায়েল ধ্বংস হোক এবং আমেরিকা ধ্বংস হোক বলে বজ্রকণ্ঠে স্লোগান দিতে থাকেন। সূত্র: এএনআইনিউজ ভিডিও: বিডি প্রতিদিন/কালাম

সালমানের পছন্দ এই আফগান সুন্দরীকেই !

Image
বলিউডের বহুল প্রতিক্ষীত ছবি দাবাং থ্রি-তে মালাইকা অরোরার জায়গায় নিয়ে আসা হয়েছে ওয়ারিনা হুসেনকে। মুন্না বদনাম হুয়া গানের সঙ্গে এবার কোমর দোলাতে দেখা যাবে এই আফগান সুন্দরীকে। দাবাং থ্রি-র সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ওয়ারিনা।  আয়ুষ শর্মার সঙ্গে লভয়াত্রি-তে স্ক্রিন শেয়ার করেন ওয়ারিনা হুসেন। আয়ুষের সঙ্গে অভিনয়ের জন্য আফগান সুন্দরীকে বলিউডে নিয়ে আসেন। লভয়াত্রি বক্স অফিসে সেভাবে ভালো ব্যবসা করতে না পারলেও, ওয়ারিনার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় বলিউড। এবার ২০ বছর বয়সী ওয়ারিনা হুসেনকেই আইটেম নম্বরের জন্য দাবাং থ্রি-তে কাস্ট করেন সালমান খান। মুন্না বদনাম হুয়া মুক্তি না পেলেও, শ্যুটিংয়ের সময় ওয়ারিনা বেশ কিছু ছবি শেয়ার করেন ফ্লোর থেকে। সম্প্রতি মুক্তি পায় দাবাং থ্রি-র ট্রেলার। সেখানে সালমান খান, সোনাক্ষী সিনহার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সাই মঞ্জরেকর। সালমানের দাবাং দিয়ে যেমন বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা, তেমনি দাবাং থ্রি দিয়ে বলিউডে পা রাখছেন মহেশ মঞ্জরেকরের মেয়ে সাই। সেই সঙ্গে এই সিনেমার আইটেম নম্বরে দেখা যাবে আফগান সুন্দরী ওয়ারিনা হুসেনকে। এদিকে শোনা যাচ্ছে, বিগ ব...

নরেন্দ্র মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী’‌

Image
ফাইল ছবি এবার নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও অনুপ্রবেশকারী বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।’ খবর দ্য ওয়াল এর। অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, ‘এনআরসি.. এনআরসি... করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে, ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না। তারা ভাবছেন, আমরা ভোট দিই, আর আমাদেরই বের করে দেবে!’ তিনি বলেন, ‘সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?’ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন, ‘দেখাতে চাইছে মুসলমানদের তাড়াবে। কিন্তু মুসলমানরা যদি ভারতের নাগরিক হন, তাহলে তারা কেন যাবেন? হিন্দুস্থান সবার জন্য। কিন্তু তারা দেখাতে চাইছে, এখানে হিন্দুরা থাকবে মুসলমানরা নয়। হিন্দুস্থানে সবার অধিকার সমান।’ উল্লেখ্য, ভারতের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদ...

ভারতীয় সেনাদের অভিযানে দশক পুরনো জঙ্গি আস্তানা উৎখাত

Image
জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ। ছবি-সংগৃহীত ভারতের কাশ্মীরে  অভিযান  চালিয়ে অন্তত ১০ বছরের পুরনো একটি জঙ্গি আস্তানা উৎখাত করেছে ভারতীয় যৌথ বাহিনী। কাশ্মীরের বারামুল্লা জেলার রাফিয়াবাদ শহরে পরিচালিত এই সেনা অভিযানে সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ অংশগ্রহণ করে। দালরি জঙ্গলে অবস্থিত ওই গোপন আস্তানা থেকে এসময় ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যোউথ বাহিনী। খবর এএনআই এর। সূত্র জানায়, গোপন সূত্রে সেনাবাহিনী জঙ্গি আস্তানাটির খোঁজ পায়। পরে তারা জম্মু ও কাশ্মীর পুলিশের সহযোগীতায় রবিবার অভিযানটি পরিচালনা করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, আস্তানাটি অন্তত ১০ বছরের পুরনো এবং উদ্ধারকৃত অস্ত্র ও রাইফেলগুলোর অধিকাংশেই জং ধরে গিয়েছিল। জঙ্গি আস্তানাটিতে ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। এর মধ্যে দুইটি একে-৪৭, ২ হাজার রাউন্ড গুলি, বেশ কয়েকটি ওয়্যারলেস সেট ও পুরনো কাপড়-চোপড় উল্লেখযোগ্য। আরও পড়ুন:   মি টু'র ফাঁদে তিউনিশিয়ান এমপি! সেনাসূত্র জানিয়েছে, জঙ্গিদের এই গোপন আস্তানাটি প্রায় এক দশকের পুরনো। অস্ত্র ও গোলাবারুদ...

'বোমার আওয়াজে' ঘুম ভাঙ্গল লন্ডনবাসীর!

Image
ব্রিটিশ রয়েল এয়ারফোর্স টাইফুন। বোমার আওয়াজে ঘুম থেকে জেগে উঠল লন্ডনবাসী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্ভবত এভাবে আর কখনো জেগে উঠতে হয়নি তাদের। আর সে কারণেই হঠাৎ হওয়া এই আওয়াজে ঘর থেকে বের হয়ে আসে উত্তর লন্ডনের বাসিন্দারা। বিবিসি জানায়, আজ রোববার ভোর ৪টা ২০ মিনিটে হঠাৎ 'সনিক বোমা' ফাটার আওয়াজে কেপে ওঠে লন্ডন ও উত্তর হোমকাউন্টিস। এরপর সেদিকে সাইরেন বাজিয়ে ছুটে যায় পুলিশের গাড়ি। শেষ পর্যন্ত জানা যায়, 'রয়েল এয়ারফোর্স টাইফুন'র আওয়াজ ছিল, কোন বোমা বিস্ফোরণের নয়। 'রয়েল এয়ারফোর্স টাইফুন' শব্দের গতিতে চলতে সক্ষম। কিন্তু কোন জরুরি অবস্থা ছাড়া এই গতিতে বিমানটিকে পরিচালনা করা নিষিদ্ধ। লন্ডন পুলিশ জানিয়েছে এই আওয়াজ রয়েল এয়ারক্রাফটের। কিন্তু বিমানটি কেনো এই গতিতে চালানো হয়েছে তা নিশ্চিত করেনি লন্ডন পুলিশ। ব্রিটিশ রয়েল এয়ারক্রাফট ফোর্সের মুখপাত্র জানান, যুক্তরাজ্যের 'কুইক রিঅ্যাকশন এলার্ট' ব্যবস্থাপনার একটি অংশ ছিল এটি। বিষয়টি নিয়ে ভয় পাওয়া কিছু নেই। এই বিমানটি বর্তমানে আমাদের ঘাঁটিতে নিরাপদে অবতরণ করেছে। এদিকে ঘটনার বর্ণনা করতে গিয়ে স্থানীয় এক নারী জান...

বাসচালক ও সহকারীদের খামখেয়ালিপনায় সড়কে দুর্ঘটনা: আদালত

Image
কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় প্রাণ হারায় দুই শিক্ষার্থী। প্রথম আলো ফাইল ছবি বাসচালক ও চালকের সহকারীদের খামখেয়ালির কারণে নিরীহ ছাত্র-ছাত্রীসহ যাত্রীরা প্রাণ হারাচ্ছেন। তাঁদের কবল থেকে কেউই রেহাই পাচ্ছেন না। চালকদের আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে চালকেরা কোনোভাবেই যাতে হালকা যানবাহন চালানোর লাইসেন্স নিয়ে ভারী যানবাহন চালাতে না পারেন, সে ব্যাপারে ট্রাফিক পুলিশদের আরও কঠোর ও দায়িত্বশীল হতে বলেছেন আদালত। বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় করা মামলার রায়ে আজ রোববার আদালত এই পর্যবেক্ষণ দিয়েছেন। আদালত মালিকদেরও আরও দায়িত্বশীল হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আদালত মনে করেন, চুক্তিতে ভাড়া দেওয়ার কারণে বাসচালক ও সহকারীদের মধ্যে একধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক আজ রোববার বিকেলে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে দুই চালক ও এক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। দুজনকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত কিছু পর্যবেক্ষণও দেন। রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষ থেক...

সৌদি টিভির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে: ইরান

Image
ছবি-সংগৃহীত লন্ডন থেকে ফার্সি ভাষায় প্রচারিত সৌদি আরবের অর্থায়নে একটি টিভি চ্যানেলের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় বলেছে, সৌদি টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’ থেকে উসকানি পেয়ে নাশকতামূলক তৎপরতা চালানোর সময় এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যখন সাধারণ মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল তখন বিবিসি ফার্সি’র মতো ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলও দেশব্যাপী জ্বালাও পোড়াও করতে দুস্কৃতকারীদের মারাত্মক উসকানি দেয়। চ্যানেলটি অনর্থক সামান্য ঘটনাকে বড় করে তুলে ধরে দুর্বৃত্তদেরকে বেপরোয়া করে তোলে এবং তাদেরকে আরো বড় ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে উসকানি দেয়। এছাড়া বিবৃতিতে চ্যানেলটির এমন তৎপরতাকে ইরানের শত্রুদেরকে সহযোগিতার শামিল বলে উল্লেখ করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, এই চ্যানেলে কর্মরত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনদের সব সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অভিযুক...