Posts

ইরানে সিআইএ’র ৮ এজেন্ট গ্রেফতার

Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানে মার্কিন সেনা প্রেরণের লক্ষ্যে বিক্ষোভকে ব্যবহারের অভিযোগ আনেন। ছবি: আল জাজিরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) আট জন এজেন্টকে গ্রেফতার করার দাবি করেছে ইরান । গত সপ্তাহে পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইরানে সংগঠিত বিক্ষোভের সময় দেশটির নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেফতার করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাত দিয়ে এই খবর জানিয়েছে আল জাজিরা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিরা সিটিজেন জার্নালিস্টের ছদ্মবেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের উপর প্রশিক্ষণ নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করছে। আমেরিকার পক্ষ থেকে তাদেরকে সহিংসতায় অংশ নেওয়া এবং এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া ব্যক্তিদের উপর ইরানের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে নজরদারি করে আসছিলো। আটক আট ব্যক্তির মধ্যে ছয় জনকে দাঙ্গা চলাকালে এতে জড়িত থাকার অপরাধে এবং দুজনকে বিদেশে তথ্য পাচারের সময় গ্রেফতার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে...

টেকনাফ স্থলবন্দর দিয়ে ফের এলো ১৪শ মেট্রিকটন পিয়াজ

Image
ভারত পিয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার পর মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পিয়াজ আমদানি অব্যাহত রেখেছেন। বুধবার ১৬ জন ব্যবসায়ীর কাছে ২৭টি ট্রলারে করে ১ হাজার ৩৯৫ মেট্রিকটন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। চলতি বছরের নভেম্বর মাসে ২২ দফায় মিয়ানমার থেকে নৌপথে ১৯ হাজার ৮৯২ টন পিয়াজ আমদানি করা হয়েছে।  তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন। তিনি বলেন, ভারত ২৯ সেপ্টেম্বর থেকে পিয়াজ রফতানি বন্ধ করে দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০ মেট্রিক টন পিয়াজ আসে। এরপর থেকে বুধবার বিকাল পর্যন্ত মিয়ানমার থেকে ৪১ হাজার ৩৯০ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে। এসব পিয়াজ খালাস করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।  তিনি আরও বলেন, ব্যবসায়ীরা পিয়াজ আমদানির দিকে ঝুঁকছেন। যার ফলে অন্যান্য পণ্য আমদানি কম হচ্ছে। তবে দেশের স্বার্থে সংকট মোকাবিলায় পিয়াজ আমদানি বাড়াতে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে। সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে পিয়াজসহ অন্যান্য পণ্য নিয়ে আসা ২৭টি ট্রলার থেকে পিয়াজ খালাস করে শ্রমিকেরা ট্রাকে বোঝাই করছেন।ট্রাকভর্তি...

বিয়েবাড়ি যাওয়ার পথে বোমা বিস্ফোরণে নিহত ১৫

Image
বিয়েবাড়িতে যাওয়ার পথে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শিশু-নারীসহ ১৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার প্রদেশের ইমাম সাহেব জেলায় ওই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে তালেবান বিদ্রোহী ও ন্যাটোসমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলে আসছে। এর বলি দেশটির সাধারণ মানুষ। এখানে প্রায়ই বিভিন্ন হামলা ও সংঘর্ষে বেসামরিক নাগরিক হতাহত হয়।   প্রদেশের গভর্নর আব্দুল জাবার নায়েমি জানান, ইমাম সাহেব অঞ্চলটি তালেবান বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। এ দুর্ঘটনার জন্য তাদেরই দায়ী করেন তিনি।    চলতি বছরের প্রথম ৬ মাসে বিভিন্ন সহিংসতায় আফগানিস্তানে ৩ হাজার ৮১২ জন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪৪ নারী ও ৩২৭ শিশু রয়েছে। এছাড়া আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা হাজারেরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘ। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার  

পাকিস্তানের সেনাপ্রধানের বর্ধিত মেয়াদ আদালতে স্থগিত

Image
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ছবি: রয়টার্স পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার বর্ধিত মেয়াদ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার এমন অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ বুধবার আদালতে ফের শুনানির হওয়ার কথা রয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক বড় ধাক্কা। চলতি বছরের শুরুতে তিনি বলেছিলেন, কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে প্রতিবেশী ভারতের সঙ্গে চলমান উত্তেজনা মোকাবিলায় জেনারেল কামার জাভেদ বাজওয়াকে প্রয়োজন। গত ১৯ আগস্ট সেনাপ্রধান হিসেবে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল। এ-সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছিল, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় সেনাপ্রধান পদে জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হলো। এবার দেশটির শীর্ষ আদালতের রায়ে তা স্থগিত হলো। পাকিস্তানের প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা বলেছেন, এ বিষয়ে সেনাবাহিনী বিস্তারিত যুক্তি উপস্থাপন না করা পর্যন্ত আদালত স্থগিতাদেশ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আমলে ২০১৬ সালের নভেম্বরে সে...

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল চীন

Image
বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো পেছনে ফেলেছে চীন। ছবি: এএফপি বৈশ্বিক অর্থনীতির ময়দানে যুক্তরাষ্ট্রকে ভালোভাবেই ধাওয়া করছে এশিয়ার পরাশক্তি চীন। অর্থনৈতিক লড়াইটা জমজমাট থাকা অবস্থাতেই একটি গুরুত্বপূর্ণ দিকে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে দিয়েছে চীন। বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদের সংখ্যায় যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো পেছনে ফেলেছে চীন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অস্ট্রেলিয়ার লুভি গ্লোবাল ডিপ্লোম্যাটিক ইনডেক্স ম্যাপে উঠে এসেছে এ তথ্য। তাতে দেখা গেছে, বিশ্বজুড়ে চীনের এখন ২৭৬ জন কূটনীতিবিদ আছেন, আর যুক্তরাষ্ট্রের আছে ২৭৩ জন। চীনের দূতাবাস আছে ৯৬টি, যুক্তরাষ্ট্রের আছে ৮৮টি। বিশ্বের কূটনৈতিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে টপকে যাওয়ার দৌড়ে বেশ বড়সড় একটা অগ্রগতিই হয়েছে চীনের। তবে সংখ্যার দিক থেকে এগিয়ে গেলেও কূটনৈতিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্রকে এখনো ছুঁতে পারেনি চীন—এমন দাবি করেছেন লুভি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো বনি ব্লে। তিনি বলেছেন, ‘বিশ্বে কূটনৈতিক প্রভাবের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো শীর্ষে। চীন অনেক ব্যবধান...

কাবুলে নারী চালাচ্ছেন বাস

Image
মাইক্রোবাসের স্টিয়ারিং হাতে আফগান নারী পারিসা হায়দারি। ছবি: এএফপি হাই হিলকে বিদায় দিয়েছেন। পা চাপিয়েছেন গাড়ির একসেলারেটরে। এভাবেই ১০ সিটের মিনি বাস ‘পিংক শাটল’ নিয়ে এগিয়ে চলেছেন আফগান নারী পারিসা হায়দারি যানজটের শহর কাবুলে। তাঁর বাসের যাত্রীরাও সব নারী। আফগানিস্তান একটি রক্ষণশীল দেশ। সমাজব্যবস্থা এখনো অতিপুরুষতান্ত্রিক। দেশটির পরিবহনগুলোতে চালকের আসনে প্রায় সবাই পুরুষ। তাই পারিসাকে বাস চালাতে চোখে না দেখলে লোকে হয়তো বিশ্বাসই করতে চাইত না। পারিসা জানালেন, তাঁকে লোকেরা বিস্ময়ের চোখে দেখে, বিশেষ করে পুরুষ চালকেরা তো হতবাক। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পাই। কোনো কোনো চালক আমাদের পথ আটকে দেন। কেউ হর্ন বাজান। আবার কেউ পাল্লা দিয়ে গাড়ি চালান, তা–ও সড়কে গাড়ির চাপ না থাকা সত্ত্বেও।’ পারিসা আরও বলেন, তিনি গাড়ি চালানো উপভোগ করেন। এ কাজ তাঁর ভালো লাগে। নারীদের প্রধান উদ্বেগ হলো নিরাপত্তা নিয়ে। তাই এ নিয়ে কাজ করতে পেরে তিনি স্বস্তি পান। ৩৬ বছর বয়সী সাবেক বিউটিশিয়ান এবং একসময়ে টেলিভিশনে কাজ করে আসা পারিসা জানান, তাঁর সহকর্মীরা ১০০ প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন। পিংক শাটল হলো এ...

হংকংয়ে বিক্ষোভকারীদের সমর্থনে আইনে স্বাক্ষর ট্রাম্পের

Image
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের সমর্থন দিতে একটি আইনে বুধবার স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বেইজিং ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই আইনে ট্রাম্প এমন এক সময় স্বাক্ষর করলেন যখন ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চলা যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ নিরসনের আশা করছিল। খবর এএফপি’র। এক বিবৃতিতে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি শ্রদ্ধা জানানোর কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে চীন ও হংকংয়ের নেতা ও প্রতিনিধিরা বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে তাদের মধ্যকার মতপার্থক্য দূর করতে সক্ষম হবেন। হংকংয়ের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এমন আইনকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সপ্তাহ আগে ওয়াশিংটনের এ আইনের কঠোর নিন্দা জানান। গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছিলেন। চীনের পক্ষ থেকে বলা হয়, এটাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটলে এর যাবতীয় দায়িত্ব যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্য...