Posts

সৌদিতে ৯ শিক্ষাবিদ, লেখক আটক

Image
সৌদি আরবে উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানোর অভিযোগ আছে। ছবি: রয়টার্স সৌদি আরব অন্তত নয়জন শিক্ষাবিদ, লেখক ও অধিকারকর্মীকে আটক করেছে। আন্দোলনকর্মীরা গতকাল সোমবার এই তথ্য জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই বছর ধরে দেশটিতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে চলে আসা দমন-পীড়নের সবশেষ ঘটনা এটি। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের যুবরাজ হওয়ার পর বিশেষ করে উদারপন্থী ও অধিকারকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন বেড়েছে বলে অভিযোগ আছে। তিনি তাঁর ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে এই কাজ করছেন বলে পর্যবেক্ষকদের ভাষ্য। মানবাধিকার গোষ্ঠী এএলকিউএসটি বলছে, ১৬ নভেম্বর নতুন করে অভিযান শুরু হয়। রিয়াদ, জেদ্দাসহ বিভিন্ন শহরে অন্তত নয়জন সাংবাদিক, ব্লগার, অধিকারকর্মীর বাড়িতে অভিযান চালায় সৌদি কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে ল্যাপটপ, মোবাইল জব্দ করা হয়। এএলকিউএসটি এক বিবৃতিতে বলেছে, সুশীল সমাজের বিরুদ্ধে আগে থেকেই দমন-পীড়ন চালিয়ে আসছে সৌদির কর্তৃপক্ষ। সেই অভিযানের অংশ হিসেবে কিছুদিন ধরে কর্তৃপক্ষ নতুন করে সাংবাদিক, অধিকারকর্মী, নারী-পুরুষ গ্রেপ্তার করেছে। এএলকিউএসটির অভিযোগ, বুদ্ধিজীবীদের আটকের পাশা...

চীনকে হাম্বানটোটা বন্দর দেওয়া ঠিক হয়নি: রাজাপক্ষে

Image
গোতাবায়া রাজাপক্ষে। ছবি: রয়টার্স শ্রীলঙ্কার হাম্বানটোটা নৌবন্দর চীনকে ইজারা দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। ভারতশক্তি ডট ইন ও স্ট্র্যাটেজিক নিউজ ইন্টারন্যাশনালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকেই বেছে নিচ্ছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। মাইথ্রিপালা সিরিসেনার সরকার হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছিল। গোতাবায়া বলেছেন, এখন এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করতে হবে। বিনিয়োগের জন্য ক্ষুদ্র অঙ্কের ঋণের বদলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পোতাশ্রয় দিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এটা আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। ঋণের শর্ত অনুযায়ী, ২০১৭ সালে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের ইজারা নেয় চীন। মাহিন্দা রাজাপক্ষের আমল থেকেই শ্রীলঙ্কার সঙ্গে চীনের সম্পর্ক ভালো হতে শুরু করে। পাশাপাশি আফ্রিকার জিবুতিতে সেনা ঘাঁটি তৈরি করে চীন ভারত মহাসাগরে সামরিক উপস্থিতি বাড়ায়। প্রেসিডেন্ট গোতাবায়া ভারত মহাসাগরের গুরুত্ব বোঝেন। তিনি এও জানেন, বর্তমান ভূরাজনীতিতে এই মহাসাগরের গুরুত্ব কতটা। সেখানে শ্রীলঙ্...

মালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ ফরাসী সেনা নিহত

Image
মালির উত্তরাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনার পর সেখানে ফরাসি সেনা মোতায়েন করা হয়। ছবি: বিবিসি মালিতে জিহাদিদের বিরুদ্ধে অভিযানের সময় হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জন ফরাসী সেনা নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় মালির উত্তরাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিবিসি’র। ফরাসী রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ২০১২ সালে আল কায়েদাপন্থী ইসলামী জঙ্গিরা মালির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে মালিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। তবে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী এই অঞ্চলটি আবার নিজেদের কব্জায় নিয়েছে। তা সত্ত্বেও সেখানে নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে এবং সহিংসতা এই অঞ্চলের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। আরও পড়ুন:  হাইকোর্ট মোড়ে বিএনপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এর আগে চলতি মাসের শুরুতে মালির পূর্ব সীমান্ত অঞ্চলে টহল দেওয়ার সময় রাস্তার পাশে পোঁতা বোমা বিষ্ফোরণে এক ফরাসী সৈন্য নিহত হয়েছিল। মালিতে হস্তক্ষেপ শুরুর পর থেকে সেখানে নিহত ফরাসি সেনার সংখ্যা ৩৮ জনে দাঁড়িয়েছে। ব...

ইহুদি পরিবারকে হামলা থেকে বাঁচিয়ে নেট দুনিয়ায় ‘হিরো’ মুসলিম তরুণী! (ভিডিও)

Image
প্রতিনিয়ত বিদ্বেষমূলক হামলা বা গালিগালাজের শিকার হচ্ছে কেউ না কেউ। প্রকাশ্যে সকলের সামনে ঘটনা ঘটলেও প্রতিবাদ করতে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। তবে এবার এমন একটি ঘটনার প্রতিবাদ করে নেট দুনিয়া নেটিজেনদের প্রশংসার পাত্রী হয়ে উঠেছেন এক মুসলিম নারী।  সাহসিকতার সঙ্গে ইহুদি সহযাত্রীর সঙ্গে হতে থাকা অন্যায়ের বিরোধিতা করে এখন সকলের চোখে ‘হিরো’ আসমা শোয়েখ। আসমার এই সাহসী প্রতিবাদের জন্য ধন্যবাদ জানিয়েছেন সেই ইহুদি সহযাত্রীও। ঘটনাটি ঘটে গত ২২ নভেম্বর, লন্ডনের পাতাল রেলে। সেদিন আক্রান্ত ওই ব্যক্তি পাতাল রেলের চড়ে পরিবারসহ এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। হেনডন সেন্ট্রাল থেকে পাতাল রেলে চড়েন তারা। যাচ্ছিলেন কনভেন্ট গার্ডেনের দিকে। তারা ট্রেনে ওঠার পর এক ব্যক্তি ওই ট্রেনটিতে ওঠে। পোশাক দেখে তাদের জিজ্ঞাসা করেন যে, তারা ইহুদি কী না। পরিবারটি তাদের ইহুদি বলে পরিচয় দেয়। এরপর বিদ্বেষমূলক গালিগালাজ করতে থাকে ওই অজ্ঞাত পরিচয় সহযাত্রী। বাইবেল হাতে ইহুদিবিদ্বেষী বার্তা দিতে থাকেন। তার এই বিদ্বেষমূলক কথাবার্তায় পাত্তা না দিলে আরও বেশি করে গলা ফাটিয়ে ওই ইহুদি পরিবারের বিরুদ্ধে গালিগালাজ...

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'রিতা'

Image
ফাইল ছবি পৃথিবী জুড়ে বাড়ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা। বাংলাদেশ, ভারত বা সুদূর নিউজিল্যান্ড কেউই এর থেকে বাদ নেই। উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতকে সাধারণ বলেই মেনে নিচ্ছেন আবহবিদরা। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট এবার নতুন এক ঘূর্ণিঝড় 'রিতা'র সন্ধান দিয়েছে। যা আঘাত হানতে চলেছে নিউজিল্যান্ডের উপকূলে। গতবছর নিউজিল্যান্ডের টোঙ্গায় আঘাত করেছিল ঘূর্ণিঝড় 'গিতা'। বেশ ক্ষতিক্ষতি হয়েছিল। বহু বাড়ি নষ্ট হয়েছিল। প্লাবন হয়েছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে। তাই এবার আগে থেকেই সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় আসার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রথম সতর্কবার্তা জারি করে ফিজির আবহাওয়া সংস্থা। খুব দ্রুতই এই ঘূর্ণিঝড় ক্যাটেগরি ওয়ান ট্রপিক্যাল সাইক্লোনে রূপান্তরিত হতে চলেছে। ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে সেই ঝড়। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিমি। সাম্প্রতিককালে এটাই সর্বপ্রথম ট্রপিক্যাল সাইক্লোন।  দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে বলে জানা গেছে। নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান...

ইমরান খানের প্রজ্ঞাপন স্থগিত, মেয়াদ বাড়ল সেনাপ্রধানের

Image
আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার অবসর নেয়ার কথা ছিল। তার মেয়াদ তিন বছর বাড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামীকাল বুধবার পর্যন্ত তা স্থগিত করে দিয়েছেন। দেশটির প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসা এ আদেশ দিয়েছেন।  জানা গেছে, আগামীকাল বুধবার এ ঘটনায় আবারও শুনানি শুরু হবে। প্রধান বিচারপতির মতে, সেনাপ্রধানের মেয়াদবৃদ্ধিকে চ্যালেঞ্জ করে পিটিশন ও ইমরান খানের প্রজ্ঞাপন দুটোই সঠিক না। কাজেই পিটিশনকে স্বতঃপ্রণোদিত রুল হিসেবে রূপান্তরিত করা হয়েছে। এদিকে, ইমরান খানের প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান মেয়াদ শেষ হওয়ার দিন থেকে শুরু করে আগামী তিন বছরের জন্য জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে এই প্রজ্ঞাপনে সই করেছেন। উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট মেয়াদবৃদ্ধির এই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু মেয়াদ বৃদ্ধির এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়ে তা প্রত্যাহারে একটি পিটিশন দা...

আলবেনিয়ায় ভূমিকম্পে নিহত ৬, আহত তিন শতাধিক

Image
আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২৫ জন। মঙ্গলবার রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সেখানে।  সিএনএন জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে বলছে- স্থানীয় সময় খুব ভোরের দিকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। রাজধানী তিরানা থেকে প্রায় ১৩ মাইল দূরে বন্দর নগরী ডুরেস ছিল ভূমিকম্পের উৎস।  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই এলাকার অনেক ভবন ধসে পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এতে নিহতের সংখ্যা অন্তত ৬। পুলিশ বলেছে, একটি ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন একজন। থুমানি গ্রামে নিহত হয়েছেন তিনজন। নিহত অন্য দু'জনের সম্পর্কে জানা যায়নি।  দেশটির মন্ত্রণালয় নিশ্চিত করেছে এতে আহত হয়েছেন কমপক্ষে ৩২৫ জন। ডুরেস, লেজহি এবং তিরানা শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিডি প্রতিদিন/আরাফাত