Posts

ঝরে পরার হার ৪৭ থেকে ১৮ শতাংশে কমিয়ে এনেছে সরকার’

Image
প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি-ইত্তেফাক বাংলাদেশ সরকার স্কুল শিক্ষার্থীদের ঝরে পরার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। গত ১০ বছরে বাংলাদেশ স্কুল শিক্ষার্থী ঝরে পরার হার ৪৭ শতাংশ থেকে ১৮ শতাংশে কমিয়ে এনেছে ও স্কুল ঝরে পরা রোধে বাংলাদেশ সরকার স্কুল ফিডিং এবং বৃত্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের অংশ হিসেবে এসডিজি-এডোকেশন ২০৩০ এর সপ্তম অধিবেশনে তিনি এ তথ্য জানিয়েছেন। সেশন সভাপতি ইউনেস্কোর এডিজি (stefania giannini) স্টেফানিয়া জিয়ানিনি শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের বিষয়ে শিক্ষামন্ত্রীকে কিছু বলার আহ্বান জানালে তিনি এ কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কারণে শিক্ষামন্ত্রীকে এসডিজির স্টিয়ারিং কমিটি বিশেষভাবে শিক্ষামন্ত্রীকে বক্তব্য রাখতে আহ্বান জানান। মঙ্গলবার সকালে ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস ইউনেস্কোর ৪০তম জেনারেল কনফারেন্সের উদ্বোধন করেন। এ সময় ই নাইন এর প্রতিনিধি হিস...

মিসরে অবতরণের সময় বিমানে আগুন, প্রাণে বাঁচলো ১৯৬ আরোহী (ভিডিও)

Image
মিসরের শারম আল শেখ বিমানবন্দরে অবতরণের পরপরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের ১৯৬ আরোহী।  বুধবার ইউক্রেন থেকে শারম আল শেখ বিমানবন্দরে ১৯৬ আরোহীবাহী বিমানটি অবতরণের সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানটিতে ১৮৯ যাত্রী ও সাত ক্রু ছিলেন। ইউক্রেন থেকে স্কাইআপ এয়ারলাইন্সের বোয়িং৭৩৭-৮০০ বিমানটি সমুদ্র তীরবর্তী ওই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের জরুরি সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনা হয়। অবতরণের বিমানটির হাইড্রোলিক ফ্লুইড লিকেজ হয়। ফলে বিমানটির হট ব্রেকে সেই ফ্লুইড ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরলে এ ঘটনা ঘটে।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

বলিভিয়ার অন্তবর্তীকালীন সরকার প্রধান ঘোষণা সিনেটর অ্যানেজের

Image
উত্তর আমেরিকার দেশ বলিভিয়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিজেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন দেশটির সিনেটর জিনাইন অ্যানেজ। তবে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের লেফটিস্ট পার্টির সংসদ সদস্যরা বয়কটে থাকার কারণে মঙ্গলবার সংসদে কোরাম সঙ্কট দেখা দেয়। ফলে অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে অ্যানেজের দায়িত্বগ্রহণ সংসদীয় বৈধতা পায়নি। খবর রয়টার্স। এর আগে, গত ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলিভিয়ায় আন্দোলন শুরু হলে পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট ইভো মোরালেস ও তার ভাইস প্রেসিডেন্ট। এরপর দুদিন পর মঙ্গলবার মেক্সিকোতে রাজনৈতিক আশ্রায় পান মোরালেস। এর আগে, মেক্সিকো থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ইভো মোরালেস বলেছেন, তিনি জীবন নিয়ে কোনোমতে মেক্সিকোতে এসে পৌঁছেছেন। তবে যতদিন তার জীবন আছে ততদিন তিনি রাজনীতি ছাড়ার ব্যাপারে ভাববেন না বলেও উল্লেখ করেছেন। একই সঙ্গে পদত্যাগের পর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ইভো মোরালেস তার সমর্থকদের সেনাবাহিনী ও পুলিশের বিরুদ্ধে লড়াই করতে বলেন। তার ওই ঘোষণার পর কমপক্ষে ২০ জন সমর্থক আহত হয় বলে খবর পাওয়া যায়।  বিডি-প্রতিদিন/ম...

সম্পর্ক জোড়া লাগাতে বৈঠকে বসছেন ট্রাম্প-এরদোগান

Image
ট্রাম্প-এরদোগান (ফাইল ছবি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যে সম্পর্ক শীতল যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে। সেই সম্পর্ককে জোড়া লাগানোর জন্য গতকাল যুক্তরাষ্ট্র গেছেন এরদোগান। আজ বুধবার দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। ২০১২ সালে ইস্তাম্বুলে ট্রাম্প টাওয়ার উদ্বোধনকালে রিয়েল এস্টেট ব্যবসার মোড়ল ডোনাল্ড ট্রাম্প তুরস্কের জনগণকে বলেছিলেন, ‘তাদের নেতা, প্রধানমন্ত্রী ‘অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি। ‘তিনি একজন ভালো মানুষ হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করছেন।’ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প প্রকাশ্যে এরদোগান এবং তার লড়াইয়ের শৈলীর প্রশংসা করে তাকে ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন। আজ বুধবার হোয়াইট হাউজে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার কথা। ট্রাম্পের এ রকম অনুরাগকে তুরস্ক ও আমেরিকার সম্পর্ক পুরোপুরি ভেঙে না যাওয়ার কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে তাদের মতবিরোধ তীব্র থেকে তীব্রতর হয়ে পড়েছিল। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তুর্কি গবেষণা প্রোগ্রামের পরিচালক সোনার ক্যাগাপ্টে বলেছেন, ‘ন্যাটো জোটের শক...

১০৭ বছরের ঘূর্ণিঝড়ের রেকর্ড ভাঙতে পারে এবার

Image
ঘূর্ণিঝড় কিয়ার ২০১৫ সালে মোট ১২টি নিম্নচাপ তৈরি হয়, যার মধ্যে মাত্র ৪টি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। ২০১৮ সালে নিম্নচাপ তৈরি হয় ১৪টি। এর অর্ধেক পরিণত হয় ঘূর্ণিঝড়ে। এদিকে ২০১৯ সালে মোট ৯টি নিম্নচাপ তৈরি হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৭টি পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। এর ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার হারের নিরিখে বিগত বেশ কয়েক বছরকে পিছনে ফেলে দিয়েছে ২০১৯ সাল। সাধারণত আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি নিম্নচাপ তৈরি হয়। কিন্তু এই বছর উল্লেখযোগ্যভাবে সংখ্যাটা আরব সাগরের ক্ষেত্রে বেশি। এই কয়েক দিন আগেই ঘূর্ণিঝড় কিয়ার ও মাহার সৃষ্টি হয় আরব সাগরে। এর আগে বঙ্গোপসাগরে তৈরি হয় ফণী ও পাবুক। আর কয়েক দিন আগেই তাণ্ডব ছড়ায় ঘূর্ণিঝড় বুলবুল। শেষবার আরব সাগরে একই বছরে চারটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯০২ সালে। ২০১৯-এর দেড় মাস বাকি থাকতেই সেই সংখ্যা ছোঁয়া হয়ে গেছে। ডিসেম্বরের আগে আরও ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা রয়েছে। এমন শঙ্কা সত্যি হলে ভেঙে যেতে পারে ১০৭ বছরের রেকর্ড। বিডি প্রতিদিন/ফারজানা

ইমরান সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান নওয়াজের

Image
ফাইল ছবি ইমরান সরকারের শর্ত মেনে বিদেশে চিকিৎসা করানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বিদেশ যেতে পারবেন কিনা, গেলে কি কি ব্যবস্থা নেয়া হবে তা নিয়ে ম্যারাথন বৈঠক চলতে থাকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ ও এর সাব কমিটিগুলোতে।  এরপর কমিটি থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসছিল না। ফলে এক অচলাবস্থা দেখা দেয়। এ অবস্থায় সরকার নওয়াজ শরীফের বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বেশ কয়েকটি কঠিন শর্ত বেঁধে দেয়। ওই শর্ত মেনে বিদেশে চিকিৎসা নেবেন না তিনি।  পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ জেলখানায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি তার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। অবশেষে চিকিৎসার জন্য তিনি লন্ডন যেতে রাজি হন। প্রস্তত হয়ে যায় সব কিছু। বিমানের টিকেট কাটা হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে জানানো হয়, নো-ফ্লাই লিস্ট থেকে তার নাম প্রত্যাহার করা হয়নি। এরপর দফায় দফায় চলতে থাকে বৈঠক। শেষ পর্যন্ত সরকার তাকে প্রস্তাব দেয় ৭০০ কোটি রূপির মুচলেকা দিয়ে তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন।  দুইটি মামলায় তাকে ৭০০ কোটি রূপি জরিমান...

গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি

Image
ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আতাকে হত্যার পর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় বাহা আবু আল-আতার বাড়িতে বিমান হামলা চালিয়ে তাকে সস্ত্রীক হত্যা করে। ওই হামলায় তার দুই সন্তানসহ তিনজন আহত হন। জিহাদ আন্দোলনের এ কমান্ডারকে হত্যা করার পর সংগঠনের পক্ষ থেকে ইসরায়েলের ওপর ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়। ইসরায়েলের কথিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বেশিরভাগ রকেট প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। গাজা থেকে ছোড়া এসব রকেট ইসরায়েলের বিভিন্ন ভবনে আঘাত হানে এবং কয়েকটি মহাসড়কের উপর বিস্ফোরিত হয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এছাড়া, রকেট হামলায় কোনো কোনো ভবনে আগুন ধরে যায়। রকেট হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে কেউ নিহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইসলামি জিহাদের আন্দোলনের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী আহত হয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। খবরে বলা হয়েছে- তেল আবিব, আসকালোন ও সিদরোতসহ বেশ কয়েকটি ইহুদি উপ-শহরে ক্ষণে ক্ষণে সাইরেন বেজে ওঠে। রকেট হাম...