মাতৃভূমিতেই নাগরিকত্বের জন্য লড়াই
নাগরিকত্বের দাবিতে পথে নেমেছেন লেবাননের অসংখ্য বাসিন্দা। ছবি: এএফপি জাতীয় পতাকার রঙে নিজেকে রাঙিয়ে ২২ বছর বয়সী ডানা লেবাননের বিপ্লবে অংশ নিয়েছেন। স্বদেশ তাঁকে জাতীয়তা দিতে অস্বীকৃতি জানালেও গর্বের কমতি নেই মেয়েটির। রাজধানীতে অন্য বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে ডানা বলেন, বৈরুতে লেবাননের নাগরিক এক মায়ের গর্ভে তাঁর জন্ম। সারা জীবন তিনি এ দেশেই কাটিয়েছেন। তবে লেবাননের অন্য সহস্রাধিক নাগরিকের মতো ডানার বাবাও বিদেশি। লেবাননে জাতীয়তা অনুযায়ী সন্তানের নাগরিকত্ব দেওয়ার নিয়ম না থাকায় নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছেন ডানার মতো সন্তানেরা। বার্তা সংস্থা এএফপিকে ডানা বলেন, ‘আমার জন্মের আগেই আমার মা-বাবার বিচ্ছেদ ঘটে। আমি মায়ের কাছেই বড় হয়েছি। নিজেকে লেবাননের নাগরিক বলেই মনে করি। তবে তারা আমার এ পরিচয়ের স্বীকৃতি দিতে চায় না।’ তিনি বলেন, যে রাজনীতিবিদেরা শতাব্দীর পুরোনো আইনটি বদলাতে চান না, তারা ‘পুরুষতান্ত্রিক’ ও ‘বর্ণবাদী’। লেবাননে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের মধ্যে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নাগরিকত্বের অধিকার। অনেক দিন ধরে এই অধিকারের দাবি জানিয়ে আসছেন লেবাননের অসং...