Posts

বুলবুল’ কাল খুলনায় আঘাত হানতে পারে, সংকেত ৪

Image
সংগৃহীত ছবি। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার দুপুর অথবা বিকেলের দিকে দক্ষিণ-পশ্চিম উপকূল সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শুক্রবার সকালে আবহাওয়াবিদ আব্দুর রহমান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনা, বরিশাল,চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে হালকা থেকে মাঝারি থেকে বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরো পড়ুন:  বরাদ্দ পেলেও মেরামত হয় না বিদ্যালয় ভবন এর আগে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। শুক্রবার সকালে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর উত্তর-...

ঘূর্ণিঝড় বুলবুল : ফিরিয়ে আনা হচ্ছে ১৫০০০জেলে ও পর্যটকদের

Image
ঘূর্ণিঝড় বুলবুল উপকূলে ধেয়ে আসার খবরে রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরবনের আলোরকোলে শত  ছরের ঐতিহ্য রাস উৎসব বন্ধ ঘোষনা করা হয়েছে। একই সাথে দুবলারচরের শুঁটকি পল্লীর ১৫ হাজার জেলে ও দেশী-বিদেশী পর্যটকদের হ্যারিটেজ সাইড এই ম্যানগ্রোভ বনে প্রবেশ বন্ধ ঘোষণা করে বর্তমানে ভ্রমনে থাকা শত-শত পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে।  মোংলা আর্ন্তজাতিক বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বাগেরহাটে প্রস্তুত হয়েছে ২৩৪টি আশ্রয় কেন্দ্র। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। আছড়ে পড়ছে বিশাল-বিশাল ঢেউ। বইছে ঝড়ো হাওয়া। এই অবস্থায় সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের মৎস্য বন্দরে ফিরতে আসছে ফিশিং ট্রলারগুলো। বাগেরহাটে থেমে-থেমে বৃষ্টি ও দমকা হাওয়াার মধ্যে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জনসাধারনকে সচেতন করতে জেলাব্যাপী শুরু হয়েছে মাইকিং।  আজ শুক্রবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জেলার ২৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ১০টি মেডিকেল টিম প্রস্তুত রাখার করা জানানো হয়েছে। খোলা হয়েছে ১০টি কন্টোল রুম। ঘূর্ণিঝড় বুলবুল মোক...

ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

Image
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। ২০১৬ সালে নির্বাচনি প্রচারণায় দাতব্য প্রতিষ্ঠানের তহবিলের অর্থ খরচ করায় মার্কিন প্রেসিডেন্টকে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার এ রায় দেওয়া হয়। এই অর্থ ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই এমন ৮টি অলাভজনক প্রতিষ্ঠানকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক স্যালিয়ান স্কারপুলা। ' দ্যা ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশন' নামে ট্রাম্পের ওই দাতব্য সংস্থাটি রাজনৈতিক স্বার্থে তার নামের ব্যবহৃত হতো- কৌঁসুলিদের এমন অভিযোগের পর ২০১৮ সালে ফাউন্ডেশনটি বন্ধ করে দেয়া হয়। বিচারক তার রায়ে ট্রাম্প এবং তার তিন সন্তান তাদের পরিচালিত এ দাতব্য প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারেন না বলে মন্তব্য করেছেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করছে

Image
রয়টার্স ফাইল ছবি গত  অক্টোবর মাসের শেষ দিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ধারালো শিরোনামসহ একটি সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করেছে। শিরোনামটি হচ্ছে ‘ম্যাক্সিমাম প্রেশার: ইউএস ইকোনমিক স্যাংকশনস হার্ম ইরানিয়ানস, রাইট টু হেলথ’। ২০১৮ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবার একতরফা নিষেধাজ্ঞাগুলো আরোপ করে। এর মধ্যে অমার্কিন প্রতিষ্ঠাগুলোর ওপর মাঝারি মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করে। এই মাঝারি মাত্রার নিষেধাজ্ঞার কারণে ইরান বাইরের দেশগুলো থেকে জরুরি চিকিৎসা সরঞ্জামসহ বহু পণ্য কিনতে পারছে না। এইচআরডব্লিউ তার প্রতিবেদনে লিখেছে, মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানিদের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ার অধিকার মারাত্মক হুমকির মুখে পড়েছে। মৃগী রোগীদের জন্য জটিল ওষুধ থেকে শুরু করে ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের কেমোথেরাপির ওষুধ—কোনো কিছুই কিনতে পারছে না ইরান। ইরানের গুরুতর পরিস্থিতি সম্পর্কে এমন প্রতিবেদন এইচআরডব্লিউ প্রথম দিল তা নয়, ২০১৩ সালে সিয়ামাক নামাজি উইলসন সেন্টারের জন্য এ ধরনের একটি প্রতিবেদন লিখেছিলেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলেও একতরফ...

জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা ১২০০ পর্যটক

Image
ছবি সংগৃহীত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৪নং সতর্ক সংকেত থাকায় আজ শুক্রবার টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ৩নং সংকেত ঘোষণার পর বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নোটিশ দেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে প্রায় ১২০০ পর্যটক আটকা পড়েছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ। তবে তারা নিরাপদ রয়েছে বলে দাবি করেন তিনি। ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার বেড়াতে আসা পর্যটকদের অনেকে রাত্রিযাপনের জন্য থেকে গেছেন। হঠাৎ বৈরি আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ হওয়ায় তারা আটকে গেছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে উল্লেখ করে তিনি জানান, দুর্যোগ না কাটা পর্যন্ত তাদের পরিচ্ছন্নভাবে হয়রানি মুক্ত আতিথেয়তা দিতে হোটেল কর্তৃপক্ষকে বলা আছে। আমি নিজেই রাতে এবং সকালে হোটেলগুলোতে গিয়ে খোঁজখবর নিয়ে পর্যটকদের আতংকিত না হতে আশ্বস্ত করেছি। চেয়ারম্যান ...

জাকির নায়েককে না পাঠানোর বিষয়ে ভারতকে চিঠি পাঠাবে মালয়েশিয়া

Image
আলোচিত ধর্মীয় বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া। জাকির নায়েককে ফেরত না পাঠানোর বিষয়ে ভারত সরকারের কাছে মালয়েশিয়া তাদের অবস্থান ব্যাখ্যা করে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সাইফুদ্দিন আবদুল্লাহ বলেছেন, চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেল টমি থমাসের সঙ্গে আলোচনা করবেন। দীর্ঘদিন ধরেই জাকির নায়েককে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের তরফ থেকে অনুরোধ জানানো হচ্ছে।  সাইফুদ্দিন আবদুল্লাহ আরও বলেন, দু'সপ্তাহ আগে ব্যাংককে অনুষ্ঠিত ৩৫ আসিয়ান সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সে সময় তিনি খুবই বিনয়ের সঙ্গে এ বিষয়টি তুলে ধরেন এবং আমাকে বলেন যে, আমরা যেন এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠাই। জাকির নায়েকের বিরুদ্ধে অর্থপাচার এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। এরপরই ভারত ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।  বিডি প্রতিদিন/ফারজানা

রাজনৈতিক কার্যক্রমে সেনাবাহিনীর জড়ান উচিত না: মাওলানা ফজলুর

Image
মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের জমিয়তে উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, সমস্যা তখনই তৈরি হয়, যখন নিরাপত্তার কথা বলে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। তখন তারা প্রতিটি ভোটকেন্দ্রে ঢুকে পড়েন। রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়া সেনাবাহিনীর উচিত না। বৃহস্পতিবার অবস্থান কর্মসূচিতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তখন আর কোনো আলোচনার দরকার পড়বে না। আমাদের কাছেও আসতে হবে না। যখন আসবেন, তখন অবশ্যই স্থায়ীভাবে ক্ষমতা ছাড়ার উদ্দেশ্য নিয়েই আসবেন। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের প্রসঙ্গ ছাড়া কোনো ধরনের আলোচনার দরকার নেই।    ডন নিউজ টিভির টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, আজাদি মার্চের এই বিক্ষোভে সব ধরনের লোক অংশ গ্রহণ করেছেন। সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এখানে রয়েছে। তারা যখন এই বিক্ষোভ অব্যাহত রাখতে চাচ্ছেন, তখন এটা কখন শেষ হবে, তা বলা অসম্ভব। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন