Posts

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ধ্বংস করতে পারে মানবজাতিকে/০৬:২৬, ০১ নভেম্বর, ২০১৯

Image
রোবট। ছবি: সংগ্রহীত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। চিকিত্সা বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ গবেষণা সব জায়গাতেই হয়তো একদিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগান হবে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মানুষের এই অতি নির্ভরতাই হয়তো একদিন কাল হয়ে দেখা দিতে পারে। বিশ্বের শীর্ষ কয়েক জন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি এক সময় হয়তো মানবজাতির জন্য হুমকি হয়ে উঠবে। স্টিফেন হকিং থেকে শুরু করে ইলন মাস্ক—বিশ্বের শীর্ষ কয়েক জন বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি নতুন একটি বইতে বলা হয়েছে, রোবট আসলে নিজে থেকে সচেতন হয়ে উঠছে না বা তাদের মধ্যে মানুষের বিরুদ্ধে কোনো মনোভাবও তৈরি হচ্ছে না যেটি ভয়ের কারণ হতে পারে। কিন্তু আসলে এসব যন্ত্রের জন্য নির্ধারিত কাজ সম্পন্ন করার ক্ষেত্রে এগুলো এতটাই দক্ষ হয়ে উঠছে যে, হয়তো দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে তাদের ভুল কোনো কাজে লাগানোর মাধ্যমেই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। ‘হিউম্যান কম্প্যাটিবল : এআই অ্যান্ড দি প্রবলেম অব কন্ট্রোল’ নামের বইতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ...

উদ্বোধন হলো দেশের বৃহত্তম ফুড কোর্ট

Image
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে গতকাল ‘মেহেদী ফুড কোর্ট’ উদ্বোধন করেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা প্রমুখ উপস্থিত ছিলেন -বাংলাদেশ প্রতিদিন কেক কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রাজধানীতে উদ্বোধন করা হয়েছে দেশের বৃহত্তম ফুড কোর্টের। বসুন্ধরা আবাসিক এলাকার উত্তর পাশে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে-সংলগ্ন ‘মেহেদী ফুড কোর্ট’ নামের সুবিশাল পরিসরের  এ ফুড কোর্টটি গতকাল উদ্বোধন করেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রংধনু গ্রুপের তৈরি এ ফুড কোর্টে ২১৬টি খাবারের দোকান থাকবে যা পরে আরও বাড়ানো হতে পারে বলে গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,...

ডাবল লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল

Image
লাকসাম থেকে আখাউড়া রেলের ডাবল লাইনের কাজ করছেন শ্রমিকরা -বাংলাদেশ প্রতিদিন পূর্বাঞ্চল রেলওয়ের লাকসাম-আখাউড়া ৭২ কিলোমিটার ডুয়েলগেজ-ডাবল লাইনের নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫০৪ কোটি টাকা। আগামী জুনে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের রেল সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হবে। রেল যাতায়াতে সূচিত হবে এক নতুন অধ্যায়। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে সোয়া তিন ঘণ্টায়। রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলপথের দূরত্ব ৩২৫ কিলোমিটার। এর মধ্যে ডুয়েলগেজ ছিল ১১৮ কিলোমিটার। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ঢাকা থেকে চট্টগ্রাম পুরো রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এ রেললাইনের (ঢাকা-চট্টগ্রাম) ২৫৩ কিলোমিটার ডুয়েলগেজ লাইনে উন্নীত হয়েছে। অবশিষ্ট ছিল লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার। আগামী জুনের মধ্যে এ অংশটিও ডুয়েলগেজ-ডাবল লাইনে উন্নীত করার লক্ষ্যে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। লাকসাম-আখাউড়া রেলপথটি ডুয়েলগেজে উন্...

কে কীভাবে টাকা উড়ায়

Image
এক সন্ধ্যা প্রেম-বিলাসে ৪০ কোটি প্রেমে নাকি মানুষ অন্ধ হয়ে যায়। তাই বলে পছন্দের মানুষটির সঙ্গে প্রেম-বিলাসে এক সন্ধ্যা সময় কাটাতে যদি খরচ হয় ৪০ কোটি টাকার বেশি, তাহলে একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে। আমাদের কাছে একটু বেশি শোনালেও হলিউডের তুমুল জনপ্রিয় সুন্দরী মডেল ও অভিনেত্রী কিম কার্দেশিয়ানের সঙ্গে একটু সময় কাটাতে ৪০ কোটি টাকা ঢেলে দিতে একটুও কার্পণ্য  বোধ করেননি রিচার্ড লাগনার। অস্ট্রেলিয়ান এ বিলিয়নিয়ারের আজব বাতিক রয়েছে। প্রতি সন্ধ্যায় একজন সেলিব্রেটির সঙ্গে একটু নাস্তা করা, নাচ-গান না করলে তার চলেই না। তাই বিশ্বের বিভিন্ন নামকরা সেলিব্রেটিদের দাওয়াত করে আনেন তিনি।  সে তালিকায় বহু সুপারস্টার এলেও কিম কার্দেশিয়ান আসার খবরটা চাউর হয় বেশি। কারণ কিম আমন্ত্রণ পাওয়ার পরই জানিয়ে দেন এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে তাকে কমপক্ষে ৪০ কোটি টাকা দিতে হবে, না হলে তার আশা ছাড়তে হবে। এ কথা শুনে পিছিয়ে থাকার লোক নন রিচার্ড। সুযোগ হাতছাড়া করলেন না। কিম কার্দেশিয়ান তার  অনুষ্ঠানে এলেন। ভালোবাসার কথাও শুনলেন। একসঙ্গে নাস্তা করলেন। ক্যামেরাম্যানদের সামনে হাসিমুখে দাঁড়...

ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রদূত মিলার

Image
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। ফাইল ছবি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার থাইল্যান্ডের ব্যাংককে ৪ নভেম্বর অনুষ্ঠেয় ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে (আইপিবিএফ) বাংলাদেশে ব্যবসা ও শিল্পখাতের নেতাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের গতিশীল বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উপকারিতা এবং উঁচু মানের উন্নয়ন, স্বচ্ছতা ও আইনের শাসনের গুরুত্বকে জোরালোভাবে তুলে ধরবে। এ ছাড়া অংশগ্রহণকারীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অর্থায়ন, স্বচ্ছতা ও জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন। আরো পড়ুন :   মানবপাচার প্রতিরোধে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের বৃহত্তম উৎস। রাষ্ট্রদূত মিলার ফোরামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো তুলে ধরবেন। ডিজিটাল অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামোগত উন্নয়নের প্র...

ইরানের নির্মান খাতের উপর মার্কিন নিষেধাজ্ঞা

Image
প্রতীকী ছবি। ইরানের নির্মাণ খাত লক্ষ্য করে তেহরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নির্মাণ খাতে বিপ্লবী গার্ডের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে ওয়াশিংটন সূত্র। সেজন্য চলমান বিভিন্ন নিষেধাজ্ঞার পাশাপাশি নতুন এই নিষেধাজ্ঞা সংযোজন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপি’র। ইরানের পারমাণবিক, সামরিক বা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কাজে ব্যবহার হওয়া আরো চারটি সামগ্রী এ নিষেধাজ্ঞার লক্ষ্য হবে বলে তারা জানায়। আর কৌশলগত দিক থেকে এসব সামগ্রী খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মর্গান ওর্তেগাস নামে একজন মুখপাত্র বলেন, ইরানের নির্মাণ খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ নিষেধাজ্ঞা আরোপ করেন। আরও পড়ুন:   সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থা সংকটাপন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে গত বছর বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে একতরফাভাবে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা শুর...

কাশ্মীরে শান্তি ফেরাতে মোদি কী করছেন!'

Image
মেরকেল-মোদি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের কাশ্মীরে নিয়ে গিয়ে আন্তর্জাতিক মঞ্চে বার্তা দেয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সপ্তাহ কাটতে না কাটতেই ইউরোপের অন্যতম বড় স্বর সেই প্রয়াসে কিছুটা হলেও পানি ঢেলে দিল।  আজ শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ দ্বিপাক্ষিক বৈঠকের পরে এক বিশদ যৌথ বিবৃতি প্রকাশ করে দুই দেশ।  দুই রাষ্ট্রনেতা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, বাণিজ্যিক ও কৌশলগত, দু’টি ক্ষেত্রেই সমন্বয় গভীর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমনকি পাকিস্তানের নাম না করে আন্তঃসীমান্ত সন্ত্রাসের নিন্দা করেছেন মোদি ও মেরকেল। কিন্তু কূটনৈতিক মৈত্রীর এই তুঙ্গ মুহূর্ত তৈরি হওয়ার পরেই এ দিন রাতে তার সঙ্গে আসা বিদেশি সাংবাদিকদের জার্মান চ্যান্সেলর বলেন, কাশ্মীরের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে। সেখানকার উন্নতি প্রয়োজন।  'কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়’ তা স্বীকার করে নিয়ে জার্মান চ্যান্সেলরের মন্তব্য, আমি প্রধানমন্ত্রী মোদিকে জিজ্ঞাসা করব, এলাকায় শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে তিনি কী পদক্ষেপ করছেন! তাৎপর্যপূর্ণ ভাবে, এমন দিনে নয়াদি...