Posts

মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতলেন শিলা

Image
সেরা দশ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ মুকুট জয় করলেন শিরিন আক্তার শিলা। বুধবার রাত পৌনে ১১টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে জমকালো অনুষ্ঠানে সেরা সুন্দরীর মুকুট পরিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অতিথিরা।  প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন জেসিয়া ইসলাম। সুন্দরীদের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৪ মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন। মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট বিজয়ী শিরিন আক্তার শিলা দক্ষিণ কোরিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৯ ডিসেম্বর সেখানে বসবে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৬৮তম আসর। বিডি প্রতিদিন/কালাম

লেবাননে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত

Image
অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে লেবাননে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে [ছবি: আল-জাজিরা] অর্থনৈতিক সংকটের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে লেবাননে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে সোমবার কিছু সংস্কারের ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি। কিন্তু আন্দোলনকারীরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে গতকাল বুধবার জাল এল-দিব মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় লেবাননের সেনাসদস্যরা তাদের ঘিরে রাখেন। দেশটিতে জরুরি অর্থনৈতিক অবস্থা ঘোষণা, দুর্নীতি, মার্কিন ডলারের সংকট ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ভয়েস কলে ট্যাক্স যোগ করার পরিকল্পনার প্রতিবাদে লেবাননের হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করে আসছে। হোয়াটস আপ ও ম্যাসেঞ্জারে ডাক দেওয়া আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা প্রস্তাবিত করের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রতিবাদে অংশ নিতে শুরু করে। আরো পড়ুন:  ট্রাম্পকে অভিশংসনে সমর্থন বাড়ছে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়েস কলে ট্যাক্স যোগ করার পরিকল্পনা বাদ দিলেও বিক্ষোভকারীরা সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে। গত কয়েক বছরের মধ্যে দেশটি...

ডুইং বিজনেস সূচকে ৮ ধাপ অগ্রগতি বাংলাদেশের

Image
প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: আব্দুল গনি বিশ্বব্যাংকের ডুইং বিজনেস ২০২০ সূচকে বাংলাদেশ এক বছরে ৮ ধাপ এগিয়ে ১৯০টি দেশের মধ্যে ১৬৮তম অবস্থানে এসেছে। বিশ্বব্যাংকের রিপোর্ট প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব ও এসডিজির মূখ্য সমন্বয়ক উপস্থিত ছিলেন। ইত্তেফাক/এএম

ভালোবাসা প্রকাশে শব্দের দরকার হয় না

Image
ছবি: সংগৃহীত ৪১ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বাবা তার নবজাতক কন্যাকে আদর করছেন। কিন্তু আদর করতে গিয়ে কোনও কথা বলছেন না তিনি। ইশারার মাধ্যমে আদর করছেন কন্যাকে। কারণ, তিনি বধির। আর বধির বাবার আদর করার এই পদ্ধতি দেখে হৃদয় গলেছে সবার। বাবার আদর পেয়ে পিটপিট করে তাকাচ্ছে শিশুটি। এই ভিডিও শনিবার নিজের টুইটার থেকে শেয়ার করেছেন আমেরিকার সাবেক বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সদ্যোজাত কন্যার প্রতি ইশারার মাধ্যমে নিজের ভালবাসা উজাড় করে দিচ্ছেন এই শ্রবণ প্রতিবন্ধী বাবা।’ এই ভিডিও আপলোড হওয়ার পর প্রায় ৫৭ লাখ ইউজার দেখে ফেলেছেন তা।-আনন্দবাজার ইত্তেফাক/আরকেজি

মুক্ত হলেন হংকং বিক্ষোভের আলোচিত সেই অপরাধী

Image
হংকংয়ে যাকে ঘিরে অপরাধী প্রত্যর্পণ বিল পাসের উদ্যোগ নেওয়া হয়েছিল, তং-কাই (২০) নামে ওই যুবককে মুক্তি দেওয়া হয়েছে। টানা বিক্ষোভের মুখে অবশেষে মঙ্গলবার (২২ অক্টোবর) আত্মসমর্পণের শর্তসাপেক্ষে প্রায় ১৯ মাস জেল খাটার পর ওই যুবককে মুক্তি দেওয়া হয়। খবর আল জাজিরা'র। গত বছর তাইওয়ানে বেড়াতে গিয়ে খুন হন চ্যানের বান্ধবী। দেশটির পুলিশের দাবি, চ্যাংই তার সন্তানসম্ভবা বান্ধবীকে খুন করেন। শুধু তাই নয়, খুন করার পর চ্যান তার বান্ধবীর ক্রেডিট কার্ড থেকে বড় অংকের টাকাও চুরি করেন বলে দাবি পুলিশের। পড়ে তিনি হংকংয়ে পালিয়ে যান।  ওই অভিযোগের ভিত্তিতেই চ্যানকে আটক করে কারাদণ্ড দেয় হংকং। পরবর্তীতে তাকে তাইওয়ানের হাতে হস্তান্তরের তাগাদা দেওয়া হচ্ছিল। কিন্তু হংকং থেকে তাইওয়ানে অপরাধী প্রত্যর্পণের কোন আইন না থাকায় তা সম্ভব হচ্ছিল না। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে অপরাধী প্রত্যর্পণ আইন পাসের বিল উত্থাপন করে হংকং। তার জেরেই ব্যাপক বিক্ষোভ শুরু হয় হংকং জুড়ে। বিক্ষোভকারীদের মতে, এটি আইন আকারে পাস হলে স্বায়ত্ত্বশাসন ভোগ করা হংকংয়ের ওপর চীনের খবরদারি অনেকাংশে বেড়ে যেতো। হুমকির মুখে পড়তো তাদের গোটা বিচার ব...

নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিরক্ষামন্ত্রী বানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

Image
প্রাবোও সুবিয়ান্তো (বামে) ও জোকো উইদোদো (ডানে) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। গত এপ্রিলের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো’র প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সুবিয়ান্তো এবং তিনি নির্বাচনে নিজেকে বিজয়ী বলেও দাবি করেছিলেন তিনি। তবে নির্বাচনের ভোট গণনা শেষে দেখা যায় ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উইদোদো। নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। অবশ্য ইন্দোনেশিয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ওসমান হামিদ প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সুবিয়ান্তোর নিয়োগের দিনটি ইন্দোনেশিয়ার মানবাধিকারের জন্য একটি কালো দিবস। সুবিয়ান্তোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন। ৫৭ বছর বয়সী উইদোদো ২০১৪ সাল থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সূত্র: পার্সটুডে বি...

ব্রিজের নিচে আটকা পড়ল আস্ত বিমান (ভিডিও)

Image
ওভার ব্রিজের নিচে দিয়ে যেতে গিয়ে আটকা পড়ল আস্ত বিমান। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চীনের হারবিনে। বিমান আটকানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয় কয়েক মিনিটের মধ্যে। খবর কলকাতা টাইমস এর। জানা গেছে, বিমানটিকে একটি ট্রেলার ট্রাকে চাপিয়ে অন্যত্র স্থানান্তরের জন্য ওভার ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়ার সময়ই এই বিপত্তি ঘটে। ভিডিওতে দেখা গেছে, একটি ওভার ব্রিজের নিচে এসে আটকে যায় বিমানটি। এই অস্বাভাবিক বিপত্তি থেকে উদ্ধার পেতে বেশ দুশ্চিন্তায় পড়ে যায় কর্মীরা।   এরপরই ব্রিজটি ভেঙে ফেলা ছাড়াই বিমানটি উদ্ধারের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়। তবে শেষপর্যন্ত ট্রাক চালকের বুদ্ধিতেই বিমানটি উদ্ধার করা সম্ভব হয়। ট্রাক চালক বুদ্ধি করে ট্রাকের চাকা খুলে দেন। মূলত ট্রেলারে ট্রাকের চাকা বেশ উঁচু হয়। চাকা খুলে ফেলায় বিমানটি নিচে নেমে আসে। পরে সহজেই বিমানটি উদ্ধার করা সম্ভব হয়।  বিডি-প্রতিদিন/শফিক