Posts

মধ্যপাচ্যে আমেরিকাসহ ৫০ টি দেশের সামরিক মহড়া শুরু

Image
সামরিক মহড়ায় অংশ নেওয়া একটি জাহাজ। ছবি: সংগৃহিত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৫০টি দেশ বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে। এটি এ যাবৎকালের সবচেয়ে বড় মহড়া। পারস্য উপসাগর, ওমান সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের বিস্তির্ণ এলাকা জুড়ে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল জিম মালয় জানিয়েছেন, সোমবার থেকে এ মহড়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং বাহরাইনে মোতায়েন পঞ্চম নৌবহর যৌথভাবে এ মহড়া পরিচালনা করছে। আরও পড়ুন:  পদ্মা সেতুতে বসলো ১৫তম স্প্যান, দৃশ্যমান ২২৫০ মিটার অ্যাডমিরাল মালয় বলেন, অন্য বছরের চেয়ে এবারের মহড়ায় প্রায় বিশটি দেশ বেশি যোগ দিয়েছে। এর আগে কখনো এতো বিশাল এলাকা নিয়ে এমন মহড়া হয় নি। তিনি জানান, ষষ্ঠবারের মতো এ ধরনের মহড়া অনুষ্ঠিত হচ্ছে।।এবারের মহড়ায় অন্যবারের মতো চারটি ধাপ থাকবে। এসব ধাপে সেনা সদস্যদের প্রশিক্ষণ, টেবিল টপ, ক্লাসরুম এক্সারসাইজ এবং যুদ্ধজাহাজে প্রশিক্ষণ ও সেনা মোতায়েনের মতো কর্মসূচি থাকবে...

পাকিস্তানের কাছে মাথাপিছু বিশ ডলারের ফাঁদে ভারত

Image
পাকিস্তানের ভেতরে অবস্থিত শিখ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান দর্শনের জন্য ইসলামাবাদ মাথাপিছু কুড়ি মার্কিন ডলার সার্ভিস চার্জ আদায়ের সিদ্ধান্ত নেওয়ার পর ভারত তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ভারত সরকারের বক্তব্য, এই চার্জ গরিব তীর্থযাত্রীদের প্রতি একটা অন্যায় এবং এখানে পাকিস্তান কোনও 'নমনীয়তা' দেখাতে রাজি হচ্ছে না। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই ফি-কে প্রকারান্তরে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এতে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং সে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ও বাড়বে। কিন্তু ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউর পাল্টা অভিযোগ করেছেন, পাকিস্তান এর মাধ্যমে গরিব মানুষের 'ধর্মবিশ্বাস নিয়ে ব্যবসা ফাঁদতে' চাইছে। "এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না" বলেও মিস বাদল মন্তব্য করেন। কিন্তু বিশ ডলারের এই সার্ভিস চার্জ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধটা ঠিক কীসের?  শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের শেষ জীবন কেটেছিল পাঞ্জাবের কর্তারপুরে, যা দেশভাগের পর এখন পড়েছে পাকিস্তানের নারোয়াল জেলাতে। সেই কর্তা...

অভিজিতের সাফল্যে গর্বিত ভারত: মোদি

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন সদ্য নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। মঙ্গলবার সকালে নিজ বাস ভবনে নোবেলজয়ীর সঙ্গে বৈঠকের একটি ছবি টুইটারে আপলোড করেন মোদি।  টুইটার পোস্টে মোদি লিখেন, নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জির সঙ্গে খুবই ভালো বৈঠক হল। সাধারণ মানুষের স্বনির্ভরতা বৃদ্ধিতে তার প্রচেষ্টা সত্যিই উল্লেখযোগ্য। বিভিন্ন বিষয়ে আমাদের সুষ্ঠু ও গভীর আলোচনা হয়েছে। অভিজিতের প্রশংসা করে মোদি বলেন, অভিজিতের সাফল্যে ভারত গর্বিত। উনার ভবিষ্যতের উদ্যোগগুলির জন্য আমার আগাম শুভেচ্ছা। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

কারাগার থেকে হাসপাতালে নওয়াজ শরীফ

Image
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে হঠাৎ করেই কারাগারে শরীর খারাপের দিকে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।   জানা যায়, অনেক দিন ধরে নওয়াজ শরীফ অসুস্থ। হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছেন তিনি। সোমবার বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার টেস্টে ধরা পড়েছে তার প্লেটলেট কাউন্ট অস্বাভাবিক রকম কম। এদিকে, রাতে হাসপাতালের মূল গেটের বাইরে দাঁড়িয়ে তার দলের কর্মীরা জড়ো হয়ে নওয়াজের সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্লাটিলেট কমতে শুরু করায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। নওয়াজ শরীফের ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খান সোমবার এক টুইট বার্তায় বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গেছে।  পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর এক মুখপাত্র বলেন, নওয়াজ শরীফকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে একদল চিকিৎসকের অধীনে তার চিকিৎসা করা হবে।  দুর্নীতির মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত হয়ে কোট লৌখপতি কারাগার থেকে লাহোরের এনএবি ড...

সম্পদশালীর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে টপকে গেল চীন

Image
প্রথমবারের মতো মার্কিনিদের তুলনায় বেড়েছে চীনা সম্পদশালীর সংখ্যা। ক্রেডিট সুইসের (সিএস) সাম্প্রতিক রিপোর্টে জানা যায়, এশিয়ার দেশটিতে ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ১০ ভাগ অতি ধনীর মধ্যে চীনে রয়েছে ১০ কোটি, অন্যদিকে, আমেরিকানদের মধ্যে রয়েছে ৯.৯ কোটি। টানা এগারো বছর ধরে চীনের সম্পদশালীরা ঋণ পরিশোধে কম সুদ ও করের সুযোগ পাচ্ছেন। সম্পদ বাড়ার পেছনে এই কারণ দেখানো হয় প্রতিবেদনে। তবে যুক্তরাষ্ট্রে মিলিয়নিয়ারের সংখ্যা ১.৮৬ কোটি। যা বিশ্বের মিলিয়নিয়ারদের মধ্যে ৪০ ভাগ। অন্যদিকে চীনে এই সংখ্যক মাত্র ৪৪ লাখ। রিপোর্টে বলা হয়, গড়পরতা চীনাদের চেয়ে আমেরিকানরা এখনও অনেক সম্পদের অধিকারী। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের গড় সম্পদ ৪ লাখ ৩২ হাজার ৩৬৫ ডলার, বিপরীতে চীনে ৫৮ হাজার ৫৪৪ ডলার। তবে চীন দাবি করছে, তাদের অর্থনীতির চাকা দ্রুত ঘুরছে। এর ফলে বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে তারা ইউরোপের স্থান দখলে নিচ্ছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও সূচকে উন্নতি ঘটছে। ক্রেডিট সুইস তাদের অ্যানুয়াল গ্লোবাল ওয়েলথ রিপোর্টে জানায়, বাণিজ্যিক অবস্থা ও ঋণের মাত্রায় উদ্বেগ থাকলেও চীন...

দুর্বল নেতৃত্বই যুক্তরাষ্ট্রের বড় সমস্যা

Image
৩৪% আমেরিকানের ধারণা যে, এ সময়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্বল নেতৃত্ব এবং রাজনীতিকদের নীতি-নৈতিকতায় দোদুল্যমানতা। এসব কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের পরিক্রমাও ক্রমান্বয়ে জোরদার হচ্ছে। সোমবার প্রকাশিত গ্যালপ জরিপে এমন তথ্য উদঘাটিত হয়েছে। একমাস আগে অর্থাৎ গত সেপ্টেম্বরে পরিচালিত জরিপের চেয়ে এ হার ১১% বেশি। অর্থাৎ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা/ মতামত/মন্তব্য এবং আচরণে আমেরিকানদের অসন্তুষ্টি বেড়েই চলেছে। প্রসঙ্গত: ডেমোক্র্যাটদের মতো রিপাবলিকান পার্টির কট্টর সমর্থকরাও ক্রমান্বয়ে ট্রাম্পের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠেছেন। অপরদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলসি কর্তৃক ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া অবলম্বরের পর কংগ্রেসের প্রতি জনগণের আস্থা বেড়েছে। ডেমক্র্যাটদের ৮৫% সমর্থন দিচ্ছে ট্রাম্পকে অভিশংসনে। পক্ষান্তরে রিপাবলিকান পার্টির সমর্থকদের মাত্র ১২.১% অভিশংসন চাচ্ছেন ট্রাম্পের।  বিডি প্রতিদিন/ফারজানা

শব্দের ৫ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত!/আনন্দবাজারের

Image
রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পর এবার আরও একধাপ এগিয়ে আরও দ্রুতগতির ও উন্নত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছে ভারত। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রাথমিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। শিগগিরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি কর্মসূচির উদ্বোধন করবেন। দীর্ঘদিন ধরে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক ডিআরডিও-র এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, একটি হাওয়ার গহ্বর তৈরি করে প্রযুক্তিগত খুঁটিনাটি বিষয় সুনির্দিষ্ট মাত্রায় নির্ধারিত করার পর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হবে। তিনি বলেন, ‘উন্নত যুদ্ধাস্ত্র ব্যবস্থার অন্যতম হচ্ছে এই হাইপারসনিক প্রযুক্তি। সেটা নিয়ে খুব গভীরভাবে গবেষণা হয়েছে।’ ওই কর্মকর্তা বলেন, শব্দের গতির চেয়ে দ্রুতগতিসম্পন্ন হলে তাকে সুপারসনিক বলা হয়। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এই প্রযুক্তিতেই তৈরি। কিন্তু হাইপারসনিকের অর্থ শব্দের চেয়ে প...