মোদির জানা উচিত পাকিস্তানকে দুই টুকরো করেছিল কংগ্রেস’
ফাইল ছবি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বাল বলেছেন, ৩৭০ ধারা ইস্যুকে বিজেপি রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে। মোদিকে মানুষের সামনে এটিও বলা উচিত, ১৯৭১ সালে কংগ্রেসই পাকিস্তানকে দুই টুকরো করেছিল। শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। কপিল সিব্বাল বলেন, ‘নির্বাচন আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদি ও অমিত শাহ আসল বিষয়গুলো ভুলে যান এবং কখনও তারা এনআরসি সম্পর্কে কথা বলেন, কখনও তারা ৩৭০ ধারা নিয়ে কথা বলেন। আসলে ৩৭০ ধারার কথায় জনগণের পেট ভরবে না, মানুষ কর্মসংস্থান পাবে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৩৭০ ধারা সম্পর্কে কথা বলেছেন। ৩৭০ ধারা আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্ত জনগণকে তাদের এটিও বলা উচিত, কংগ্রেস সরকারের সময়ে পাকিস্তান দুই টুকরো হয়েছিল। কিন্তু আমি জানি, তিনি এটি বলবেন না। কারণ এটি বলার মতো সৎসাহস তার নেই। উল্লেখ্য, মহারাষ্ট্র ও হরিয়ানায় ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর। বিজেপি জাতীয়তাবাদের হাওয়া তুলে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল, এনআরসি, অনুপ্রবেশ, নাগরিকত্ব সং...