Posts

মোদির জানা উচিত পাকিস্তানকে দুই টুকরো করেছিল কংগ্রেস’

Image
ফাইল ছবি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা কপিল সিব্বাল বলেছেন, ৩৭০ ধারা ইস্যুকে বিজেপি রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে। মোদিকে মানুষের সামনে এটিও বলা উচিত, ১৯৭১ সালে কংগ্রেসই পাকিস্তানকে দুই টুকরো করেছিল। শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি। কপিল সিব্বাল বলেন, ‘নির্বাচন আসার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদি ও অমিত শাহ আসল বিষয়গুলো ভুলে যান এবং কখনও তারা এনআরসি সম্পর্কে কথা বলেন, কখনও তারা ৩৭০ ধারা নিয়ে কথা বলেন। আসলে ৩৭০ ধারার কথায় জনগণের পেট ভরবে না, মানুষ কর্মসংস্থান পাবে না।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ৩৭০ ধারা সম্পর্কে কথা বলেছেন। ৩৭০ ধারা আমাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্ত জনগণকে তাদের এটিও বলা উচিত, কংগ্রেস সরকারের সময়ে পাকিস্তান দুই টুকরো হয়েছিল। কিন্তু আমি জানি, তিনি এটি বলবেন না। কারণ এটি বলার মতো সৎসাহস তার নেই। উল্লেখ্য, মহারাষ্ট্র ও হরিয়ানায় ২১ অক্টোবর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর। বিজেপি জাতীয়তাবাদের হাওয়া তুলে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল, এনআরসি, অনুপ্রবেশ, নাগরিকত্ব সং...

ভোলায় পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৪

Image
হত্যার ঘটনার প্রতিবাদে সাম্প্রতিক সময়ে কাশ্মীরে অনুষ্ঠিত এক সমাবেশের ছবি। রয়টার্স ফাইল ছবি কাশ্মীরে স্বাভাবিকতা ফেরা ও তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার অঙ্ক প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে। উদ্বিগ্ন প্রশাসন তাই সিদ্ধান্ত নিয়েছে, স্বাভাবিকতা না ফেরা পর্যন্ত উপত্যকার কোথাও কোনো রকমের সমাবেশ, ধরনা, শান্তিপূর্ণ অবস্থান অথবা বিক্ষোভ দেখানো যাবে না। উপত্যকার পুলিশ এই নির্দেশ জারি করেছে। এই অভিনব নিষেধাজ্ঞা জারির কারণ উপত্যকার এক দল নারীর বিক্ষোভ সমাবেশ। শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চকের অদূরে প্রতাপনগরে গত মঙ্গলবার সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার স্ত্রী ও বোন এবং রাজ্যের প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বশিরসহ সমাজের প্রতিষ্ঠিত নারীরা রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও খণ্ডিতকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানান। শান্তিপূর্ণ ওই প্রতিবাদের সময় তাঁদের হাতে ছিল সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে লেখা পোস্টার। পুলিশ কিছুক্ষণের মধ্যেই তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। সেখান থেকে জেলখানায়। পরে মুচলেকা লিখিয়ে তাঁদের ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। ওই বিক্ষোভ ও গ্রেপ্তারির খবর দ্রুত ছড়...

ব্রাজিলে ভবন ধসে ৯ জনের মৃত্যু

Image
সংগৃহীত ছবি ব্রাজিলের উত্তর-পূর্বে একটি আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে।  শনিবার দেশটির এক কর্মকর্তা জানান, ধ্বংসস্তুপের ভেতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পরে। জানা যায়, সিয়ারা প্রদেশের ফরটালিজা নগরীর উপশহরে বৃহস্পতিবার ৭ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৭ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন। সিয়ারা জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এএফপিকে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

অভিজিৎকে নিয়ে সমালোচনা উচিত নয়: বিজেপি নেতা

Image
নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেল জয়ের পর বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভারতজুড়ে রাজনীতি চলছে। বিজেপি অভিজিৎকে বামপন্থী অর্থনীতিবিদের আসনে বসিয়ে ফেলেছে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির নেতারা। তবে কলকাতার বিশিষ্ট সাংবাদিক ও বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত মনে করেন, অভিজিৎকে নিয়ে কারও সমালোচনা করা উচিত নয়। গতকাল শনিবার এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকরে রন্তিদেব বলেন, বিজেপিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে। দলকে আরও সংযত হতে হবে। রন্তিদেব বলেন, বাঙালি হিসেবে অভিজিৎ নোবেল পেয়েছেন। তাঁর অর্থনৈতিক তত্ত্ব কারও পছন্দ না হতে পারে, আবার হতেও পারে। তাই এ নিয়ে এখন সমালোচনা করা অনুচিত। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে সমালোচনা, তা কাম্য নয়। বিরোধিতা যদি করতে হয়, তা করতে হবে তাত্ত্বিকভাবে। ব্যক্তিগত জীবন টেনে আনা উচিত নয়। বরং সামনের ২০২১ সালের বিধানসভা নির্বাচন নিয়ে ভাবতে হবে। কারণ, অভিজিৎকে নিয়ে নেতিবাচক মন্তব্য বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না। বাংলার মানুষ এখনো তা...

ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য নতুন উচ্চতায়

Image
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত চলতি বছরের শেষে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বাণিজ্য নতুন উচ্চতায় পৌঁছাবে বলে জানিয়েছে পেন্টাগন। আগামী সপ্তাহে নয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি উদ্যোগ (ডিটিটিআই) এর বৈঠকের আগে শনিবার পেটাগন জানিয়েছে এই বাণিজ্যের পরিমাণ প্রায় ১ হাজার ৮শ কোটি ডলার। খবর আনন্দবাজরের। মার্কিন প্রতিরক্ষা বিভাগের আন্ডারসেক্রেটারি এলেন এন লর্ড জানিয়েছেন, সামনের দিনগুলোতে ইন্দো-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্য আরও বাড়বে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতাও বৃদ্ধি পাবে। ২০০৮ সালে দুই দেশের প্রতিরক্ষা বাণিজ্য যেখানে প্রায় শূন্যের কোঠায় ছিল, সেখান থেকে চলতি বছরের শেষে ১ হাজার ৮শ কোটি ডলারে পৌঁছাতে পারে। আসন্ন ডিটিটিআই বৈঠকে প্রধান দায়িত্বে থাকবেন লর্ড। গত বছরের আগস্টেই ভারতকে স্ট্র্যাটেজিক ট্রেড অথরিটি টায়ার-১ মর্যাদা দেয় ডোনাল্ড ট্রাম্প সরকার। এর ফলে আমেরিকা থেকে সহজেই সামরিক সরঞ্জাম কিনতে পারবে ভারত। লর্ড বলেন, এই ঘটনাই প্রমাণ করে দু’দেশের প্রতিরক্ষা বাণিজ্যিক ভাল। ভবিষ্যতে ভারতেও অস্ত্র উৎপাদনে জোর দেওয়া হবে ...

হাইকোর্ট বিভাগে ৯ অতিরিক্ত বিচারপতি নিয়োগ

Image
ফাইল ছবি। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে ৯ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে চারজন জেলা জজ, তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও দুইজন আইনজীবী রয়েছেন। রবিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। বাসস আরও পড়ুন:  মন্ত্রী হলে মেনন কি এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন- কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সরওয়ার কাজল, কাজী জিনাত হক, মো. মাহমুদ হাসান তালুকদার মিন্টু, ড. জাকির হোসেন, সাহেদ নুর উদ্দিন, ড. আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ইত্তেফাক/এমআরএম

পাক সেনার গুলিতে ভারতীয় ২ সেনাসহ নিহত ৩

Image
ছবি-সংগৃহীত পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে দুই ভারতীয় সেনা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ভারতীয় সেনাসহ ৮ জন। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংঘারে এই ঘটনা ঘটেছে। ভারতের পুলিশ রবিবার এই তথ্য জানায়। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরে লাইন অফ কন্ট্রোলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী। পাক সেনা অতর্কিতে গুলি চালায়। যদিও গুলির পালটা জবাব দেয় ভারতীয় সেনা। এছাড়া রবিবারের পাক সেনার হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি বাড়িও। একটি গুদাম ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। মারা গেছে দুটি গরু। ভারতীয় সেনা সূত্রে খবর, হঠাৎ সীমান্ত লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই সময়েই সীমান্ত কর্তব্যরত অবস্থায় পাক সেনার গুলিতে নিহত হন ভারতীয় দুই জওয়ান। যদিও সঙ্গে সঙ্গে গুলির পালটা জবাবও দেয় ভারতীয় সেনা। তবে পাকিস্তানের সেনাবাহিনীর হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা পিটিআই'র প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই মাসে ২৯৬ বার, আগস্টে ৩০৭ বার এবং সেপ্টেম্বরে ২৯২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ইত্তেফা...