Posts

ফেসবুকের কল্যাণে ১১ বছর পর পরিবারের কাছে ইন্দোনেশিয়ান তরুণী!

Image
ইন্দোনেশিয়ান নারী শ্রমিক মহারাণী বিনতে মারজুকি ফেসবুকের কল্যাণে ১১ বছর পর পরিবারের খোঁজ পেয়েছেন। ওই নারীকর্মীর এক নিকট আত্মীয় অপরিচিত একটি ফেসবুক অ্যাকাউন্টে মহারাণীর ছবিটি দেখতে পায়। নিজের কোনো ফেসবুক আইডি না থাকায় আরসি নামের ওই নারীকে মহারাণী তার একটি ছবি ফেসবুকে পোস্ট করতে অনুরোধ করেছিল। শনিবার মহারাণীর পরিবারের সদস্যরা জানান, ৩০ বছর বয়সী মহারাণী তার হারিয়ে যাওয়া দিনগুলোর বেশিরভাগ সময় যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় কাটিয়েছে। মহারাণী ২০০৮ সালের দিকে সিরিয়ায় যায়। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় যাওয়ার পর পরিবারের সাথে মহারাণীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ প্রায় এক দশক ধরে কোনভাবেই পরিবারের সাথে মহারাণীর যোগাযোগ করা সম্ভব হয়নি। এক অপরিচিত নারী তার ফেসবুক আইডিতে মহারাণীর ছবিটি আপলোড দেওয়ার আগে পর্যন্ত তার পরিবারের লোকজন ভেবেছিল সে হয়ত হারিয়ে গেছে নয়ত মারা গেছে। জানা যায়, মহারাণী এখন নিজ দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছতে পেরেছেন।  সূত্র: জাকার্তা গ্লোব। বিডি  প্রতিদিন/ এ  মজুমদার

একসঙ্গে নাচলেন নুসরাত, মিমি ও শুভশ্রী (ভিডিও)

Image
অভিনেত্রী থেকে সংসদ সদস্য বনে যাওয়া মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের সম্পর্কটাও দারুণ। ইন্ডাস্ট্রিতে তাদের বন্ধুত্ব নিয়ে অনেক গল্প ছড়ানো। দুজনে এবার হাজির হলেন একেবারে অন্যরূপে। একসঙ্গে নাচলেন দুর্গাপূজার গানে। তাদের ধ্রুপদী নৃত্যে সঙ্গী হয়েছেন অভিনেত্রী শুভশ্রীও। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘আসে মা, দুর্গা সে’ শিরোনামে এই চমক উপহার দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী।  গানের দৃশ্যে তিনজনের উপস্থিতিই দর্শকের মনে তাক লাগানোর মতো। লাল বেনারসি, রুদ্রাক্ষ ও সিঁদুরে সেজেছেন শুভশ্রী। আগুনের শিখার মতোই তেজোদীপ্ত সাজ নুসরাতের। আর মিমি যেন উচ্ছ্বল প্রাণ ও সতেজতার প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন গানের দৃশ্যে। আসন্ন দুর্গাপূজার জন্য উৎসবের আমেজে প্রস্তুতি চলছে গোটা পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে। এই উৎসবকে এবার আরও আনন্দঘন করে তুলবে এই গানটি। গত বছর একটি বিজ্ঞাপনী গানের ভিডিওতে নাচে তাল দিয়েছিলেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। এবার অসুরবিনাশিনী দুর্গার আগমনী গানে একসঙ্গে নাচলেন কলকাতার টলিপাড়ার তিন নায়িকা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ও বাবা যাদবের কোরিওগ্রাফিতে এই বিজ্ঞাপনী ভিডিও গানে কণ্ঠ দিয়েছেন রুপঙ্কর...

গোল মেশিন তহুরা

Image
বাংলাদেশের স্ট্র্রাইকার তহুরা খাতুন। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের (২-২) ড্রটি দেশের ফুটবল অঙ্গনে সাড়া ফেলেছে। বিশেষ করে বাংলাদেশের স্ট্র্রাইকার তহুরা খাতুনের জোড়া গোল ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। এই স্ট্র্রাইকার অস্ট্র্রেলিয়ার জালে যেভাবে গোল করেছেন তা ছিল ছবির মতো। অনেক দিন স্মৃতিপটে তুলে রাখার মতো গোল করেছেন তহুরা খাতুন। অস্ট্রেলিয়ান ফুটবলার, কোচ কর্মকর্তার চোখে বাংলাদেশের তহুরা দারুণ প্রতিভাবান একজন স্ট্রাইকার। তাকে বলা হয় বাংলাদেশের গোল মেশিন। জাতীয় দলের ১০ নম্বর জার্সি গায়ে খেলেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে ৪০টি গোল করেছেন ময়মনসিংহের কলসিন্দুর স্কুলের দশম শ্রেণির এই শিক্ষার্থী তহুরা খাতুন। হংকং, ভুটান এবং তাজিকিস্তানে এএফসির বয়সভিত্তিক ফুটবলে তিনবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তহুরার শরীরটা একেবারে ছিপছিপে। উচ্চতাও কম। তারপরও শখ ছিল স্ট্রাইকার পজিশনে খেলবেন। গোল করতে তার খুব ভালো লাগে। গোল করার চেয়ে আনন্দ খুঁজে পান না তিনি। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেললেও অস্ট্রেলিয়ান ফুটবলারদের শারীরিক গঠনের তুলনায় তহুরা খুবই দ...

এবার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ার

Image
হোয়াটসঅ্যাপ তাদের স্ট্যাটাস সিস্টেমে নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এখন হোয়াটস্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ার করার অপশন পাওয়া যাচ্ছে। আপনার যদি হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন থাকে আর আপনি যদি সম্প্রতি স্ট্যাটাস শেয়ার করেন, তাহলে লক্ষ্য করে থাকবেন নতুন ফিচারটি। হোয়াটস্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ারের অপশন মিলছে। ছবি, ভিডিও, টেক্সট যাই আপনি স্ট্যাটাসে দেবেন তা ফেসবুকে শেয়ার করতে পারছেন। এই সুবিধা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন থাকার পাশাপাশি কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। আগের মতোই স্ট্যাটাস অপশনে গিয়ে ছবি, ভিডিও বা টেক্সট আপলোড করুন। সেটি পাবলিশ করার পর স্ট্যাটাসের নিচে ফুটে উঠবে ‘শেয়ার টু ফেসবুক স্টোরি’। সেই অপশনে টাচ করলেই আপনি ফেসবুকে শেয়ারে অপশন পেয়ে যাবেন। সেখানে টাচ করে ফেসবুকে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস। যদি আপনি প্রথমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফেসবুকে শেয়ার না করেন, পরে করতে চান, তা-ও করতে পারেন। সেক্ষেত্রে নিজের স্ট্যাটাসের পাশে যে তিনটি তিনটি ডট রয়েছে, সেটি টাচ করে ভেতরে ঢুকে যান। সেখানে আরও তিনটি ডট পাবেন। সেটিতে চাট করলে, ফরওয়ার্...

ইয়েমেনের কাছে ৩ গোলে হারল বাংলাদেশের কিশোররা

Image
এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে ইয়েমেনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা। রবিবার কাতারের অ্যাস্পার ডোম স্টেডিয়ামে শক্তিশালী ইয়েমেনের কাছে হেরে চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ ভালোই লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধে ইয়েমেনকে নিজেদের রক্ষণভাগ ভাঙতে দেয়নি লাল-সবুজের দলটি। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।   তবে বিরতিতে ফিরে এসে ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইয়েমেন। পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে বাম পায়ের দারুণ ফিনিশিংয়ে গোল করেন মোহাম্মদ আলী।   ৭২ মিনিটে কর্নার থেকে গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামজা মাহরুজ। ৭৮ মিনিটে ওয়ান টু ওয়ান ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হামজা। ম্যাচের শেষ দিকে একটি গোলের সুযোগ নষ্ট করে ইয়েমেন। পেনাল্টি শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।  এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ০-২ গোলে হারে স্বাগতিক কাতারের কাছে। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ০-৩ গোলে হারায় কিশোররা।  বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

বাচ্চাকে মারধর করায় থানা ঘেরাও হনুমানের!

Image
বাচ্চা হনুমানকে মারধর করে আহত করায় বাচ্চা কোলে নিয়ে একদল হনুমান যশোরের কেশবপুর থানায় অবস্থান নিয়েছে। থানা ঘেরাও করে প্রতিবাদ জানিয়েছে কালোমুখ হনুমানের দল।  রবিবার দুপুরে কেশবপুরের ঐতিহ্য বিরল প্রজাতির কালোমুখ হনুমান দল কেশবপুর থানার প্রধান ফটকে অবস্থান নেয়। এ সময় হনুমানদের খাবার পরিবেশন করে শান্ত করা চেষ্টা করে পুলিশ। কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্চাটিকে মারপিট করে আহত করা হয়েছে। এরপর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। পরে কিছু শুকনা খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়। কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, ৫ শতাধিক হনুমান রয়েছে শহর ও শহরতলিতে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী। তাদের ওপর কেউ হামল...

মধ্যপ্রাচ্যে কি শেষ খেলার শুরু

Image
একের পর এক ঘটনার অবতারণা হচ্ছে আরব ও আফগানিস্তানকে ঘিরে। আফগানিস্তানে তালেবানদের নিয়ে রীতিমতো টানাহেঁচড়া চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনাকে মৃত ঘোষণার পরই তালেবানরা মস্কো সফর করেছে। তালেবানরা আফগানিস্তানে ধারাবাহিকভাবে হামলাও করে যাচ্ছে। এরই মধ্যে সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। এরই ফাঁকে ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ নেতারা সিরিয়া বিষয়ে আলোচনায় মিলিত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, সিরিয়া ও আফগান যুদ্ধ শেষের দিকে। সবাই হাঁফ ছেড়েছিলেন আফগানিস্তান ও সিরিয়ার যুদ্ধের অবসান হতে যাচ্ছে বলে। কিন্তু এখানেই কি শেষ হবে পশ্চিমাদের যুদ্ধ যুদ্ধ খেলার? অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইয়েমেন, সিরিয়া বা আফগানিস্তান ছিল যুদ্ধের মহড়া কেবল। আসল যুদ্ধ এখনো শুরুই হয়নি। আবহ তৈরি করা হয়েছে মাত্র। মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ও অগণতান্ত্রিক শাসকদের জয়জয়কার, এর মূল কারণ হচ্ছে ইসরায়েলে নিরাপত্তা নিশ্চিত করা। ইসরায়েলের দখলদারি টিকিয়ে রাখা। ইসরায়েলের নতুন নতুন ভূমি দখল নির্বিঘ্ন করা। আরবের কোনো রাষ্ট্রই যেন ইসরায়েলের পথে বাধা ও হুমকি হয়ে দাঁড়াতে না পারে তা দেখা। আরবে অস্থিতিশীলতা, বি...