দুই ফাহিমে বাংলাদেশের লঙ্কা বধ
দ্বিতীয় গোলের পর ফাহিমদের উল্লাস। ছবি: বাফুফে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। একটি করে গোল করেছেন তানভির হোসেন, ফাহিম মোর্শেদ ও ফয়সাল আহমেদ ফাহিম। কিক অফ বাঁশির ৩৩ সেকেন্ডেই ডিফেন্ডার তানভিরের বদৌলতে গোলের খাতা খুলে বাংলাদেশ। মনে হয়েছিল লঙ্কানদের গোলে ভাসাবে দল। কিন্তু প্রথমার্ধের ম্যাচের চিত্রটা আর বাংলাদেশের অনুকূলে ছিল না। বারবার মনে হয়েছে যে কোনো সময় ম্যাচে ফিরতে পারে লঙ্কানরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আবার ম্যাচের নাটাই নিজেদের হাতে তুলে নিয়ে দুই গোল আদায় করে নিয়ে লঙ্কান কিশোরদের একেবারেই ম্যাচ থেকে ছিটকে দেয় দল। বয়সভিত্তিক ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হারের রেকর্ড নেই। আজকের জয়টাও ছিল অনুমিত। কিন্তু ৩৩ সেকেন্ডে এগিয়ে যাওয়াটা চমকই বটে। কর্নার থেকে উড়ে আসা বলে সেন্টারব্যাক তানভিরের জোরালো হেড সরাসরি জালে জড়িয়ে যায়। শুরুতেই গোল পেয়ে যাওয়াটা দলের জন্...