Posts

এরশাদের আসনে ভোট গ্রহণ ৫ অক্টোবর

Image
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। ছবি : সংগৃহীত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর ইভিএমের মাধ্যমে ভোট হবে। রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রংপুর-৩ আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ৫ অক্টোবর। নির্বাচন পরিচালনার জন্য রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং রংপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রংপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। আরো পড়ুন :  ‌ ‘আইএসের দায় স্বীকার অপপ্রচার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে’ মোখলেছুর রহমান বলেন, ‘সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই উপ-নির্বাচন ইলেকট্রনিক...

বাজারে ড্যান কেকের নতুন পণ্য

Image
‘মার্বেল কেক’ হাতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ছবি: প্রেস বিজ্ঞপ্তি ‘মার্বেল কেক’ নামে বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে ড্যান কেক। শনিবার হোটেল ট্রপিকাল ডেইজিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেন ফুডস লিমিটেডের বিপণন বিভাগের প্রধান মিনহাজ হোসেন ‘মার্বেল কেক’ আনার ঘোষণা দেন। মিনহাজ হোসেন বলেন, ড্যান কেক গ্রাহকদের জন্য মানসম্পন্ন পণ্য সরবরাহে বিশ্বাসী। ভ্যানিলা এবং চকোলেট স্বাদের সংমিশ্রণে তৈরি মার্বেল কেক, ড্যান কেক পরিবারের নতুন সংযোজন। এটি বাজারে পাওয়া যাবে ২টি ভিন্ন প্যাকেজিং এ। গ্রাহকরা ১০০ টাকায় একটি ফ্যামিলি প্যাক এবং ১৫ টাকায় সিঙ্গেল প্যাক কিনতে পারবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আশিকুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল ডেভেলপমেন্ট সিনিয়র এক্সিকিউটিভ, ইকবাল হোসেন, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র পিআর কনসালট্যান্ট সরকার মাসুদ হাসান এবং সিনিয়র পিআর ম্যানেজার শেগুফতা তাসনীমসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি ইত্তেফাক/জেডএইচ

সাদা-রঙিন হ্যাটট্রিকে ভারত-বাংলাদেশ ‘সমান’

Image
আন্তর্জাতিক অঙ্গনে ভারতের হয়ে শেষ হ্যাটট্রিক যশপ্রীত বুমরার। বাংলাদেশের হয়ে শেষ হ্যাটট্রিক তাসকিনের। ফাইল ছবি টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মোট ৭টি হ্যাটট্রিক রয়েছে ভারতের। এ দুটি সংস্করণে হ্যাটট্রিকসংখ্যা বিচারে ভারতের সমান অবস্থানে রয়েছে বাংলাদেশ কিংস্টোন টেস্টে কাল দ্বিতীয় দিনে হ্যাটট্রিক করেছেন জশপ্রীত বুমরা। টেস্টে ভারতের তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে এ নিয়ে সাতজন বোলার হ্যাটট্রিক করলেন ভারতের হয়ে। হ্যাটট্রিকের এ মঞ্চে ভারতের সঙ্গে বাংলাদেশ সমানে সমান। বাংলাদেশেরও হ্যাটট্রিক ৭টি। টেস্টে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক হরভজন সিংয়ের। ২০০১ কলকাতা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন তিনি। এর পাঁচ বছর পর ২০০৬ করাচি টেস্টে পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন পেসার ইরফান পাঠান। আর এ সংস্করণে শেষ হ্যাটট্রিকটি বুমরার। তবে আন্তর্জাতিক ময়দানে ভারত প্রথম হ্যাটট্রিকের মুখ দেখেছে ওয়ানডে সংস্করণে। ১৯৮৭ বিশ্বকাপে নাগপুরে নিউজিল্যান্ড দলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন পেসার চেতন শর্মা। এ সংস্করণে আরও তিনটি হ্যাটট্রিক দেখেছে ভারত। ১৯৯১ এশিয়া কাপ ফাইনালে...

আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব: প্রধানমন্ত্রী

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরাই ব্যবসা করবে, তাদের কাজে আমরা সহযোগিতা করব।’ আজ রোববার রাজধানীতে জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আজ দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ দিয়েছেন। মোট ২৮টি ক্যাটাগরিতে ৬৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ট্রফি পেয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী নিজ নিজ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে এই ট্রফি ও সনদ তুলে দেন। ২৯টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ ট্রফি দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এ সময় তাঁর ভাষণে দেশের রপ্তানি খাতের সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণসহ নতুন বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব আরোপ করেন। শেখ হাসিনা বলেন, ‘রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজার ও পণ্য বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুন নতুন বাজার সৃষ্ট...

স্ত্রীর ইচ্ছাপূরণে ...

Image
রাজস্থানের ঐতিহ্যবাহী সাজে হেলিকপ্টারে করে স্ত্রীকে ঘোরালেন স্বামী রমেশ। ছবি: এএনআইয়ের সৌজন্যে স্ত্রী তাঁকে একবার জিজ্ঞেস করেছিলেন, হেলিকপ্টার ভাড়া করতে কত লাগে? প্রশ্ন শুনেই স্ত্রীর আকাঙ্ক্ষা বুঝে গিয়েছিলেন স্কুলশিক্ষক রমেশ চাঁদ মিনা। মনে মনে ভেবে রেখেছিলেন, নিজের অবসরের দিন স্ত্রীর সেই সাধ পূরণ করবেন। শেষ পর্যন্ত তিনি স্ত্রীর ইচ্ছা পূরণ করেছেন। ঘটনাটি ভারতের রাজস্থান রাজ্যের। এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, রাজস্থানের আলওয়ারের এক স্কুলের শিক্ষক রমেশ চাঁদ মিনা তাঁর অবসরের দিন স্ত্রীর ইচ্ছা পূরণ করেছেন। নয়াদিল্লি থেকে তিনি ৩ লাখ ৭০ হাজার রুপি দিয়ে হেলিকপ্টার ভাড়া করে স্ত্রীকে নিয়ে ঘুরেছেন। তাঁদের উড়ে বেড়ানোর স্থায়িত্বকাল ছিল মাত্র ১৮ মিনিট। তবে এই সময়টাকে জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা বলে জানালেন রমেশ চাঁদ। স্কুলের সামনে থেকে স্ত্রী, নাতিকে নিয়ে হেলিকপ্টারে ওঠেন রমেশ চাঁদ। ওই সময় তাঁদের ঘিরে ছিল উৎসুক জনতা। তাঁদের পরনে ছিল রাজস্থানের ঐতিহ্যবাহী পোশাক। হেলিকপ্টারে করে জয়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে নিজ গ্রাম মালাওয়ালিতে যান তিনি। রমেশ চাঁদ বলেন, ‘একদিন ছাদে বসে কথা বলার সময় আ...

তালেবানের সঙ্গে চুক্তির কাছাকাছি যুক্তরাষ্ট্র

Image
তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী আফগানবংশাদ্ভূত মার্কিন কূটনীতিক জালমি খলিলজাদ। ছবি-সংগৃহীত যুক্তরাষ্ট্র ও তালেবান নেতারা শীঘ্রই একটি শান্তিচুক্তি করতে যাচ্ছেন। রবিবার যুক্তরাষ্ট্রে শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এই চুক্তি আফগানিস্তানে দ্রুত শান্তি ফেরাবে বলে তাদের পক্ষ থেকে আশা করা হচ্ছে। দুই পক্ষেল মধ্যে নয় দফা সংলাপের পর আফগানবংশাদ্ভূত মার্কিন কূটনীতিক জালমি খলিলজাদ জানিয়েছেন, তিনি রবিবার শান্তিচুক্তির ব্যাপারে আলোচনায় বসতে কাবুল যাচ্ছেন। এ বিষয়ে টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি চুক্তির দ্বারপ্রান্তে, যার মাধ্যমে চলমান সহিংসতা কমে আসবে এবং আফগানিস্তান দ্রুতই একটি সম্মানজনক ও স্থায়ী শান্তির পথ ফিরে পাবে। একটি একক সার্বভৌম আফগানিস্তানের জন্ম হবে যা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরাষ্ট্রগুলোর জন্য কোনরূপ হুমকির কারণ হবে না। আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাগলান প্রদেশের পুল-ই-খুমরিতে সম্প্রতি হামলা চালায় তালেবান। এছাড়া একদিন আগেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত কুন্দুজে তালেবান ও মার্কিন নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘ...

আগামীকাল থেকে ভারতে সম্প্রচারিত হবে বিটিভি

Image
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ছবি: সংগৃহীত আগামীকাল থেকে ভারতে  বাংলাদেশ টেলিভিশ ন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। রবিবার তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে ভারতে বিটিভির সম্প্রচার সম্পর্কিত এ তথ্য জানানো হয়। ওই তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল থেকে ভারতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সম্প্রচার শুরু হচ্ছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ এই সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের ডিটিএইচ প্ল্যাটফরম- ডি ডি ফ্রি ডিশ এর মাধ্যমে বিটিভির এই সম্প্রচার চলবে। এ উপলক্ষে আগামীকাল বিকাল ৩ টায় রাজধানীর রামপুরায় বিটিভি মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তথ্যসচিব আবদুল মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আরও পড়ুন:   ফেসবুকে ভাইরাল হওয়া ‘নতুন মোটরযান আইন’টি গুজব অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। ইত্তেফাক/জেডএইচডি