Posts

দুবাইয়ে দুই কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি

Image
দুবাইয়ে দুই কোটি টাকা জয়ী ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন। ছবি: ফিলিপিনো টাইমস দুবাইয়ে লটারিতে ১০ লাখ দিরহাম (দু কোটি ৩০ লাখ টাকা) জয় করেছেন এক বাংলাদেশি। মঙ্গলবার দুবাইয়ের আল আনসারি এক্সচেঞ্জের গ্রীষ্মকালীন প্রচারমূলক একটি আয়োজনে এই অর্থ জেতেন তিনি। বিজয়ী আবদুল্লাহ আল আরাফাত মোহাম্মদ মহসিন (৩০) এর বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। টাইমস অব ইন্ডিয়া, ফিলিপিনো টাইমস। একটি স্থানীয় সংবাদসংস্থা জানিয়েছে, আর কিছুদিন পরেই পিতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন আরাফাত। তিনি জানিয়েছেন, লটারিতে পাওয়া এই অর্থ তিনি আপাতত তার ব্যাংকে জমা করবেন। পরে পুরস্কারের অর্ধেকটা তিনি নিজের বাড়ি পাঠিয়ে দেবেন। আগামী মাসে তাঁর সন্তান জন্ম নেবে। আর বাকি অর্থ তিনি তাঁর টেইলার্স ব্যবসায় কাজে লাগাবেন। এ ছাড়া মোবাইলের বিভিন্ন যন্ত্রংশের ব্যবসায়ও এই অর্থ ব্যয় করবেন। অনুষ্ঠানে একটি চারকোণা কাঁচের বাক্সে ছিল নগদ পুরস্কারের অর্থ। বিজয়ী ঘোষণা হওয়ার পরপরই পুরো টাকাটি আরাফাতকে দিয়ে দেওয়া হয়। আরও পড়ুনঃ  বিয়ের জন্য কাশ্মীরি মেয়ে খোঁজায় শীর্ষে বাঙালিরা এ ছাড়া অনুষ্ঠানে বিজয়ী...

ভিডিও

Image
ভিডিও হ্রদ পাহাড়ের শহর রাঙামাটি

বাংলাদেশের ছবিতে বলিউডের শ্রদ্ধা

Image
শ্রদ্ধা কাপুর এবার  বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। ছবির নাম ‘মাসুদ রানা’।  এই সিরিজের ‘সুলতা’ চরিত্রে তিনি অভিনয় করবেন। আজ বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই ছবিতে অভিনয় করবেন হলিউড তারকা মিকি রুর্কি। ছবির পরিচালক আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। এই সময়ে ১৬টি চলচ্চিত্রের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিভিশন চলচ্চিত্র ও তথ্যচিত্র। নয়টি ছবিতে তিনি অভিনয় করেছেন। যুক্ত ছিলেন কাহিনি ও চিত্রনাট্য লেখা এবং সম্পাদনার সঙ্গেও। ‘অ্যাস্ট্রো’ ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২০১৮ সালের ৮ জুন। এই একটি ছবি দিয়েই হলিউডে পরিচালক হিসেবে নিজের যোগ্যতা আর সম্ভাবনার জানান দেন তিনি। আগেই জানা গেছে, ‘মাসুদ রানা’ ছবিতে থাকছেন হলিউডের কয়েকজন অভিনেতা। মিকি রুর্কিসহ আছেন গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্ট, মাইকেল পেরে এবং রেসলিং তারকা দ্য গ্রেট খালি...

‘মহাকাশে সোনাবৃষ্টি’

Image
মহাবিশ্বে সোনা ঝরছে নিউট্রন তারার সংঘর্ষে। মহাকাশে অনবরত বৃষ্টির মতো সোনার কণা ঝরছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমনকি পৃথিবীতে যত সোনা রয়েছে, সেগুলোও এ ধরনের প্রাচীন মহাজাগতিক সোনাবৃষ্টি থেকেই পাওয়া বলে জানান তাঁরা। আর এর পেছনে রয়েছে কিলানোভা। দুটি নিউট্রন তারার সংঘর্ষ বা কৃষ্ণগহ্বরের সঙ্গে নিউট্রন তারার একত্রীকরণে যে বিস্ফোরণ হয়, তাকে কিলানোভা বলা হয়। এর মাধ্যমে মহাকাশে অনবরত সোনা ও প্লাটিনামের মতো ভারী ধাতু সৃষ্টি হচ্ছে বলে সম্প্রতি গবেষণায় উঠে এসেছে। এসব ধাতু বৃষ্টির মতো ঝরে পড়ছে মহাকাশে। পৃথিবীতে যত সোনা ও প্লাটিনাম রয়েছে, তা প্রাচীন একটি নিউট্রন তারার সংঘর্ষ থেকে পাওয়া। গবেষণাটি প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার যুক্তরাজ্যের মান্থলি নোটিশেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি সাময়িকীতে। গবেষকেরা ওই গবেষণায় জানিয়েছেন, ২০১৬ সালে পৃথিবীর কোনো মহাকাশ টেলিস্কোপে প্রথম একটি কিলানোভা ধরা পড়ে। তখন সেটি কী ছিল, তা বুঝতে পারেননি বিজ্ঞানীরা। নাসার প্রধান সব টেলিস্কোপেই ঘটনাটি ধরা পড়েছিল। এর মধ্যে নিল গেরেলস সুইফট অবজারভেটরি ও বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ রয়েছে। পরে ২০১৭ সালের ...

‘টাকা নয়, বিচার চাই’

Image
রাজধানীর বাংলামোটরে গত মঙ্গলবার বিকেলে বাসচাপায় পা হারিয়েছেন কৃষ্ণা রায় চৌধুরী। হাসপাতালের বিছানায় শুয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। গতকাল বেলা তিনটায় পঙ্গু হাসপাতালে। ছবি: জাহিদুল করিম পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরী (৫৫)। বাঁ পা ব্যান্ডেজে মোড়া। বাসের চাপায় আহত হওয়ার পর চিকিৎসকেরা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেছেন। যন্ত্রণায় ছটফট করছেন তিনি। মায়ের এই অবস্থা দেখে উদ্বিগ্ন ছেলে কৌশিক চৌধুরী। ভেজা চোখে মাকে সামলানোর চেষ্টা করছেন। স্বজন, প্রতিবেশীরাও চারপাশে। তাঁরাও নানাভাবে সান্ত্বনা দিচ্ছেন। সাংবাদিক পরিচয় দিয়ে পাশে দাঁড়াতেই কৌশিক চৌধুরী বললেন, ‘ভাই, আপনারা কিছু করেন, আমরা টাকা নয়, ট্রাস্ট ট্রান্সপোর্টের মালিক–চালকের বিচার চাই।’ কৌশিক চৌধুরী বললেন, ‘মঙ্গলবার রাতে বাস কর্তৃপক্ষ হাসপাতালে এসেছিল। তারা মীমাংসার প্রস্তাব দিয়েছে। দুই লাখ টাকাও দিতে চেয়েছিল। আমি বলেছি, টাকা নয়, আমি আমার মায়ের পা হারানোর সঙ্গে জড়িতদের বিচার চাই।’ তিনি বলেন, ‘আমার মা রাস্তাও পার হচ্ছিলেন না। ফুটপাত দিয়ে হাঁটছিলেন। চালক মায়ের ওপর বাস ...

আমার বাবা দুনিয়ার সবচেয়ে বড় কার্টুন'

Image
বলিউড বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরকে দুনিয়ার সবচেয়ে বড় কার্টুন বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও তার মেয়ে শ্রদ্ধা কাপুর।  বুধবার আনন্দবাজার পত্রিকায় নিজের প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে নায়িকা এমনই মন্তব্য করেন। শ্রদ্ধা কাপুর বলেন, আমার বাবা (শক্তি কাপুর) দুনিয়ার সবচেয়ে বড় কার্টুন! সারা ট্রিপে বাবা ভীষণ মজা করতে থাকেন। আমি আর বাবা বিভিন্ন রাস্তায় হেঁটে বেড়াই, স্ট্রিট ফুড খাই... দিন গুনছি, কবে আবার বেড়াতে যাব।  আগামী ৩০ আগস্ট মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘সাহো’। এটিকে এ যাবৎকালে নির্মিত ভারতের অন্যতম বড় অ্যাকশন ছবি হিসেবে ভাবা হচ্ছে। সুজিত পরিচালিত এ স্পাই থ্রিলারে প্রভাস ও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নায়িকা বলেন, এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি এটা। আন্তর্জাতিক স্টান্ট টিমের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতাটা খুব অন্য রকম ছিল। ‘সাহো’র পাশাপাশি ‘স্ট্রিট ডান্সার’-এর শুটও করছিলাম তখন। তাই চোট পেয়েছিলাম অনেক বার। মাসল পুল, মাসল স্ট্রেস কী হ...

১০ টাকার টিকিট কেটে চোখের চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

Image
ফাইল ছবি রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতই ১০ টাকার টিকিট কেটে বৃহস্পতিবার সকালে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের ইমরুল কায়েস বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন। এ সময় তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন। তিনি আরও বলেন, হাসপাতালে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ রোগীদের মতো চিকিৎসা নেওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও প্রধানমন্ত্রী হাসপাতালে একইভাবে চোখের চিকিৎসা নিয়েছিলেন। বিডি-প্রতিদিন/মাহবুব