Posts

সাড়ে চার বছর পর মায়ের কোলে ফিরল যুথি

Image
যুথির বয়স তখন ৬ বছর। কোনো কারণে বাবা আব্দুস সাত্তার ও মা সালমা খাতুনের বিয়ের বিচ্ছেদ ঘটে! যুথির কপালে জোটে সৎ মা! ছোট্ট যুথি সৎ মায়ের জ্বালা-যন্ত্রণা সহ্য করতে পারছিলো না! উপায় না পেয়ে চাচার সঙ্গে ঢাকায় চলে যায়। সেখানে গৃহপরিচারিকার কাজ করা শুরু করে যুথি। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি তার। বাড়ির কর্তা মাঝে-মধ্যেই মারধর করত যুথিকে!    ২০১৫ সালের ৭ জানুয়ারি। যুথির বয়স তখন ৮ বছর। সেদিনও গৃহকর্তার হাতে মারধরের শিকার হয় ছোট্ট গৃহপরিচারিকা যুথি। সৎ মায়ের কারণে ঠাঁই হয়নি বাড়িতে। ঢাকায় গিয়েও গৃহকর্তার অত্যাচার। তাই উপায়ন্তর খুঁজে না পেয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায় যুথি। সবার অজান্তে গৃহকর্তার বাড়ি থেকে বের হয়ে সোজা চলে যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। উঠে পড়ে রাতের রাজশাহীর ট্রেনে। ট্রেনে উঠেই ফুঁপিয়ে কান্না করছিল যুথি। পরদিন ভোরে যুথিকে নিয়ে ট্রেন চলে আসে রাজশাহী। যুথির এমন পরিণতির বিষয়টি নজরে পড়ে জনৈক এক যাত্রীর। ট্রেন থেকে নামিয়ে যুথিকে নিয়ে তিনি সোজা চলে যান রাজশাহীর (শাহ মাখদুম থানার) ভিক্টিম সাপোর্ট সেন্টারে। ওইদিন থেকে (৮ জানুয়ারি ২০১৯) যুথির আশ্রয় হয় রাজশাহীর...

জাপানের সুপ্ত দারিদ্র্য: কিছু অজানা তথ্য

Image
জাপানকে আমরা ধনী দেশ বলেই জানি। এমন ধারণায় আমরা ব্যাপকভাবে প্রভাবিত যে, ধনী দেশ মানেই দারিদ্র্যমুক্ত দেশ। ছবি: রয়টার্স জাপানকে আমরা ধনী দেশ বলেই জানি। এমন ধারণায় আমরা ব্যাপকভাবে প্রভাবিত যে ধনী দেশ মানেই দারিদ্র্যমুক্ত দেশ। ফলে, জাপানে দরিদ্র মানুষ নেই, তেমন ধারণাও আমাদের মনে বদ্ধমূল হয়ে বসে আছে। জাপানেও যে অনাহারী মানুষ থাকতে পারে, তেমন ধারণাকে আমরা আমলে নিই না। তবে স্বয়ং জাপানের সংবাদমাধ্যমে কয়েক বছর ধরে প্রকাশ হয়ে আসা কিছু খবরাখবর কিন্তু আমাদের সেই বদ্ধমূল ধারণাকেই ভেঙে দিচ্ছে। জাপানে দারিদ্র্যের বিস্তৃতি নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের ভেতরে বিভিন্ন মহলে আলোচনা চলে আসছে। জাপানের সাম্প্রতিক কালের অর্থনৈতিক সংস্কার সংখ্যাগত হিসাবের দিক থেকে বেকার জনসংখ্যা হ্রাস করলেও বেড়ে চলেছে দরিদ্র মানুষের সংখ্যা। একই সঙ্গে আয়ের বৈষম্য গড়ে তুলছে এমন এক বৈসাদৃশ্যের সমাজ, জাপানে আগে যা কখনো সেভাবে দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ–পরবর্তী সময়ে জাপান হয়ে পড়েছিল ক্ষুধার্ত এক দেশ। তবে সেই অবস্থা ছিল যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল। ত্রুটিপূর্ণ অর্থনৈতিক কর্মসূচির কারণে তা হয়নি, যেমনটা দেখা যাচ্ছে ইদানীং। জ...

আমাজনের দাবানল মোকাবেলায় বিদেশি সহায়তা নিতে আগ্রহী ব্রাজিল

Image
আমাজন অরণ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবেলায় বিদেশি সহায়তা গ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তবে এক্ষেত্রে তহবিলগুলো কেবলমাত্র ব্রাজিলের নিয়ন্ত্রণে থাকবে। মঙ্গলবার তার মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র। এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম বনভূমিতে ছড়িয়ে পড়া দাবানল মোকাবেলায় দেয়া জি৭’র প্রস্তাব গ্রহণের আগে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ‘অপমানজনক’ মন্তব্য প্রত্যাহারে দাবি থেকে বোলসোনারো সরে এসেছেন। সুনির্দিষ্টভাবে জি৭’র প্রস্তাবের কথা উল্লেখ না করে রাজধানী ব্রাসিলিয়ায় ওতাভিও রিগো ব্যারোস সাংবাদিকদের বলেন, ব্রাজিল সরকার বিশ্বের বিভিন্ন সংস্থা এমন কি দেশ থেকে আর্থিক সহায়তা নিতে আগ্রহী। তবে সহায়তার অর্থ কেবলমাত্র ব্রাজিলের জনগণের নিয়ন্ত্রণে থাকবে।’  উল্লেখ্য, দাবানল মোকাবেলায় এর আগে ব্রাজিল জি-৭’র সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল। বিডি প্রতিদিন/এনায়েত করিম

রিয়াকে বিয়ে করছেন সুশান্ত!

Image
অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে বিয়ে করতে চান বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এজন্য বিয়ের প্রস্তাবও দিয়েছেন অভিনেতা। কিন্তু সেই প্রস্তাব আপাতত ফিরিয়ে দিয়েছেন নায়িকা। যদিও বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সুশান্ত। বেশ কিছুদিন ধরে বিটাউনে গুঞ্জন, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী দু'জনে নাকি ডেট করছেন। মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোঁরার বাইরে একসঙ্গে দেখা যাচ্ছে তাদেরকে। শুধু তাই নয়, সুশান্ত নাকি রিয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন কিন্তু ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকায় অভিনেত্রী এই মুহূর্তে সাতপাকে বাঁধা পড়তে রাজি নন।  এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সুশান্ত সিং রাজপুত। তবে রিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কি না, এ বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি গুজব বলে উড়িয়ে দেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সুশান্ত বলেন, তার সম্পর্ক নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলবেন। কিন্তু তা নিয়ে মাথা ঘামালে চলবে না। সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ২৭ বছরের জন্মদিনের পার্টিতেও দেখা যায় রিয়া চক্রবর্তীকে। বিডি-প্রতিদিন/মাহবুব

অদ্ভুত যুক্তি দেখিয়ে একসঙ্গে ২ প্রেমিকাকে বিয়ে প্রেমিকের

Image
সংগৃহীত ছবি ভালোবাসেন দু’জনকেই। কাউকেই দুঃখ দিতে রাজি নন। তাই একইসঙ্গে দুই বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন এক যুবক। এই আজব ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়াতে। সেখানে এক ব্যক্তির ৪জন স্ত্রী থাকা আইনত বৈধ। গত ১৭ অগস্ট রীতিমতো পূজাপাঠ করে, মন্ত্রোচ্চারণে এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিবাহবাসর বসেছিল ইন্দোনেশিয়ার কালিমন্তনের এয়ারতরপে। ভাইস মিডিয়া'র রিপোর্টে জানা যাচ্ছে, দুই স্ত্রীকে ভালমতো পণও তিনি দিয়েছেন বিয়ে করার জন্য। বহুগামীতা ইন্দোনেশিয়ায় নতুন কিছু নয়। দেশের আইন মেনেই একসঙ্গে ৪জন স্ত্রী রাখতে পারেন একজন পুরুষ। তবে সকলকে ভালমতো দেখভাল করতে পারলে তবেই। জানা গেছে, কোনও বান্ধবীকেই দুঃখ দিতে চান না বলেই এমন কাজ করেছেন ওই যুবক। প্রেমিকের এই সিদ্ধান্তে অবশ্য সহমত পোষণ করেছেন দুই বান্ধবীও। বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

অস্বাভাবিক দাম বাড়ায় অলংকার ব্যবসায় নেতিবাচক প্রভাব

Image
দেশের বাজারে গত দুই মাসে ছয় দফায় সোনার ভরি ৫ হাজার ৮৩২ টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার ভালো মানের সোনার দাম বেড়ে ভরিপ্রতি দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। এটি ২০১২ সালের পর সর্বোচ্চ দাম। সে সময় সোনার ভরি ৬০ হাজার টাকা ছাড়িয়েছিল। অস্বাভাবিক দাম বাড়া কারণে অলংকার ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে।  জুয়েলার্স ব্যবসায়ীরা বলেছেন, কোরবানির ঈদের পর বিয়ের মৌসুম শুরু হয়। ফলে সোনার অলংকারের ক্রয়াদেশ বাড়ে। তবে গত দুই মাসে সোনার দামে অস্থিরতা থাকায় অতি প্রয়োজন ছাড়া কেউ ক্রয়াদেশ দিচ্ছেন না। তাতে ব্যবসা কমে গেছে প্রায় ৪০-৫০ শতাংশ। ২০১২ সালের পর সর্বোচ্চ দামে সোনা বিক্রি হচ্ছে অতি প্রয়োজন ছাড়া কেউ ক্রয়াদেশ দিচ্ছেন না ভরা মৌসুমে জুয়েলার্স ব্যবসায় নেতিবাচক প্রভাব ব্যবসা কমে গেছে প্রায় ৪০-৫০ শতাংশ দেশে বৈধভাবে সোনা আমদানি হয় না বললেই চলে। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে আসা সোনা ও স্থানীয় বুলিয়ন মার্কেটের মাধ্যমে সোনার চাহিদা পূরণ হয়। তবে আন্তর্জাতিক বাজারের দর অনুসরণ করে দীর্ঘদিন ধরে সোনার দাম নির্ধারণ করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। অবশ্য সরাসরি আমদানি হলে সোনার ভরি বর্তমান দরের চেয়ে অন্তত ৬ হাজা...

আলোচিত সেই ট্যাংকার বেচে দিল ইরান

Image
গ্রেস-১ নামের আলোচিত সেই তেলবাহী ট্যাংকার ‘অজ্ঞাত ক্রেতার’ কাছে বিক্রি করে দিয়েছে ইরান। মার্কিন প্রশাসন থেকে আটকের নির্দেশ দেওয়া ট্যাংকারটি এখন ভূমধ্যসাগরে আছে। ইরান সরকারের এক মুখপাত্র তেহরানে এক সংবাদ সম্মেলনে তেলসহ জাহাজটি বিক্রি করে দেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘এখন জাহাজটির গন্তব্য কী হবে, তা তার ক্রেতাই ঠিক করবেন।’ জাহাজটি ভূমধ্যসাগর থেকে এখন পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। প্রসঙ্গত, ব্রিটিশ মেরিন সেনাদের হাত থেকে ছাড়া পাওয়ার পর ট্যাংকারটির আগের নাম গ্রেস-১ বদলে আদ্রিয়ান দারিয়া-১ রাখা হয়। এতে ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে, এমন সন্দেহে জাহাজটিকে জব্দ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে গত ৪ জুলাই ব্রিটিশ মেরিন সেনারা ইরানি ট্যাংকারটি আটক করে। পরে সেটি জিব্রাল্টার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অবশেষে যুক্তরাষ্ট্র নিজেরাই পরোয়ানা জারি করে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ