কপালের ‘লিখন’ নাই!
আফগানিস্তান টেস্ট দলেই আছে দুজন লেগ স্পিনার। অথচ বাংলাদেশ একজন লেগ স্পিনারের সন্ধানে আছে কবে থেকে। দেশের ক্রিকেটে লেগ স্পিনারের খুব অভাব, তা নয়। তবুও কেন তাঁরা উঠে আসতে পারছেন না? বাংলাদেশ দলের অনুশীলনে জুবায়ের হোসেন। জুবায়ের হোসেন সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের অক্টোবরে। গত জাতীয় লিগের তিনটি ম্যাচ খেলার পর আর কোনো সুযোগ মেলেনি তাঁর। গত তিন বছরে অবশ্য তাঁর কাছে এটি নিয়মিত ঘটনা। কালেভদ্রেই তাঁর সুযোগ মেলে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে। তবে জুবায়েরের প্রায়ই ডাক পড়ে জাতীয় দলের অনুশীলনে। প্রতিপক্ষ দলে যদি লেগ স্পিনার থাকে সেটির প্রস্তুতি সারতে জুবায়েরের যেন বিকল্প নেই! কিন্তু জাতীয় দলে খেলার সুযোগটা অন্তত এখনকার দৃশ্যপটে লিখন ডাকনামের এই স্পিনারের কপালেই নেই! এখন যেমন জুবায়েরকে দেখা যাচ্ছে বাংলাদেশ দলের অনুশীলনে। আফগানিস্তান দলে দুজন দুর্দান্ত লেগ স্পিনার আছেন। রশিদ খান আর কায়েস আহমেদকে খেলার প্রস্তুতি মুশফিক-সাকিবরা সারছেন জুবায়েরকে দিয়ে। নেটে যাঁর এত কদর, তিনি কেন পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পান না? প্রশ্নটা কাল একাধিকবার শুনতে হলো নির্বাচকদের। দুই নির্বাচকের অভিন্ন দাবি, ‘আমাদের একজন লেগ স্পিন...