Posts

শ্রীলংকায় পদত্যাগ করা মুসলিম মন্ত্রীরা যোগ দিলেন মন্ত্রিসভায়

Image
শ্রীলংকায় ইস্টার সানডে বোমা হামলার পর পদত্যাগ করা মুসলমান মন্ত্রীরা ফের মন্ত্রিসভায় যোগ দিয়েছেন। শ্রীলংকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ওই মন্ত্রীরা গত রাতে শপথ নিয়েছেন। খবর আরব নিউজ'র। যোগ দেওয়া মন্ত্রীরা বলেন, উগ্রপন্থার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে পুলিশের ছাড়পত্র পাওয়ার পর তারা সরকারে যোগ দিলেন। এর আগে গত ২১ এপ্রিল তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২৫৮ জন নিহত হন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ হামলার জেরে কয়েকজন মন্ত্রীসহ ৯ জন মুসলমান আইনপ্রণেতা পদত্যাগ করেন। বৌদ্ধধর্মীয় আইনপ্রণেতারা তাদের বিরুদ্ধে সন্ত্রাসে সংশ্লিষ্টতার অভিযোগ আনলে তারা সরে দাঁড়ান। আইনপ্রণেতাদের এক মুখপাত্র বলেন, সন্ত্রাসের সঙ্গে কোনো যোগসাজশ নেই-পুলিশের কাছ থেকে এমন ছাড়পাত্র পাওয়ার পর নিজেদের পুরনো পদে ফিরে যেতে তারা আগ্রহ দেখিয়েছেন। মুসলিম নেতারা বলেন, তাদের সম্প্রদায়ও সহিংসতা ও ঘৃণামূলক বক্তব্যের শিকার। হামলার পর বিভিন্নভাবে তাদের হয়রানির মুখোমুখি হতে হয়েছে। বিডি প্রতিদিন/হিমেল

সৌদিতে বিতর্কিত অস্ত্র বিক্রি প্রতিরোধে ব্যর্থ মার্কিন সিনেট!

Image
সৌদি আরবের কাছে বিলিয়ন-বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিলেন সেটিকে আটকে দিয়েছিল দেশটির সিনেট। কিন্তু সোমবার চুক্তিটি ঠেকাতে কংগ্রেসের প্রস্তাবের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেয়ার পর সিনেট এক্ষেত্রে ভেটো অগ্রাহ্য করতে ব্যর্থ হয়। আর এতে করে সৌদি আরবের কাছে ৮১০ কোটি ডলার মূল্যের বিতর্কিত অস্ত্র বিক্রি প্রতিরোধে মার্কিন সিনেট ব্যর্থ হয়েছে।  সৌদি আরবে ট্রাম্প প্রশাসনের অস্ত্র বিক্রি থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন আইন প্রস্তাব করেছিল ডেমোক্র্যাটরা। কংগ্রেসম্যান টেড লিউয়ের আনা ওই প্রস্তাবে হোয়াইট হাউসে অনুমোদন পাওয়া সৌদি আরবের সঙ্গে ২২টি অস্ত্র বিক্রি চুক্তি বাতিলের কথা বলা হয়েছিল। প্রতিনিধিদের দাবি, ইরানের হুমকির কথা হাজির করে এ চুক্তি করা হলেও তেমন কোনো প্রমাণ দেখাতে পারেনি ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট কংগ্রেসম্যানদের দাবি ছিল যে, এ চুক্তি হলে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে তৈরি অস্ত্রের আঘাতেই প্রাণ হারাবে হাজার হাজার বেসামরিক। এদিকে, চলতি মাসেই কংগ্রেসে এ প্রস্তাব পাস করা হয়। সেখানে প্রস্তাব ...

বন্দুক হাতে সীমান্ত পাহারা দিবেন ধোনি

Image
ভারত দলে সবাই যখন ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ব্যস্ত তখন বন্দুক হাতে সীমান্ত পাহারার দায়িত্ব পড়েছে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাঁধে।  ভারত সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, কাল বুধবার থেকে জম্মু-কাশ্মিরে সীমান্ত পাহারা দেবেন ধোনি। তিনি সীমান্তে অন্য সেনাদের সঙ্গে থাকবেন এবং সেখানে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।  ২০১১ বিশ্বকাপ জয়ের পর ধোনিকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক ল্যাফটেন্যান্ট কর্নেল পদ দেয়া হয়। পরে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ট্রেনিংও করেছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। এবারের আসরে মন্থর ব্যাটিং নিয়ে বেশ সামালোচিত হন ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বিশ্রামে দেয়া হয়। ভারত সেনাবাহিনীর অনুরোধে ও সেনা সদর দফতরের সম্মতিক্রমে ধোনি ‘ভিক্টর বাহিনীর’ সঙ্গে সীমান্ত টহল, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্ব পালন করবেন। এ নিয়ে গত শুক্রবার সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ধোনি সেনাবাহি...

ইমরানের দুর্নীতিবিরোধী জিহাদ নিয়ে প্রশ্ন, কারাগারে সাবেক প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: রয়টার্স এই মুহূর্তে পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ও দুজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তাঁদের কারাগারে নেওয়া হয়েছে। কিন্তু সরকারবিরোধীদের অভিযোগ, ইমরান খানের সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নীতি দমনের কথা বলে তাঁদের কারাগারে পাঠিয়েছে ‘নয়া পাকিস্তান’ গড়ার স্লোগান তুলে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। নয়া পাকিস্তান গড়তে নানা পদক্ষেপের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিহাদের কথা বলেছিলেন তিনি। আপাতদৃষ্টিতে তাঁর দুর্নীতিবিরোধী অভিযান রাজনৈতিক প্রতিপক্ষবিরোধী অভিযানে রূপ নিয়েছে। অন্তত দেশটির বিরোধী দলগুলোর এমনটাই বলছে। এই মুহূর্তে পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ও দুজন সাবেক প্রধানমন্ত্রী কারাগারে আছেন। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী দুজন হলেন নওয়াজ শরিফ ও শহীদ খাকান আব্বাসি। নওয়াজ শরিফ তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। যদিও তিনবারই মেয়াদ শেষ হওয়ার আগে বিদায় নিতে হয়েছে ...

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৮

Image
ছবি: সংগৃহীত। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় দেশটির একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানান। খবর বিবিসির। ফারুক বাট নামের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ৫ জন ক্রু সদস্য এবং অন্য ১৩ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছেন। আরও পড়ুন :  ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত অর্ধশতাধিক বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। ওই এলাকার মোহাম্মদ সাদিক নামে এক বাসিন্দা বলেন, তীব্র বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। মানুষজন চিৎকার করছিল, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ ছিল। আরেক বাসিন্দা বলেন, বিধ্বস্ত হওয়ার আগেই আগুন বিমানটিতে আগুন দেখা যায়। বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি বলে খবরে বলা হয়েছে। ইত্তেফাক/এসআর

ইরান যেতে চাই, কিন্তু তেহরান আমন্ত্রণ জানাচ্ছে না: পম্পেও

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ফাইল ছবি খোলা মনে ইরান সফরে যেতে চাইলেও তেহরানের পক্ষ থেকে সাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সোমবার এক টুইট বার্তায় এ অভিযোগ করেন তিনি। পম্পেও বলেন, ‘আমি সম্প্রতি তেহরান সফরে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আমি চেয়েছিলাম ইরানিদের সঙ্গে সরাসরি কথা বলতে। কিন্তু ইরানের রুহানি সরকার আমার প্রস্তাব গ্রহণ করেনি।’ বক্তব্যের সঙ্গে বৃহস্পতিবার ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে তার প্রস্তাবের ভিডিও চিত্রও পোস্ট করেন পম্পেও। ভিডিওতে বৃহস্পতিবার তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে তিনি ‘খুশি মনে’ উপসাগরীয় এ দেশে যাবেন। ব্লুমবার্গকে পম্পেও বলেন, তিনি যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা আরোপের পেছনের কারণ ব্যাখ্যা করতে স্বেচ্ছায় ইরানের টেলিভিশনে হাজির হবেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ইরানের জনগণকে সরাসরিভাবে কিছু বলতে দেয়ার সুযোগকে আমি স্বাগত জানাবো। এ ব্যাপারে আমি তাদেরকে বলতে চাই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাদের নেতা সৃষ্টি করেছে। আর ত...

বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া (ভিডিও)

Image
‘নেভি ডে’ উপলক্ষে বিশ্বকে নৌশক্তি দেখাল রাশিয়া। দিবসটি উদযাপনে চোখধাঁধানো যুদ্ধজাহাজের কুচকাওয়াজ, যুদ্ধবিমানের মহড়া আর অত্যাধুনিক সব অস্ত্রের প্রদর্শনে দেশবাসীকে মাতিয়েছেন রাশিয়ার নৌ-বাহিনীর কর্মকর্তারা।  রবিবার ‘নেভি ডে’ উপলক্ষে কেবল দেশে নয়, বিদেশের মাটিতেও রুশ সামরিক বাহিনী উদযাপন করেছে এ দিবস।  দিবসটি উপলক্ষে বাল্টিক সাগরের সেন্ট পিটার্সবার্গ উপকূলে রুশ নৌ-বাহিনীর চারটি বহরের ৪৩টি জাহাজ প্যারেডে অংশ নেয়। একইসঙ্গে নৌ-বাহিনী পরিচালিত আধুনিক যুদ্ধবিমান এসইউ-৩০এসএম এবং বিই-১২ উভচর অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমানও অংশ নেয় প্যারেডে। প্রায় ৪ হাজারের মতো নাবিক তাদের প্যালেস স্কয়ারে ইউনিফর্ম পরে প্যারেডে অংশ নেন।  রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সিরিয়ায় তাদের সামরিক ঘাঁটিতে ছোট পরিসরে ‘নেভি ডে’ উদযাপন হয়। সেখানে এসইউ-৩৫ ফাইটার জেট, এসইউ-৩৪ গ্রাউন্ড অ্যাটাক প্লেনসহ বিভিন্ন যুদ্ধবিমান ৯টি জাহাজের ওপর দিয়ে চক্কর দেয়। উদযাপনে অংশ নেন সামরিক ঘাঁটিতে থাকা প্রায় ৫শ’ রুশ সৈন্য। রাশিয়ার জাতীয় দিবসগুলোর অন্যতম ‘নেভি ডে’। এটি প্রতিবছর জুলাইয়ের শেষ রবিবার উদযাপিত...