ডেঙ্গুতে আক্রান্ত ঢাবির শতাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত ডেঙ্গু আতঙ্ক ছড়াচ্ছে পুরো রাজধানী জুড়েই। বাড়ছে রোগীর সংখ্যা। মশা বাহিত এই রোগের সাঁড়াশি আক্রমণে নাজেহাল ঢাকা বিশ্ববিদ্যালয়ও। প্রশাসনের গাফিলতি এবং পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম চালু না রাখার ফলে এমনটা হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তবে প্রশাসনের দাবি, তারা ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানকার শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর আগে গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীনের। ফাইন্যান্স বিভাগের ১৩-১৪ সেশনের ২০তম ব্যাচের এ ছাত্রের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। এর কয়েকদিন আগে একই রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক নারী কর্মচারীও। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ফজলুল হক মুসলিম হলে ১১ জন, মাস্টার দ্যা সূর্যসেন হলে ১২ জন, কবি জসীমউদদিন হলে চার জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১৪ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১৩ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯ জন, সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ব...