Posts

মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে পাকিস্তান

Image
ফাইল ছবি পাকিস্তানের নিজস্ব কোন রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। তবে এবার মহাকাশে মানুষ পাঠাতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। ফাওয়াদ চৌধুরী জানান, কে মহাকাশে যাবেন তা নির্বাচন করবে বিমান বাহিনী। তারা ৫০ জন পাইলটকে বেছে নেবে। তারপর সেই ৫০ জন থেকে ২৫ জনকে বাছাই করা হবে। সেখান থেকে বেছে নেওয়া হবে ১০ জনকে। এই ১০ জনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের মধ্যে সেরাকে বেছে নেওয়া হবে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য। ২০২০ সালে শুরু হবে এই নির্বাচন প্রক্রিয়া। ২০২২ সালে মহাকাশে পাড়ি দেবেন সেই ব্যক্তি। প্রথম পাকিস্তানি হিসাবে মহাকাশে যাওয়ার কৃতিত্ব অর্জন করবেন তিনি। আরো পড়ুন :  ‘#মি-টু’ নিয়ে তিশা মহাকাশে পাড়ি দিতে গেলে তো একটি উৎক্ষেপণ কেন্দ্র লাগে। কিন্তু পাকিস্তানের নিজস্ব কোনও রকেট উৎক্ষেপণ কেন্দ্র নেই। এ নিয়ে চীনের সঙ্গে কথা হয়েছে পাকিস্তানের। চীনের কাছ থেকে প্রযুক্তিও নিতে হবে পাকিস্তানকে। তারপর সব ঠিকঠাক হয়ে গেলে ২০২২ সালে মহাকাশযান উৎক্ষেপণ করে দেবে চীন। ইত্তেফাক/ইউবি

ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

Image
এসব বাড়ি-ঘর ভেঙে ফেলা হচ্ছে। ছবি: বিবিসি ইসরায়েলের সঙ্গে করা সব ধরনের চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন। শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়ি- ঘর ইসরায়েল ধ্বংস করার পর এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় ফিলিস্তিন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ‘ইসরায়েলের সঙ্গে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন করবে।’ এ বিষয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি। তবে ইসরায়েল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। আরো পড়ুন:  রাজশাহীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল। পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি-ঘর ভেঙে দেয়ার পর ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক অঙ্গন বলছে, ইসরায়েলের এই ধরনের আচরণ ঠিক নয়। ইত্তেফাক/জেডএইচ

মশা নির্মূলে বিদ্যমান ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযান চালাবে দুই সিটি

Image
ফাইল ছবি ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নির্মূলে এবার বিদ্যমান ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযান পরিচালনার কথা হাইকোর্টকে জানিয়েছেন ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাদের আইনজীবীরা। একই সঙ্গে নতুন কার্যকর ওষুধ আনতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা। ওষুধের মাত্রা বাড়িয়ে যৌথ অভিযানে কার্যকর ফল পাওয়া যাবে জানিয়ে আজ বৃহস্পতিবার এই আইনজীবীরা সময়ের আরজি জানিয়েছেন। আরজির পরিপ্রেক্ষিতে আদালত অগ্রগতি জানাতে বলে আগামী মঙ্গলবার পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজকের শুনানিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘বিদ্যমান ওষুধের ডোজ বাড়িয়ে দিয়ে কার্যকর ফল পাওয়া যেতে পারে। একবারের জায়গায় একাধিকবার ফায়ার (স্প্রে) করা হবে।’ তখন আদালত বলেন, ‘তিনবার বা পাঁচবার গুলি (স্প্রে) মারতে পারেন। কিন্তু আমরা চাই মশা মরুক।’ ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহক...

সিরিজ জিততে চান তামিমও, তবে...

Image
সংবাদ সম্মেলনে সিরিজ নিয়ে লক্ষ্যের কথা জানাচ্ছেন তামিম। ছবি: কামরুল হাসান এক দিক থেকে তাঁর অভিষেক হতে যাচ্ছে কাল। আন্তর্জাতিক ম্যাচে দেশকে নেতৃত্ব দেওয়া হয়ে গেছে তামিম ইকবালের। কিন্তু নিউজিল্যান্ডে দিয়েছিলেন সাদা পোশাকে নেতৃত্ব। এবার রঙিন পোশাকে দলকে রাঙানো ও নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন তামিম । আর সেটা করার জন্য তিনি প্রথম বল থেকেই ভালো খেলার ইচ্ছাটাই প্রকাশ করলেন। টেস্টের পর ওয়ানডে অধিনায়কত্বের অভিষেক। পার্থক্য শুধু এখানেই নয়। নিউজিল্যান্ডে সিরিজের মাঝপথে জেনেছেন ম্যাচের অধিনায়কত্ব করতে হচ্ছে। এবার অন্তত সিরিজের আগে অর্ধ দিন হলেও সময় পেয়েছেন নিজেকে গুছিয়ে নেওয়ার। সফরে এসেও নিজের মতো করে পরিকল্পনা করতে পারছেন। নিজের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’-এ দলকে সাফল্য এনে দেওয়ার জন্যও তাই ভাবার সময় পেয়েছেন কিছুটা। তামিম ইকবাল অবশ্য সিরিজ জয় নিয়ে ভাবতে রাজি নন এখনো। তাঁর ভাবনায় প্রথম ম্যাচ, এটা ভাবলেও ভুল হবে। বাংলাদেশ অধিনায়কের মূল চিন্তা এখন ম্যাচটা ভালোভাবে শুরু করা নিয়েই, ‘এই মুহূর্তে লক্ষ্য হলো প্রথম সেশনটি ভালো করে শুরু করা। আমি সব সময় বলি যে স্টার্টিং লাইনের আগে যদি ফিনিশিং লাইন দেখা ...

৪০তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ ২০ হাজার ২৭৭

Image
সরকারি কর্ম কমিশন (পিএসসি)- ফাইল ছবি। চল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন। আজ বৃহস্পতিবার এ ফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, এ বছরের ৩ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার আর কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৩ হাজার ৪৩৮ জন। এই পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯.৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। ইত্তেফাক/এমআই

মোদির এই ‘বিশেষ বন্ধুটি’ কে?

Image
নরেন্দ্র মোদির কোলে শিশু। ছবি: ইনস্টাগ্রাম ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির  দুটি ছবি নিয়ে দেশটির ইন্টারনেট জগতে কৌতূহলের ঝড় বয়ে যাচ্ছে। ছবি দুটিতে দেখা যাচ্ছে, মোদির কোল দখল করে রেখেছে ফুটফুটে এক শিশু। মিটিমিটি হাসি নিয়ে শিশুটি তাকিয়ে আছে মোদির দিকে। মোদিও বেশ প্রাণোচ্ছল নিয়ে শিশুটিকে দেখছেন। এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি দুটি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বুধবার পোস্ট করেন। ছবির নিচে মন্তব্য হিসেবে জুড়ে দেন ‘আজ পার্লামেন্টে খুব বিশেষ এক বন্ধু আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে’ বাক্যটি। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই মোদির হাজার হাজার অনুসারীরা প্রতিক্রিয়া জানাতে থাকে। ভারতের পার্লামেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, একদল পরিদর্শক পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোদির সঙ্গে দেখা করতে আসেন। তাদের সঙ্গেই ওই শিশুটি আসে। নরেন্দ্র মোদির এই ছবি নিয়ে ইন্টারনেটে কৌতূহলের ঝড় বয়ে যাচ্ছে। ছবি: ইনস্টাগ্রাম ছবিটি মোদি এমন এক সময় প্রকাশ করলেন যখন কাশ্মীরের বিবাদ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নিয়ে ভারতে সমালোচনার ঝড় বইছে। ট্রাম্প...

ভারতের সুপ্রিম কোর্টের রায় ওয়েবসাইটে দেখা যাবে বাংলাতেও

Image
ভারতের সুপ্রিম কোর্টের রায় এখন থেকে ওয়েবসাইটে বাংলা ভাষাতেও পাওয়া যাবে। গতকাল বুধবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, বাংলাসহ নয়টি আঞ্চলিক ভাষায় সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলার রায় জানা যাবে। আগে সাতটি ভাষা ছিল। এখন নতুনভাবে যুক্ত হলো বাংলা ও উর্দু ভাষা। জুলাইয়ের শুরুতে সুপ্রিম কোর্ট ঘোষণা দেন, ওয়েবসাইটে এখন থেকে বিভিন্ন মামলার রায় ইংরেজি ভাষা ছাড়াও আরও সাতটি ভাষায় দেখা যাবে। ওই সাতটি ভাষা হলো হিন্দি, তেলেগু, অসমিয়া, মারাঠি, কন্নড়, ওড়িয়া ও তামিল। এর আগে কেবল ইংরেজি ভাষাতে রায় দেখা যেত। ওই নির্দেশনায় আরও বলা হয়, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই বিষয়টি কার্যকর হবে। পরে এ–সংক্রান্ত এক সংবাদে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এ কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারের অনুমতি দিয়েছেন। মাতৃভাষায় যাতে সাধারণ মানুষ শীর্ষ আদালতের রায় পড়তে পারেন, গত বছরের নভেম্বরেই প্রধান বিচারপতি এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নির্দেশনায় বাংলা ভাষার কথা না থাকায় ক্ষুব্ধ হন পশ্চিমবঙ্গের মানুষ। ৪ জুলাই বাংলা ভাষার নাম ...