Posts

লোকসভায় ৬১০ দল একটি আসনেও জেতেনি

Image
ভারতে এবারের ৫৪২টি আসনে অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনে ৬১০টি রাজনৈতিক দল একটি আসনেও জিততে পারেনি। ভারতে ছয়টি জাতীয় দল রয়েছে। আর বিভিন্ন রাজ্য এবং স্থানীয় ছোটখাটো দল মিলিয়ে ২ হাজার ২৯৩টি রাজনৈতিক দল রয়েছে। নির্বাচন কমিশনের স্বীকৃত ছয়টি জাতীয় রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), বহুজন সমাজ পার্টি ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)। এ দলগুলো এবার লোকসভা নির্বাচনে ৩৭৫টি আসনে জয়ী হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই সংখ্যা ছিল ৩৪২। ওই বছর অংশ নিয়েছিল ৪৬৪টি দল। এর মধ্যে ৩৮টি দল লোকসভায় আসন পেয়েছিল। আর ৬ হাজার ৪০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর এবার লোকসভায় আসন পেয়েছে ৩৭টি দল। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার লোকসভা নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ৬১০টি রাজনৈতিক দল একটি আসনেও জিততে পারেনি। আবার এই ৬১০টি দলের মধ্যে ৫৩০টি দল ভোট পায়নি। তাদের ভোটপ্রাপ্তির হার শূন্য। ৮০টি দল পেয়েছে ১ শতাংশ বা তার কম ভোট। ১৩টি উল্লেখযোগ্য দল জিতেছে মাত্র একটি করে আসনে। সেই দলগুলো হলো আম আদমি পার্টি, অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন পার্টি, এআইএডিএমকে, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেম...

বিলুপ্তির পথে এম্পেরর পেঙ্গুইনের আবাসস্থল

Image
পেঙ্গুইন দক্ষিণ মেরুর বিভিন্ন অঞ্চলকে পেঙ্গুইনের জন্য নিরাপদ আবাসস্থল মনে করা হলেও সাম্প্রতিক দশকগুলোতে উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে এর বসতি। আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় কমছে পেঙ্গুইনের সংখ্যাও। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পেঙ্গুইনের দ্বিতীয় বৃহত্তম প্রজাতি এম্পেরর পেঙ্গুইনের একটি গুরুত্বপূর্ণ বসতি বিলুপ্তির পথে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের (বিএএস) ওই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এম্পেরর পেঙ্গুইনের গুরুত্বপূর্ণ বসতি হেলি বে কলোনি ধ্বংসের দ্বারপ্রান্তে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরে ভয়াবহ ঝড়ের কারণে বিপুলসংখ্যক পেঙ্গুইনের মৃত্যু হয়। ওয়েডেল সাগরের হেলি বে কলোনি এম্পেরর পেঙ্গুইনের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বসতি। এখানে এখন আর আগের মতো পেঙ্গুইনের আনাগোনা চোখে পড়ে না। ২০১৬ সালের ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পেঙ্গুইনের এই বসতিটি। গত তিন বছরেও সেই ঘাটতি পূরণ হয়নি। বরং ২০১৬ সালের ওই ভয়াবহ ঝড়ের পর ২০১৭ এবং ২০১৮ সালেও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পেঙ্গুইনদের এই বসতিটি। পরপর তিন বছর ধরে ঝড়ের কারণে জন্ম নেওয়া পেঙ্গুইনশাবকের...

অবশেষে মেক্সিকোকে বশে আনলো ট্রাম্প!

Image
ছবি: সংগৃহীত। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে নতি স্বীকার করলো মেক্সিকো! মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলে ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্র অভিমুখে আসা শরণার্থীর স্রোত ঠেকাতে মেক্সিকো ‘অভূতপূর্ব পদক্ষেপ’ নিতে রাজি হয়েছে। ট্রাম্পের টুইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন। ট্রাম্প শুক্রবার এক টুইটে বলেন, আমি আপনাদের আনন্দের সঙ্গে জানাতে চাই যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। সেইসঙ্গে 'অনির্দিষ্ট' সময়ের জন্য মেক্সিকো পণ্যের ওপর শুল্কারোপ প্রত্যাহারের ঘোষণাও দেয়া হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। মেক্সিকোর পররাষ্ট্র সচিব এ চুক্তি সম্পর্কে টুইটারে নিশ্চিত করেছেন। তবে এ চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত মাসে ট্রাম্প ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আগামী ১০ জুন থেকে মেক্সিকো থেকে আমাদের দেশে আসা সকল পণ্যের ওপর ৫ শতাংশ শুল্ক কার্যকর হবে এবং অবৈধ অভিবাসন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধীরে ধীরে তা (শুল্কারোপ) বাড়তে থাকবে। আরো পড়ুন:  হুয়াওয়ের সঙ্গে চুক্তি করল রাশিয়ান টেলিকম কোম্পানি বিবিসির...

হুয়াওয়ের সঙ্গে চুক্তি করল রাশিয়ান টেলিকম কোম্পানি

Image
ছবি: সংগৃহীত। ফাইভ জি সেবা উন্নয়নের জন্য রাশিয়ান টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি করেছে হুয়াওয়ে। এই চুক্তির আওতায় আগামী বছর থেকে পরবর্তী প্রজন্মের জন্য ফাইভ জি সেবা উন্নয়নে কাজ করে যাবে প্রতিষ্ঠান দুটি। চীনের প্রেসিডেন্ট তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া গিয়ে দেশটির সঙ্গে এ চুক্তি করেন। সফরকালে শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে তার সেরা বন্ধু হিসেবে অভিহিত করেন। খবর বিবিসির। সম্প্রতি গুগল তার কিছু সেবা তুলে নেওয়ার ঘোষণা দিলে বিপদের মুখে পড়ে হুয়াওয়ে। ধারণা করা হচ্ছে আমেরিকাসহ পশ্চিমের বেশ কিছু দেশ নিরাপত্তা ইস্যুতে হুয়াওয়েকে অবাঞ্ছিত ঘোষণা করার পর চীন রাশিয়ার সঙ্গে চুক্তি করার এমন উদ্যোগ নিয়েছে। ফাইভ জি প্রযুক্তির উন্নয়ন ও পরিষেবাকে সমৃদ্ধ করার এ পাইলট প্রকল্প চলবে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত। এমনটি জানিয়েছে রাশিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান এমটিএস। গুগল থেকে হুয়াওয়ে যে সকল পরিষেবা পাবে না বা বঞ্চিত হবে মূলত সেগুলো নিয়ে কাজ করবে এমটিএস। প্রযুক্তি দুনিয়ার আধিপত্য নিয়ে আমেরিকা ও চীনের অঘোষিত যুদ্ধের একটি অন্যতম প্রতিষ্ঠান হুয়াওয়ে। যার ফলে হুয়াওয়েকে বেশকিছু পরিষেবা থেকে বন্ধ করে দ...

অল্পের জন্য সংঘর্ষ হয়নি রুশ-মার্কিন রণতরীর

Image
রুশ ডেস্ট্রয়ার অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ ও মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস চ্যান্সেলোরসভ্যালি। ছবি: সংগৃহীত ফিলিপাইন সাগরে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল রুশ রণতরী অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ ও মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস চ্যান্সেলোরসভ্যালি। শুক্রবার মার্কিন নৌবাহিনীর মুখপাত্র সপ্তম নৌ বহরের মুখপাত্র কমান্ডার ক্লেয়টন ডোস এ তথ্য জানান। এর আগে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে রাশিয়াও একটি বিবৃতি দেয়। খবর রয়টার্সের। তিনি জানান, ফিলিপাইন সাগরে নিজের কার্যক্রম পরিচালনা করছিলো মার্কিন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস চ্যান্সেলোরসভ্যালির। এ সময় রাশিয়ার রণতরী উডালয় আইডিডি৫৭২ মার্কিন রণতরীটির বিরুদ্ধে অরক্ষিত কৌশল ব্যবহার করেছে। সকালে একটি পৃথক বিবৃতিতে রাশিয়া জানায়, ফিলিপাইন সাগরে রাশিয়ার রণতরী অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ আইডিডি ৫৭২ তাদের কার্যক্রম চালাচ্ছিল। এ সময় তারা মার্কিন রণতরীর সঙ্গে দূরত্ব বজায় রেখে নিজেদের পথে এগুচ্ছিলেন। কিন্তু এক সময় মার্কিন রণতরী তার গতিপথ পাল্টে রাশিয়ান রণতরীর ৫০ মিটারের মধ্যে চলে আসে। এ সময় বিপজ্জনক সংঘর্ষ এড়াতে জরুরী পদক্ষেপ নেয় রুশ রণতরীটি। আর...

৭ পর্যটকের জীবন বাঁচিয়ে মারা গেলেন কাশ্মীরি গাইড

Image
ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন এক ট্যুর গাইড। ভারতের কাশ্মীরের ওই ট্যুর গাইডের নাম রউফ আহমেদ দার। ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ রউফ আহমেদ দারের মরদেহ উদ্ধার করেছে। নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত পেহেলগাম এলাকার লিড্ডার নদীতে নৌকা নিয়ে সাত পর্যটক ঘুরতে যান। ট্যুর গাইড রউফ আহমেদ দারের সঙ্গে ছিলেন দুই বিদেশিসহ সাত পর্যটক। প্রচণ্ড বাতাসের কারণেই মাঝনদীতে উল্টে যায় নৌকাটি। সবাই পানিতে পড়ে যান। এরপরই ত্রাতার ভূমিকায় রউফ আহমেদ। প্রত্যেক পর্যটককেই পানি থেকে উদ্ধার করেন তিনি। কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি। স্রোতে ভেসে যান রউফ আহমেদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। রাতভর চলে তল্লাশি। শেষ পর্যন্ত শনিবার লিড্ডারের ভবানী সেতুর কাছে রউফ আহমেদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার অনন্য নজির রেখে গেল...

এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন

Image
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ছবি: রয়টার্স এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক। বাণিজ্য নিয়ে এমনিতে দ্বন্দ্ব লেগেই আছে দুই দেশের। এখন নিরাপত্তা নিয়ে একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান দুই মোড়ল। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলছে বলে পরস্পরকে দুষছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘সাংগ্রি-লা ডায়ালগ’ ফোরামে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা বিতর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মাথা না ঘামায়। এর আগে গত শনিবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শ্যানাহান আলোচনায় জানান, এশিয়ায় চীনের আচরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আর ‘পায়ের আঙুলে ভর দিয়ে চলবে’ না। তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের দেশগুলোর জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে স্বার্থপর অভিনেতারা। আন্তর্জাতিক আদেশ...