Posts

৭ পর্যটকের জীবন বাঁচিয়ে মারা গেলেন কাশ্মীরি গাইড

Image
ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন এক ট্যুর গাইড। ভারতের কাশ্মীরের ওই ট্যুর গাইডের নাম রউফ আহমেদ দার। ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ রউফ আহমেদ দারের মরদেহ উদ্ধার করেছে। নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত পেহেলগাম এলাকার লিড্ডার নদীতে নৌকা নিয়ে সাত পর্যটক ঘুরতে যান। ট্যুর গাইড রউফ আহমেদ দারের সঙ্গে ছিলেন দুই বিদেশিসহ সাত পর্যটক। প্রচণ্ড বাতাসের কারণেই মাঝনদীতে উল্টে যায় নৌকাটি। সবাই পানিতে পড়ে যান। এরপরই ত্রাতার ভূমিকায় রউফ আহমেদ। প্রত্যেক পর্যটককেই পানি থেকে উদ্ধার করেন তিনি। কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি। স্রোতে ভেসে যান রউফ আহমেদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। রাতভর চলে তল্লাশি। শেষ পর্যন্ত শনিবার লিড্ডারের ভবানী সেতুর কাছে রউফ আহমেদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার অনন্য নজির রেখে গেল...

এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত যুক্তরাষ্ট্র-চীন

Image
চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ছবি: রয়টার্স এবার আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক। বাণিজ্য নিয়ে এমনিতে দ্বন্দ্ব লেগেই আছে দুই দেশের। এখন নিরাপত্তা নিয়ে একে অপরকে দোষারোপ করেই যাচ্ছে বিশ্বের অন্যতম প্রধান দুই মোড়ল। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে গোটা বিশ্বকেই হুমকির মুখে ফেলছে বলে পরস্পরকে দুষছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘সাংগ্রি-লা ডায়ালগ’ ফোরামে চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংগি যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা বিতর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেন মাথা না ঘামায়। এর আগে গত শনিবার ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা সচিব প্যাট্রিক শ্যানাহান আলোচনায় জানান, এশিয়ায় চীনের আচরণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আর ‘পায়ের আঙুলে ভর দিয়ে চলবে’ না। তিনি বলেন, ‘দীর্ঘ মেয়াদে এই অঞ্চলের দেশগুলোর জন্য প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে স্বার্থপর অভিনেতারা। আন্তর্জাতিক আদেশ...

মোদির শপথ বৃহস্পতিবার

Image
ফাইল ছবি আসছে বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদি। রবিবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাত কোভিন্দ। ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ৫৪২ আসনের মধ্যে ৩৪২ আসনে জয় পায় এই জোট। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। আরও পড়ুনঃ  রমজানের পরই তিন আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করবে সৌদি ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগে গুজরাট ও বারাণসী যাওয়ার কথা রয়েছে মোদির। আগামী ২৮ মে বারাণসী যাবার কথা রয়েছে তার। ইত্তেফাক/টিএস

নদী থেকে বালু তোলায় গাড়িসহ ভেকু মেশিন জব্দ

Image
ব্রহ্মপুত্র থেকে অবৈধভাবে বালু তোলায় জব্দ করা গাড়ি ও ভেকু মেশিন। ছবি: ইত্তেফাক জামালপুরের মেলান্দহে নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ৩টি মাহেন্দ্র গাড়ি এবং একটি ভেকু মেশিন জব্দ করেছে প্রশাসন। রবিবার বিকেল ৪টার দিকে মেলান্দহের ব্রহ্মপুত্র নদের টুপকারচর এলাকা থেকে জব্দ করা গাড়ি গুলো উপজেলায় নিয়ে আসেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম ও মেলান্দহ থানা পুলিশ। জানা গেছে, ব্রহ্মপুত্র নদ থেকে ক্রমাগত বালু তোলার ফলে তীর রক্ষা বাঁধসহ নদীর তীরবর্তী এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চক্রটি প্রায় ৬ মাস যাবত অবৈধভাবে বালু তুলে আসছিল। আরও পড়ুন:   ডাল কাটার টেন্ডারে গাছ কেটে সাবাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, জব্দ করা মেশিন ও গাড়ি জেলা প্রশাসক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ইত্তেফাক/অনি

এভারেস্ট জয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা ১০

Image
এভারেস্টের চূড়ায় আরোহীদের ভিড়। ছবি: এএফপি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উপর প্রাণ হারালেন ৪৪ বছর বয়সী রবিন হেনিস ফিসার নামে এক ব্রিটিশ যুবক। শনিবার পর্বত চূড়া থেকে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। এ নিয়ে চলতি মৌসুমে এভারেস্ট শৃঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ জনে। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। রবিনের সঙ্গীরা জানান, শনিবার সকালেই রবিন এভারেস্ট জয় করেন। এরপর সেখান থেকে নামার সময় চূড়া থেকে মাত্র ১৫০ মিটার নিচেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এ ব্যাপারে এভারেস্ট পরিবার অভিযানের মুরারি শর্মা বলেন, 'আমাদের গাইডরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। তবে এর আগেই তিনি মারা যান।' এর আগে শুক্রবার কেভিন হিনেস ৫৬ বছর বয়সী নামে আরেক আইরিশ আরোহী এখানে প্রাণ হারান। তারও আগে আরেক আইরিশ আরোহী অধ্যাপক সিমস ললেস পর্বতের শৃঙ্গ থেকে পড়ে প্রাণ হারান বলে জানা গেছে। তার মৃতদেহ উদ্ধারে এখন পর্যন্ত অভিযান চলছে। এছাড়াও নেপালের পর্যটন করপরেশনের এক কর্মকর্তা দ্যা হিমালয়ান টাইমসকে জানান, তাদের এক শেরপা গাইডও অসুস্থতার কথা জানিয়েছিলেন, ...

সৌদির কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের উদ্বেগ

Image
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি-সংগৃহীত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেদেশের আইনসভা কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদি আরব ও এর মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব, আমিরাত ও জর্ডানের কাছে ৮শ’ ১০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেয়া হয়। এর কারণ হিসেবে ইরানের হুমকির কথা উল্লেখ করা হয়েছে। খবর এএফপির। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বিক্ষুব্ধ আইনপ্রনেতাদের আশঙ্কা এসব অস্ত্র ইয়েমেনে বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহার করা হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, প্রশাসন সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত ও জর্ডানের কাছে ২২ ধরনের অস্ত্র হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেসের প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা আরব মিত্রদের অভিযান সক্ষমতাকে প্রভাবিত করবে। আরও পড়ুন :   ঢাবিতে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত এক বিবৃতিতে পম্পেও আরো বলেন, এসব অস্ত্র বিক্রির উদ্দেশ্য হচ্ছে ...

নিউইয়র্ক থেকে লন্ডন ৯০ মিনিটে

Image
হাইপারসনিক উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আকাশপথে যুক্তরাজ্যের লন্ডনে যেতে সাত ঘণ্টা বা তার বেশি সময় লাগে। এটি মাত্র দেড় ঘণ্টা বা তারও কম সময়ে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হারমিয়াস করপোরেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তারা এমন একটি যাত্রীবাহী উড়োজাহাজ তৈরি করতে যাচ্ছে, যা শব্দের ৫ গুণ গতিতে চলবে। শব্দের চেয়ে কোনো কিছুর গতি বেশি হলেই তাকে সুপারসনিক বলা হয়। আর সে গতি যদি শব্দের গতির পাঁচ গুণ হয়, তাকে বলা হয় হাইপারসনিক। যানবাহনের সঙ্গে তুলনার ক্ষেত্রে শব্দের গতিকে মাক–১ ধরা হয়। সে হিসাবে হাইপারসনিক গতির মাত্রা মাক–৫। হারমিয়াস করপোরেশনের নিউইয়র্ক-লন্ডনের এই উড়োজাহাজ পরিষেবাকে তাই বলা হচ্ছে হাইপারসনিক বা মাক–৫ যাত্রীসেবা। হারমিয়াসের প্রধান নির্বাহী এজে পিপলিকা বলেন, যাত্রীবাহী হাইপারসনিক উড়োজাহাজ প্রকল্পে ইতিমধ্যে তাঁরা তহবিল সংগ্রহ করেছেন। এটি তৈরিতে এক দশক সময় লাগবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩ হাজার ৩০০ মাইল। পরীক্ষামূলকভাবে জেট ইঞ্জিন ব্যবহার করে যুদ্ধবিমানে হাইপারসনিক গতিবেগ অর্জন করা গেলেও যাত্রীবাহী উড়োজাহ...