৭ পর্যটকের জীবন বাঁচিয়ে মারা গেলেন কাশ্মীরি গাইড
ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন এক ট্যুর গাইড। ভারতের কাশ্মীরের ওই ট্যুর গাইডের নাম রউফ আহমেদ দার। ‘ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাম এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার পুলিশ রউফ আহমেদ দারের মরদেহ উদ্ধার করেছে। নিজের জীবন দিয়ে সাতজন পর্যটকের জীবন বাঁচালেন কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার। ছবি: সংগৃহীত পেহেলগাম এলাকার লিড্ডার নদীতে নৌকা নিয়ে সাত পর্যটক ঘুরতে যান। ট্যুর গাইড রউফ আহমেদ দারের সঙ্গে ছিলেন দুই বিদেশিসহ সাত পর্যটক। প্রচণ্ড বাতাসের কারণেই মাঝনদীতে উল্টে যায় নৌকাটি। সবাই পানিতে পড়ে যান। এরপরই ত্রাতার ভূমিকায় রউফ আহমেদ। প্রত্যেক পর্যটককেই পানি থেকে উদ্ধার করেন তিনি। কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি। স্রোতে ভেসে যান রউফ আহমেদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। রাতভর চলে তল্লাশি। শেষ পর্যন্ত শনিবার লিড্ডারের ভবানী সেতুর কাছে রউফ আহমেদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। কাশ্মীরের ট্যুর গাইড রউফ আহমেদ দার অনন্য নজির রেখে গেল...