Posts

সাভারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা রানা প্লাজার সেই হিমুর

Image
গায়ে আগুন লাগিয়ে নওশাদ হাসান হিমু (২৭) নামের সেই ‘হিরো’ আত্মহত্যা করেছেন। সাভারের রানা প্লাজা ধসের পর অক্লান্ত উদ্ধার তৎপরতা চালিয়ে তিনি পরিচিত হয়েছিলেন এবং ‘হিরো’ বলে খ্যাতি পেয়েছিলেন। জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া শ্যামপুর এলাকায় আবদুল হক মোল্লার বাড়িতে ভাড়া বাসায় আত্মহত্যা করেন হিমু। তিনি বরিশালের উজিরপুর থানার বাবর গ্রামের সরদার আবুল হোসেনের ছেলে। বন্ধু-শুভানুধ্যায়ীদের কাছে পরিচিত ছিলেন ‘হিমালয় হিমু’ নামে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফ এম সাইদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিজের গায়ে নিজে কিরোসিন ঢেলে পুড়ে মারা গেছেন তিনি। তিনি বলেন, ৩ বছর ধরে ওই বাড়িতে বসবাস করতেন হিমু। আমরা যতটুকু জেনেছি তিনি কারও সঙ্গে তেমন মিশতেন না। বাবা-মায়ের সঙ্গেও থাকতেন না। আমরা তার মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কিভাবে তার মৃত্যু হলো- তা আমরা ময়নাতদন্তের পর জানতে পারব।’ এদিকে হিমুর ফেসবুক অ্যাকাউন্ট ‘হিমালয় হিমু’তে গিয়ে দেখা গেছে, বুধবার রাতে আত্মহননের আগে তিনি...

২৭ বছর পর জেগে উঠে ছেলের নাম ধরে ডাকলেন মা

Image
কোমায় থেকে ২৭ বছর পর জেগে উঠলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী। ছবি: সংগৃহীত মুনিরা আবদুল্লাহ ছেলেকে স্কুল থেকে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষে আহত হন। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে চলে যান কোমায়। তখন তাঁর বয়স মাত্র ৩২। তারপর বছরের পর বছর অচেতন থাকেন তিনি। অনেকটা অলৌকিকভাবে জেগে ওঠেন ২৭ বছর পর। জেগেই ডেকে ওঠেন আদরের ছেলে ওমরের নাম ধরে। ঘটনাটি সংযুক্ত আরব আমিরাতের। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুনিরা আবদুল্লাহ ১৯৯১ সালে একদিন ছেলেকে স্কুল থেকে আনতে যান। সঙ্গে ছিলেন দেবর। ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি বাসের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি। মস্তিষ্কে গুরুতর আঘাত পান। এরপরই কোমায় চলে যান। ওই সময় ছেলে ওমর ওবাইরের বয়স ছিল ৪ বছর। মুনিরা আবদুল্লাহর আগে কোমা থেকে জেগে উঠে আলোচনার জন্ম দেন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার। ছবি: এএফপি গাড়ি চালাচ্ছিলেন মুনিরার দেবর। তিনি ছেলে ওমরকে নিয়ে বসেছিলেন গাড়ির পেছনের আসনে। বাসটির সঙ্গে সংঘর্ষের আগে ছেলের জীবন বাঁচাতে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মুনিরা। তাঁর চেষ্টা অবশ্য সফল। দেবর গুরুতর আহত হলেও ছেলে তেমন আঘাত পায়ন...

বোরকা ও নিকাব নিষিদ্ধ হতে পারে শ্রীলঙ্কায়!

Image
ইস্টার সানডে তে শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার পর দেশটিতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার। সরকারের উচ্চ পর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার  ডেইলি মিররের  খবর, রবিবার হামলার পর গোয়েন্দারা যে সন্দেহ ও প্রমাণাদি পেয়েছেন, তাতে তাদের ধারণা হামলায় বিপুল সংখ্যক নারী জড়িত। ওই সূত্র জানায়, সরকার মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় এই পদক্ষেপ বাস্তবায়নের পরিকল্পনা করছে এবং গতকাল প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনের সঙ্গে এ বিষয়ে সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর কথা হয়েছে। বৈঠকে উল্লেখ করা হয়, ১৯৯০ এর দশকের গোড়ার দিকে উপসাগরীয় যুদ্ধের আগ পর্যন্ত শ্রীলঙ্কায় মুসলিম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হিসেবে বোরকা ও নিকাব কখনও অংশীদার ছিল না। তারা মুসলিম নারীদের পোশাকে চরমপন্থীদের উপাদান দেখছেন বলেও জানান। রবিবার দুপুর ২টা ১৫ মিনিটে কলম্বোর দিমাটাগোদায় একটি বাড়িতে পুলিশি অভিযান চলার সময় অষ্টম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হন। গোয়েন্দাদের দাবি, এ ঘটনায় বেশ কিছু নারী জড়িত ছিল, যারা বোরকা পরে পালিয়ে যায়। বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৯/মা...

সিরিজ বোমায় রক্তাক্ত শ্রীলঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ২০৭

Image
সিরিজ বোমা হামলায় বিধ্বস্ত চার্চ। ছবি: দ্যা নিউ ইয়র্ক টাইমস শ্রীলঙ্কার তিনটি চার্চ, তিনটি অভিজাত হোটেল, কলম্বো এবং এর পার্শ্ববর্তী এলাকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে দাঁড়িয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ৪৫০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার এই বোমা হামলার পর নিহতের সংখ্যা অন্তত ২০৭ বলে জানিয়েছে বিবিসি ওয়ার্ল্ড। দেশটির স্থানীয় সময় রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে। হামলার পর সেন্ট সেবাস্থিয়ানর ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জার বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনার পরিবারের সদস্যরা থাকলে সাহায্য করুন। এই সিরিজ বোমা হামলার প্রায় ঘণ্টা খানেক পর আবারও কল...

রংপুরে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

Image
আটক ধর্ষণ মামলার আসামি মন্টু চন্দ্র রায় মিলন। ছবিঃ ইত্তেফাক। রংপুর মহানগরীর (পান্ডারডিঘি) ধাপ কামারপাড়া এলাকায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার পালাতক মূল আসামি মন্টু চন্দ্র বায় মিলনকে (৩৬) গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। আরও পড়ুন:  বদরগঞ্জে মাইক্রোবাস চাপায় কৃষক নিহত উল্লেখ্য, গত ১৫ এপ্রিল ৫ম শ্রেণির ছাত্রী (১২) ধর্ষণের ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা হয়। এরপর পুলিশ গত ১৭ এপ্রিল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শিয়াল খাওয়া বলাইহাট গ্রামে অভিযান চালিয়ে আসামি মন্টু রায়ের ভগ্নিপতি তিলকের বাড়িতে আত্মগোপন করে থাকা আবস্থায় মন্টু রায়কে গ্রেফতার করে। ইত্তেফাক/নূহু

সুলতান পরিবারের ‘কুকীর্তি’ ঢাকতে ব্রুনাইয়ে শরীয়াহ আইন!

Image
১৯৯৭ সালের মিস যুক্তরাষ্ট্র শ্যানন মার্কেটিক ও সুলতান হাসানাল বোলখিয়া। ছবি: সংগৃহীত। বেপরোয়া রাজকীয় জীবনযাপন ও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন গডফাদার হিসেবেও পরিচিতি পেয়েছেন ব্রুনাই সুলতান হাসানাল বোলকিয়া। ২৭ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক এই সুলতানের রাজপ্রাসাদেই রয়েছে একাধিক ‘হেরেম’, যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী যৌনদাসীরা। এসব নিয়ে প্রকাশ হয়েছে বহু খবর, লেখা হয়েছে বই। এছাড়া ২০১৫ সালে ‘দ্য প্লেবয় সুলতান’ নামে করা হয়েছে ডকুমেন্টারি। গত ৩ এপ্রিল থেকে দেশটির সুলতান ব্রুনাইয়ে শরীয়াহ আইন চালু করেন। সমকামী, ব্যাভিচারে মত কেউ অপরাধ করলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের আইন করা হয়। এরপর থেকে দেশটির সুলতান বিশ্বব্যাপী খবরে শিরোনাম হয়ে ওঠে। আন্তর্জাতিক অনেক মিডিয়া দেশটির সুলতান ও তার ভাই প্রিন্স জাফরির ‘কুকীর্তির’ খবর নতুন করে প্রকাশ করে। সম্প্রতি সিএনএনের জানায়, পরিবারের ইমেজ ফিরে আনতে ও কুকীর্তি ঢাকতে কি শরীয়াহ আইন চালু করছে দেশটি? অনেক মানবাধিকার কর্মী জানান, নিজের কর্তৃত্বকে আরো জোরদার করতে এবং পরিবারের ভাবমূর্তি ফেরাতে সুলতানের এমন ...

অসুস্থ হয়ে হাসপাতালে দালাই লামা

Image
ফাইল ছবি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা ও তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকের সংক্রমণে ভোগা ৮৩ বছর বয়সী এ নেতার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিবিসি। দালাই লামার ব্যক্তিগত সহকারী তেনজিন তাকলহা বিবিসিকে জানান, হঠাৎ অসুস্থবোধ করায় তার পার্বত্য এলাকার বাসভবন থেকে এনে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে আরও দুই-তিন দিন লাগবে। ৬০ বছর আগে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বতের এই আধ্যাত্মিক নেতা ভারতে পালিয়ে এসেছিলেন। শান্তিতে নোবেলে পুরস্কার জয়ী দালাই লামা একজন জনপ্রিয় বক্তা।  চীন ১৯৫০ সালে তিব্বতের নিয়ন্ত্রণ গ্রহণ করে। দেশটি দালাই লামাকে বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে।  বিডি প্রতিদিন/এনায়েত করিম