Posts

ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করলো যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি চীনের সামরিক শক্তিকে টেক্কা দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করলো যুক্তরাষ্ট্র। ২৪টি এমএইচ-৬০ মডেলের হেলিকপ্টার ভারতে বিক্রি করার ব্যাপারে সম্মতি জানাল ট্রাম্প প্রশাসন। শত্রুপক্ষের সাবমেরিন লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম এই বিশেষ ধরনের হেলিকপ্টার। ভারতকে এই হেলিকপ্টার বিক্রির ব্যাপারে সম্মতি দেয় মার্কিন কংগ্রেস। এতে ভারতের খরচ হবে ২৬০ কোটি মার্কিন ডলার। লকহিড কোম্পানির এই হেলিকপ্টারগুলির ডাক নাম রোমিও। সাবমেরিন ঘাতক এই হেলিকপ্টারগুলি অনুসন্ধান, উদ্ধার এবং নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে।  এই প্রসঙ্গে মার্কিন বিদেশ মন্ত্রালয়ের পক্ষ একটি বিবৃতে বলা হয়েছে, ‘‌এই সিদ্ধান্তের ফলে ভারত-মার্কিন সম্পর্ক আরও সমৃদ্ধ হবে এবং যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সঙ্গীর নিরাপত্তা আরও মজবুত হবে।’‌   ঠান্ডা যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কিন্তু গত কয়েক বছরে সেটি ক্রমশ মজবুত হচ্ছে। তার মূল কারণ চীন এবং সন্ত্রাসবাদ নিয়ে দুই দেশেরই একরকম চিন্তাভাবনা। গত কয়েক বছর ধরে ভারত মহাসাগরে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে চীন। ...

মোদি–রাহুল–অমিতের নজর উত্তর–পূর্ব ভারতে

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম আলো ফাইল ছবি ভারতের লোকসভা নির্বাচনে এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে দেশটির উত্তর–পূর্বাঞ্চল। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট প্রচার শেষ করে দিল্লি ফিরে গিয়ে গতকাল মঙ্গলবার ফের এসেছেন এখানে ভোট প্রচারে। আজ আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার আসবেন বিজেপি সভাপতি অমিত শাহ।  ভারতের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে মাত্র ২৫টি উত্তর–পূর্ব ভারতের আট রাজ্যে। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে এই আট রাজ্যই বাড়তি গুরুত্ব পাচ্ছে। শনিবারই দুই দিনের ভোট নিয়ে প্রচার শেষ করে দিল্লি ফিরে যান প্রধানমন্ত্রী। আবার মঙ্গলবার রাতে ফের আসেন উত্তর–পূর্বাঞ্চলে। আসামের ডিব্রুগড়ে নৈশযাপনের পর সকালে অরুণাচল প্রদেশে জনসভা করবেন তিনি। বিজেপি সূত্রে খবর বুধবার অরুণাচল প্রদেশে পাসিঘাটে রয়েছে মোদির জনসভা। অরুণাচল থেকে বিজেপির প্রার্থী ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু এবং দলের রাজ্য সভাপতি তাপের গাও। তাঁদের হয়ে ভোট প্রচার শেষে দিল্লি ফিরে যাবেন তিনি। শুক্রবারই আসছেন বিজেপির সভাপতি অমিত শাহ। অরুণাচলে ভোট প্রচার করবেন তিনি। মোদির আবার ৭ মার্চ ত্রিপুরায় আসার...

মিজোরামে ভোট বর্জনের ডাক

Image
ত্রিপুরায় ২২ বছর ধরে বসবাস করছে মিজোরামের বাস্তুচ্যুত ব্রু বা রিয়াংরা। ছবি: ইনসাইড এনইয়ের সৌজন্যে ভারতের মিজোরাম রাজ্যে ভোট বর্জনের ডাক দিল সেখানকার শক্তিশালী এনজিওগুলোর কো-অর্ডিনেশন কমিটি। একই সঙ্গে ৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্যে হরতাল পালনেরও হুমকি দিয়েছে তারা। ভারতের লোকসভা ভোটের এই সময়ে উত্তর–পূর্বাঞ্চলের আরেক রাজ্য মণিপুরেও আজ বুধবার থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার ধর্মঘট। ছোট্ট পাহাড়ি রাজ্য মিজোরাম। খ্রিষ্টান অধ্যুষিত রাজ্যটিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও বেশ শক্তিশালী। প্রতিটি রাজনৈতিক দলে তাদেরই প্রতিপত্তি সবচেয়ে বেশি। এই এনজিওগুলোর সমন্বয় সমিতি গতকাল মঙ্গলবার এক বৈঠকে ঠিক করেছে, আসন্ন লোকসভা ভোট তারা বয়কট করবে। শুধু তা–ই নয়, ৮ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য মিজোরাম বন্‌ধেরও ডাক দেওয়া হয়েছে। এনজিও কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান ভানুলাল রুয়াতার দাবি, ত্রিপুরায় আশ্রিত মিজোরামের বাস্তুচ্যুত রিয়াং বা ব্রুদের জন্য আলাদা ভোটদান কেন্দ্র করা চলবে না। তাদের নিজ নিজ বুথে গিয়েই ভোট দিতে হবে বলে দাবি তোলা হয়।  মিজো অধ্যুষিত রাজ্যটির রিয়াং সম্প্রদায়ের মানুষেরা ২২ বছর ধ...

পাহাড়ে বৈসাবি উৎসব শুরু

Image
রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাইং-বৈসুক-বিষু অর্থাৎ বৈসাবি। আর এ উৎসবকে ঘিরে বসানো হয়েছে মেলা। পার্বত্যাঞ্চলে ১০ ভাষাভাষী ১১টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহিনী সব কৃষ্টি সংস্কৃতি দিয়ে সাজানো হয়েছে মেলার সব স্টল। থরে থরে বসেছে হরেক রকম বাহারি পণ্যের স্টল। সবগুলো স্টল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাচাঙ ঘরের আদলে তৈরি। বাঁশ আর কাঠ দিয়ে। আর এসব স্টলে স্থান পেয়েছে- চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, চাক, পাংখোয়া, লুসাই, খুমী ও খিয়াং নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কৃষ্টি, সংষ্কৃতি, খাবার, নিত্য ব্যবহার্য দ্রব্যাদি বিভিন্ন পণ্য সমগ্রি। এ মেলাকে আরও আকর্ষণীয় করতে যোগ দিয়েছে অপর দু’পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও ভারতের শিল্পীরা। পাহাড়ের আনাচে-কানাচে সর্বত্র এখন সাজ সাজ রব। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে ফিতা কেটে এ বৈসাবি উৎসবের সূচনা করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এসময় রাঙামাটি রিজিয়ন কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক, রাঙামাটি জেলা পরিষদ চ...

রাজধানীতেই হার এরদোয়ানের!

Image
ইস্তাম্বুলে ভোট গণনা করছেন কর্মকর্তারা। ছবি: রয়টার্স তুরস্কের রাজধানী আঙ্কারায় মেয়র নির্বাচনে হেরে গেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল এ কে পার্টি। এ ছাড়া আরেক বড় শহর ইস্তাম্বুলেও পিছিয়ে আছে তাঁর দল। ফলে বড় ধরনের বিপত্তির মুখে পড়েছেন তিনি। ২০০১ সালে দল গঠনের পর এই প্রথম আঙ্কারার নিয়ন্ত্রণ হারাল এ কে পার্টি। গতকাল রোববার এসব নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় ১৬ বছর ধরে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। তখন থেকে দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এবং কঠোরভাবে দেশ শাসন করছেন তিনি। দুই মাস আগে এই নির্বাচনী প্রচারণা শুরু হয়। এই স্থানীয় নির্বাচনকে তুরস্কের টিকে থাকার নির্বাচন হিসেবে অভিহিত করেছিলেন তিনি। তাঁর প্রতিদিনের নির্বাচনী সমাবেশ এবং অতিমাত্রায় মিডিয়া কাভারেজ ভোটারদের মন জয় করতে ব্যর্থ হয়েছে এই দুই শহরে। অর্থনৈতিক মন্দার প্রভাব এই ভোটের ওপর পড়েছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, এ নির্বাচনকে এরদোয়ানের শাসনের রায় হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের টেলিভিশনগুলো বলছে, বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রার্থী মানসুর ইয়াভাস আঙ্কারায় জিতেছেন। এ ছাড়া ইস্তাম্বু...

এবার চীনের সহায়তায় সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে পাকিস্তান

Image
সংগৃহীত ছবি পাকিস্তানের গোয়াদারে নির্মিত হচ্ছে সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। চীনের সহায়তায় নির্মিতব্য এ বিমানবন্দর উন্মুক্ত আকাশ নীতিতে পরিচালিত হবে।  শুক্রবার গোয়াদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। চীনা ঋণেই এটি নির্মাণ করার পরিকল্পনা করা হয়। ৪,৩০০ একর জায়গায় নির্মিত এটি হবে পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দর। করাচি বিমানবন্দর (৩,৭০০ একর), ইসলামাবাদ বিমানবন্দর (৩,৬০০ একর)। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এর পরিকল্পনা করা হয়।  ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ইমরান খান বলেন, গোয়াদার হবে পাকিস্তানের প্রবৃদ্ধির চালিকাশক্তি। বিমানবন্দরটি ২৫ কোটি ৬০ লাখ ডলারে তিন বছরে নির্মাণ করা হবে। এই প্রকল্পটি স্থানীয় জনসাধারণের জন্য কল্যাণকর হবে। ইমরান খান আরো বলেন, অতীতে বেলুচিস্তানের উন্নয়ন কর্মসূচিগুলোতে স্থানীয়দের উপেক্ষা করা হতো। ফলে বেলুচিস্তানে শত শত কোটি ডলার ব্যয় করা হলেও তা স্থানীয়দের জন্য কল্যাণকর হতো না।  তিনি বলেন, গোয়াদার হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া একটি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রও...

হামলার জবাব দিতে সব অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান'

Image
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, শুধু এফ-১৬ কেন, শত্রু পক্ষের হামলার জবাব দিতে বা নিজেদের আত্মরক্ষার্থে সবরকমের অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। আর তা নিয়ে ভারত যা কিছু ভাবতে পারে।  জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের ভূ-খণ্ড বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বিমান বাহিনী। এর পরদিন ভারতের হামলার চেষ্টা করে পাকিস্তান বিমান বাহিনী। এই হামলায় তারা আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছিল। এতদিন এফ-১৬ ব্যবহারের কথা অস্বীকার করে আসছিল পাকিস্তান। পাক মেজর জেনারেল আরও বলেন, ২৭ ফেব্রুয়ারির ঘটনা ইতিহাস তৈরি করেছে। পাকিস্তান এফ-১৬ ব্যবহার করেছে কিনা সেটা বড় কথা নয়। পাকিস্তান এয়ার ফোর্স ভারতের দুটো বিমানকে গুলি করে নামিয়েছে এটাই বড় কথা। আমাদের কোনো এফ-১৬ ধ্বংস হয়নি। কেননা কোনো দেশকে আক্রমণের ক্ষেত্রে পাকিস্তান ব্যবহার করতে পারবে না এফ-১৬। এই শর্তেই আমেরিকার থেকে এফ-১৬ বিমান কিনেছিল পাকিস্তান। তাই এফ-১৬ নিয়ে কীভাবে ভারতে ঢুকে হামলা চালাতে পারে পাকিস্তান। সেই অভিযোগ করে আমেরিকাকে তথ্য দেয় ভারত। গত ২৬ ফেব্রুয়ারি পু...