Posts

আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪

Image
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তারা সবাই লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।  খবর এনডিটিভির। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি হয়। পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিডি প্রতিদিন/কালাম

মহাকাশে অস্ত্র শক্তি প্রদর্শনের ঘোরতর বিরোধী পাকিস্তান

Image
ফাইল ছবি মহাকাশের লড়াইয়ে ভারত এখন মহাশক্তিধর। গত বুধবার বিষয়টি সামনে এনেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, ভারতের হাতে এখন এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে ধ্বংস করা যেতে পারে উপগ্রহ। ভারত যখন সাফল্যের উদযাপনে ব্যস্ত, তখন এ নিয়ে পাকিস্তানের তরফ থেকে এল বিপরীত প্রতিক্রিয়া। তবে সেই প্রতিক্রিয়ায় ভারতের জন্য প্রশংসা ছিল না। বরং দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে অস্ত্র শক্তি প্রদর্শনের ঘোরতর বিরোধী পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র মোহম্মদ ফয়জল সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য, মহাকাশের উপর অধিকার সমগ্র মানবজাতির। তাই প্রতিটি রাষ্ট্রের উচিত মহাকাশকে অন্তত সামরিক কার্যকলাপের বাইরে রাখা। এই প্রসঙ্গেই তিনি মহাকাশের ব্যবহারে আন্তর্জাতিক আইন আরও কঠোর করার দাবি তুলেছেন। মহাকাশে বিভিন্ন দেশের আর্থ সামাজিক কাজে কোনো দেশ যেন বিপদ না তৈরি করতে পারে, সেই কারণেই পাকিস্তানের তরফ থেকে এই দাবি করা হয়েছে। বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

খাগড়াছড়ির মিদিঙ্গা বাঁশ ও বেত দিয়ে তৈরি হয় ফসল রাখার পাত্র খারাং ও লাই

Image
খাগড়াছড়ির মিদিঙ্গা বাঁশ ও বেত দিয়ে তৈরি হয় ফসল রাখার পাত্র খারাং ও লাই  

খাশোগির খুনীদের প্রশিক্ষণ দিয়েছিলো যুক্তরাষ্ট্র

Image
ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফাইল ছবি। সৌদি সাংবাদিক জামাল খাশোগির কিলিং মিশনে থাকা হত্যাকারীদের কয়েকজন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছিল। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ডেভিড ইগনাটিয়াস বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের একাধিক কর্মকর্তা তাকে বলেছেন, তু্রস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার আগে কিলিং মিশনে অংশ নেয়াদের অনেকে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণ নেয়। পোস্ট জানায়, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঐ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। কিলিং মিশনে নেতৃত্ব দেয় সৌদি গোয়েন্দা সংস্থার কর্নেল মেহের মাতরেব। সৌদি আরবের ধনী পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি লন্ডনে একসঙ্গে কাজ করার সময় খাশোগির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। আরও পড়ুনঃ  মদ খেলে ভালো ইংরেজি বলা যায়: গবেষণা রিপোর্ট গত বছরের ২ অক্টোবর ইস্তাম্...

ভারতের হাতে এ কোন নতুন অস্ত্র?

Image
প্রতীকী ছবি। রয়টার্স মহাকাশ শক্তিতে আমেরিকা, রাশিয়া ও চীনের পরে এখন ভারতকেই সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হচ্ছে। নিজেদের শক্তিমত্তার প্রমাণ গতকাল বুধবার দিয়েছে দেশটি। মহাকাশে অ্যান্টি–স্যাটেলাইট মিসাইল নামে অতি উন্নত প্রযুক্তির একটি অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে ভারত। খুব কম দেশের কাছেই এই অভিনব অস্ত্র রয়েছে। কিন্তু এই অ্যান্টি–স্যাটেলাইট মিসাইল আসলে কী? কেন এটি এত দুর্লভ? আসুন, জেনে নিই নতুন এই অস্ত্র সম্পর্কে। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কী? আধুনিক সমরাস্ত্রের এই যুগে লড়াই কেবল যুদ্ধের ময়দানে চলে না, হয় প্রযুক্তিগত দিকেও। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দিয়ে এক পক্ষ ক্রমাগত নজর রাখে অন্য পক্ষের ওপর। প্রতিপক্ষ সম্পর্কে যার কাছে বেশি তথ্য থাকে সেই এগিয়ে যায় অনেকটা। শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে দিতে পারলে তাই যুদ্ধের আগেই অনেকটা বাড়তি সুবিধা এনে দেয়। আর অ্যান্টি–স্যাটেলাইট মিসাইল ঠিক এই কাজটিই করে। শত্রুপক্ষের স্যাটেলাইট ধ্বংস করে দেওয়া বা তাদের যোগাযোগ বাধাগ্রস্ত করাই এই অস্ত্রের মূল উদ্দেশ্য। এ ছাড়া প্রতিপক্ষের ব্যালিস্টিক মিসাইল মাঝপথে আটকে দেওয়ার ক্ষমতাও রয়েছে এই অস্ত্র...

বিশ্বের দীর্ঘতম লবণের গুহা

Image
ইসরায়েলে বিশ্বের দীর্ঘতম সল্ট কেভ মালহাম। ছবি: এএফপি। ফ্যাকাশে ও লম্বা লবণের দণ্ডগুলো ঝুলছে গুহার ছাদ থেকে। কোথাও কোথাও কাকের চোখের মতো স্বচ্ছ লবণের স্ফটিকের দ্যুতিতে ঝলমল করছে গুহার দেয়াল। কোথাও আবার দণ্ডের গা বেয়ে চুইয়ে পড়ছে লবণপানি। ডেড সির কাছেই বিশ্বের দীর্ঘতম এ সল্ট কেভ বা লবণগুহা আবিষ্কারের কথা জানিয়েছেন ইসরায়েলের গুহাসন্ধানীরা। এত দিন ইরানের দখলে ছিল এ রেকর্ড। আকর্ষণীয় লবণের দণ্ডে ভরা গুহাটির নাম মালহাম।  ১০ কিলোমিটারব্যাপী বিস্তৃত মালহাম ইসরায়েলের সবচেয়ে বড় পাহাড় সোদমের বুক চিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিকটবর্তী মৃত সাগরে গিয়ে শেষ হয়েছে। মালহাম প্রথম গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে আমোস ফ্রামকিনের কাজের মাধ্যমে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের গুহা গবেষণাকেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ফ্রামকিন আশির দশকে গুহাটির প্রায় পাঁচ কিলোমিটার মানচিত্র তৈরি করেন। কিন্তু ২০০৬ সালে গবেষকেরা ইরানের কেশম দ্বীপে ছয় কিলোমিটারব্যাপী এন৩ গুহা আবিষ্কার করলে সারা বিশ্বে তা দীর্ঘতম লবণগুহার স্বীকৃতি পায়। বছর দুয়েক আগে গুহাপ্রেমী ইসরায়েলি জোভ নেগেভ ফ্রামকিনের অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেন। বুলগেরিয়ার গুহ...

ওবামা ও ইরানের মধ্যে আঁতাত হলে কী হতো?

Image
সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি। ছবি: রয়টার্স সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি প্রশ্ন তুলেছেন, বারাক ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে যদি অভিযোগ উঠত, তাহলে সবাই কীভাবে প্রতিক্রিয়া দেখাতেন? কোমি গতকাল বুধবার এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন তোলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে  ডোনাল্ড ট্রাম্পের  পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কোমি বলেন, ‘চোখ বন্ধ করে একবার শুধু নামগুলো বদলে দিন। রাশিয়া ও ট্রাম্পের জায়গায় ইরান ও ওবামার নামটা রাখুন।’ কোমি বলেন, যদি এমন হতো যে পারমাণবিক চুক্তিতে সুবিধা হবে—এই কারণে ইরান ওবামাকে নির্বাচিত হতে সাহায্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে! এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওবামার সহকর্মীদের কেউ ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষতিকর তথ্য সংগ্রহের লক্ষ্যে গোপনে সাক্ষাৎ করেছেন! এফবিআই সেই খবর জানার পরেও কি বিষয়টি নিয়ে তদন্ত করবে না?  যদিও ওবামা ও ইরানের মধ্যে এমন কোনো আঁতাতের অভিযোগ ওঠেনি; কিন্তু ট্রাম্প ও রাশিয়া নিয়ে তেমন অভিযোগ ওঠে। ...