ওবামা ও ইরানের মধ্যে আঁতাত হলে কী হতো?
সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি। ছবি: রয়টার্স সাবেক এফবিআইপ্রধান জেমস কোমি প্রশ্ন তুলেছেন, বারাক ওবামাকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ইরান মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে যদি অভিযোগ উঠত, তাহলে সবাই কীভাবে প্রতিক্রিয়া দেখাতেন? কোমি গতকাল বুধবার এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্ন তোলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে কোমি বলেন, ‘চোখ বন্ধ করে একবার শুধু নামগুলো বদলে দিন। রাশিয়া ও ট্রাম্পের জায়গায় ইরান ও ওবামার নামটা রাখুন।’ কোমি বলেন, যদি এমন হতো যে পারমাণবিক চুক্তিতে সুবিধা হবে—এই কারণে ইরান ওবামাকে নির্বাচিত হতে সাহায্য করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে! এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওবামার সহকর্মীদের কেউ ইরান সরকারের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষতিকর তথ্য সংগ্রহের লক্ষ্যে গোপনে সাক্ষাৎ করেছেন! এফবিআই সেই খবর জানার পরেও কি বিষয়টি নিয়ে তদন্ত করবে না? যদিও ওবামা ও ইরানের মধ্যে এমন কোনো আঁতাতের অভিযোগ ওঠেনি; কিন্তু ট্রাম্প ও রাশিয়া নিয়ে তেমন অভিযোগ ওঠে। ...