Posts

সিলেটে পাথর তুলতে গিয়ে শ্রমিক নিহত

Image
কোম্পানিগঞ্জে শাহ আরফিন টিলা। ফাইল ছবি সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জে শাহ আরফিন টিলায় আবার শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন দুই শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে শাহ আরফিন টিলায় চিকাডর নারায়ণপুর এলাকার পাথর তুলতে গিয়ে গর্ত ধসে আবু সাঈদ (৩৫) নামের শ্রমিক নিহত হন। নিহত আবু সাঈদ কোম্পানিগঞ্জের ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হন সুনামগঞ্জের ছাতক উপজেলার রতনপুরের ফখর উদ্দিন (৩২) ও জগন্নাথপুর উপজেলার তেলিকোণা গ্রামের হোসেন (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন বিভিন্ন গর্ত থেকে পাথর তুলছিল শ্রমিকরা। রাতের বেলা জেনারেটর দিয়ে আলো জ্বালিয়ে পাথর তোলা হয়। বৃহস্পতিবার পাথর তোলার সময় গর্তের পাড় ধসে এক শ্রমিক নিচে পড়ে মারা যান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। আরো পড়ুন:   রাজনীতিতে সানি লিওন!  কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য সিলেটের সীমান্তবর্তী ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জসহ বিভিন্ন পাথর কোয়ারীতে পাথর ধসে শ্রমিক মারা যাওয়া ঘটনা ঘটে চলছে। বেসরকারি একটি স...

‘পি এম নরেন্দ্র মোদি’: ৭ দিন এগিয়ে আনা হলো মুক্তির তারিখ, টার্গেট লোকসভা ভোট

Image
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে বিবেক ওবেরয় বিরোধী পালে ছিটেফোঁটা হাওয়া দিতেও তিনি রাজি নন। ভোটের আগেই তাই মুক্তি পেতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন কাহিনি ‘পি এম নরেন্দ্র মোদি’। তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে নির্বাচন কমিশনে চিঠি লিখে জানিয়েছে, ভোটের আগে এই সিনেমা যেন মুক্তি না পায়। নির্বাচন কমিশন কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারত বিখ্যাত বক্সার মেরি কম এবং পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় মারা যাওয়া ভারতীয় নাগরিক সর্বজিৎ-এর বায়োপিক নির্মাতা উমঙ্গ কুমার ‘পি এম নরেন্দ্র মোদি’র পরিচালক। মোদির ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। তাঁর বাবা প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয় এই সিনেমার আংশিক প্রযোজক। ঠিক ছিল ১২ এপ্রিল সিনেমাটা মুক্তি পাবে। কিন্তু আচমকাই মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে। সাত দফায় লোকসভা ভোট শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে। তার এক সপ্তাহ আগেই, ৫ এপ্রিল, গোটা দেশে মুক্তি পাচ্ছে ‘পি এম নরেন্দ্র মোদি’। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত। তাতে দেখা যাচ্ছে কিশোর মোদি ট্রেনে চা বিক্রি করছেন, মাকে বলছেন ‘আমি সন্ন্যাসী হতে চাই’। দেশ ঘুরে তিনি হাজির রাষ্...

আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত

Image
ফাইল ছবি আফগানিস্তানে একটি অভিযান চলাকালে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি অনুযায়ী, নিহত সেনাদের নিকটতম আত্মীয়দের এ বিষয়ে না জানানো পর্যন্ত তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না। কোথায় এবং কাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়, সে বিষয়ে এখনো জানানো হয়নি। ন্যাটোর মুখপাত্র জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হচ্ছে না। বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা আছেন। দেশটিতে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু হয়। যুদ্ধের সময়কাল ১৭ বছরে গড়িয়েছে। মার্কিন ইতিহাসে এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ।

বাহারি রঙে চরণ ভেদ রইল না

Image
চারুকলায় আবির খেলায় মেতেছেন শিক্ষার্থীরা। ২১ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: হাসান রাজা চৈত্রের রোদজ্বলা দুপুর। বাইরের সুনসান ভাবটা কেটে যায় চারুকলার ভেতরে প্রবেশ করে। ঢাকঢোলের আওয়াজ, তার সঙ্গে শতাধিক শিক্ষার্থীর নাচ আর করতালির শব্দ। অনেকেরই হাতে–মুখে বাহারি রং, অনেকেই রং মাখার অপেক্ষায়। শিল্পকলার ইতিহাস বিভাগ ভবনের সামনে ‘দেবালয়’ নামের একতলা ঘর। যাঁরা রং মাখার অপেক্ষায়, তাঁদের রং দেওয়া হবে সেখান থেকে। শিক্ষার্থীদের এই রঙের উৎসবে মাতার কারণকে অনেকেই বললেন নিছক একটি ‘চল’। পুরান ঢাকার ‘হোলি’ উৎসব থেকে অনুপ্রাণিত হয়েই রং মাখার এই আয়োজন। চারুকলায় যেটির শুরু বছর সাতেক আগে। দিনটিতে লাল, হলুদ, সবুজ, বেগুনিসহ বাহারি রঙের আবির গায়ে মাখেন শিক্ষার্থীরা। রাঙিয়ে দেন অন্যকে। আবির ছোড়েন বাতাসেও। চারুকলার প্রিন্টমেকিং বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মশিউর রহমান বলছিলেন, ‘২০১০-১১ সালের দিকে চারুকলায় এই উৎসবের শুরু। পুরান ঢাকার হোলি থেকে অনুপ্রাণিত হয়ে তখন শুধু পানি ছিটানো হতো। এখন শুকনো আবির ছিটানো হয়। দিনে দিনে যেটি সর্বজনীনতা পেয়েছে।’ ঢাকের তালে শিক্ষার্থীদের নাচ। ২১ মার্চ, চারুকলা, ঢাকা...

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে আপত্তি নেই জাতিসংঘের

Image
ভলকার টার্ক কক্সবাজারের শিবির থেকে সরিয়ে রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগকে এই প্রথম স্বাগত জানাল জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তবে সংস্থাটি বলছে, জোর করে রোহিঙ্গাদের সেখানে পাঠানো যাবে না। স্বেচ্ছায় রোহিঙ্গারা সেখানে যেতে চাইলে স্থানান্তর প্রক্রিয়ায় আপত্তি থাকবে না জাতিসংঘের। কক্সবাজারের শিবির পরিদর্শন শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার ভলকার টার্ক। শুরু থেকে জাতিসংঘ ভাসানচরের বিষয়ে আপত্তি জানিয়ে এলেও এখন কেন অবস্থান পাল্টাল, সে বিষয়ে অবশ্য কিছু বলেননি তিনি। ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে ইউএনএইচসিআরের এই কর্মকর্তা বলেন, কক্সবাজারের শিবিরে এখন গাদাগাদি করে থাকতে হচ্ছে রোহিঙ্গাদের। সে কারণে রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনে বাংলাদেশের নেওয়া সিদ্ধান্তকে ইউএনএইচসিআর স্বাগত জানায়। তবে যেকোনো পুনর্বাসন–প্রক্রিয়া স্বেচ্ছায় হওয়াটা বাঞ্ছনীয়। ২০১৮ সালের অক্টোবরের পর দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরের অভিজ্ঞত...

ছোটদের বড় বইমেলা

Image
শিশু একাডেমীর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সমবেত নৃত্য পরিবেশনা। ছবি: প্রথম আলো আয়োজনটি শুধুই ছোটদের জন্য। তবে পরিসরে বেশ বর্ণাঢ্য। শিশু একাডেমীর খোলা প্রাঙ্গণে ৭৬টি স্টল নিয়ে বসেছে বইয়ের বিশাল মেলা, যাতে আছে শুধুই শিশুদের জন্য লেখা বই। বৃহস্পতিবার বিকেলে শিশু একাডেমী চত্বরে গিয়ে দেখা গেল বইমেলার আমেজটা অন্য রকম। বড়দের ভিড় নেই, নেই অযাচিত কোলাহল। মা-বাবার হাত ধরে ঘুরছে শুধুই শিশুরা। নিজেদের পছন্দের বই নেড়েচেড়ে দেখেছে, কিনেছেও। এসব মিলিয়ে ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুধু শিশুদের জন্য গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে বইয়ের মেলা। কাল ছিল আনুষ্ঠানিক উদ্বোধন। শত শিশুর কলকাকলিতে মুখর পরিবেশে বর্ণিল বেলুন উড়িয়ে শুরু হয় শিশু একাডেমী বইমেলা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ছয় দিনের এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমী। সহযোগিতায় রয়েছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। মেলার উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। এতে শিশু...

মায়ের গয়না বন্দক রাখতে বাধ্য হচ্ছেন জেটের পাইলটরা

Image
জেট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ। ছবি: সংগৃহীত আমরা যখন পাইলটের আসনে বসি তখন সমস্ত মানসিক যন্ত্রণা দূরে সরিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু দিনের শেষে আমরাও মানুষ। দূরে সরাতে চাইলেও যন্ত্রণার অনুভূতি দূরে যায় না। দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুকে লেখা চিঠিতে এ কথাই জানিয়েছেন তীব্র অর্থ সংকটে ভুগতে থাকা উড়ান সংস্থা জেট এয়ারওয়েজের পাইলট করণ চোপড়া। বোয়িং ৭৭৭ বিমানে এ পেশায় দু'দশক ধরে আছেন করণ চোপড়া। গত চার মাসেরও বেশি সময় বেতন হয়নি তার। কয়েক দিনের মধ্যে জেটের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। নতুন করে আরো বেশ কিছু বিমান বসিয়ে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। দেশের অন্যতম জনপ্রিয় এই উড়ান সংস্থার আর্থিক সংকট কেন্দ্রীয় সরকারকে প্রবল চিন্তায় ফেলেছে। এমতাবস্থায় চিঠি লিখলেন পাইলট। জেটের কর্মী সংগঠনের এই নেতা লিখেছেন, ‘পাইলটদের মধ্যে যে মানসিক চাপ তৈরি হয়েছে তা যাত্রীদের নিরাপত্তার জন্য ভাল বিষয় নয়।’ আরো পড়ুন:   রাজনীতিতে সানি লিওন! মধ্যপ্রাচ্যের উড়ান সংস্থা ইথাডের কাছে জেটের সবচেয়ে বেশি অংশীদারিত্ব আছে। তাদের দিক থেকে আসা কোনও কিছুতে আর্থিক সংকট মি...