Posts

বাইপাস সার্জারি শেষে ভাল আছেন ওবায়দুল কাদের

Image
ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাল আছেন। সফল বাইপাস সার্জারি শেষে তিনি এখন আইসিইউতে রয়েছেন। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক নিউরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান। বৃহস্পতিবার বিকালে মেডিকেল বোর্ডকে উদ্ধৃত করে হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যান্যদের এ কথা জানানো হয়। আরো পড়ুন:  পাসপোর্ট ভেরিফিকেশনে বিচারপতির বাসায় গিয়ে ঘুষ দাবি, কারাগারে এএসআই ডা. রিজভী জানান, ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরে আশাবাদী চিকিৎসকগণ। উল্লেখ্য, গতকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। ইত্তেফাক/জেডএইচ

মোদি ও প্রিয়াঙ্কার পাল্টাপাল্টি আক্রমণ

Image
নরেন্দ্র মোদি ও প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেসের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক  প্রিয়াঙ্কা গান্ধী  পরস্পরের দলকে পাল্টাপাল্টি আক্রমণ করেছেন। মোদি গতকাল বুধবার তাঁর ব্লগে লিখেছেন, হতাশার বিষয় হলো, কংগ্রেসের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই। কোনো নেতা যদি কংগ্রেসের সভাপতি হওয়ার স্বপ্ন দেখেন, তবে তাঁকে পার্টি ছাড়তে হবে। এর জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘মানুষ বোকা, এই ভাবনা থেকে বেরিয়ে আসা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।’ গতকাল প্রকাশিত একটি ব্লগে স্পষ্টভাবে কংগ্রেসকে আক্রমণ করেছেন মোদি। তিনি লিখেছেন, যখন বংশপরম্পরার রাজনীতি ক্ষমতাধর হচ্ছিল এবং প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন ২০১৪ সালে মানুষ বংশপরম্পরা ত্যাগ করে সততার পক্ষে ভোট দিয়েছিল। মোদির এই ব্লগের শিরোনাম ‘প্রাতিষ্ঠানিক সম্মান এবং প্রাতিষ্ঠানিক অবমাননা’। এতে তিনি লিখেছেন, সব সময় প্রতিরক্ষা খাতকে আয়ের উৎস মনে করে কংগ্রেস। এই কারণে সশস্ত্র বাহিনী যে সম্মান পাওয়ার কথা, তা কংগ্রেসের কাছ থেকে কখনো পায়নি। ১৯৪৭ সালের পর প্রতিট...

কয়েক ট্রিলিয়নের সম্পদ বিক্রি করছে পাকিস্তান

Image
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।। ফাইল ছবি পাকিস্তানের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কয়েক ট্রিলিয়ন রুপি মূল্যের সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির ভঙ্গুর অর্থনীতিকে চাঙা করতে রাজস্ব বাড়ানোর উদ্দেশ্যে গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনার বিষয়টিও সর্বসম্মতভাবে পাস হয় ওই মন্ত্রিসভায়। পরিবর্তিত ওই প্রক্রিয়ায় দপ্তরগুলোর প্রধান নিয়োগে কেন্দ্রীয় মন্ত্রীদের ক্ষমতা দেওয়া হয়েছে। গ্যাসের অতিরিক্ত ‘ভুতুড়ে’ বিল পরিশোধের জন্য তিন মাস ধরে দেশটির ৩২ লাখ গ্রাহক যে হিমশিম খাচ্ছেন, সেই বিষয়টিও উঠে আসে মন্ত্রিসভার আলোচনায়। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভার বৈঠকের পর সেখানে আলোচনা হওয়া বিষয়গুলোর বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অব্যবহৃত সম্পদ বিক্রি করে দেও...

বড় হতে হলে অনেক বড় স্বপ্ন দেখতে হবে

Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে তারুণে্যর জয়োৎসবে শিক্ষার্থীরা। প্রথম আলো ‘আলোর পথে প্রীতির সাথে’ স্লোগানে গতকাল বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তারুণ্যের জয়গান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া তরুণ-তরুণীরা সহিংসতা ও মাদককে ‘না’ বলে শপথবাক্য পাঠ করেন।  প্রথম আলো বন্ধুসভা, কিশোর আলো ও মানুষের জন্য ফাউন্ডেশনের ‘সম্প্রীতি’ প্রকল্পের আওতায় সরকারি মুড়াপাড়া কলেজে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। বেলা ১১টায় কলেজের মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কলেজের বীর প্রতীক গাজী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছালেহ, নাট্যকার ও সাংবাদিক আবদুল মোমেন, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক পাভেল মহিতুল আলম, কলেজের বাংলা বিভাগের শিক্ষক হোসনে আরা বেগম। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পর্ব শুরু হয় গ্রিন হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের শিশুশিক্ষার্থীদের নাচ পরিবেশনের মধ্য দিয়ে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সংগীত পরিবেশ ও কবিতা আবৃত্তি করে। পরে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন আলোকচিত্রী প্রী...

স্কুলবাসে পেট্রোল ঢেলে আগুন, শিশুর বুদ্ধিতে বাঁচলো ৫১ প্রাণ

Image
বুধবার ইতালিতে স্কুলবাস জিম্মি করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় চালক। জ্বলন্ত স্কুলবাস থেকে ৫১ শিশুকে উদ্ধার করেছে ইতালীয় পুলিশ। স্কুলে যাওয়ার সময় চালক তাদের জিম্মি করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে এরই মধ্যে মাথা সিটের নীচে লুকিয়ে পুলিশের জরুরি নাম্বারে ফোন দিতে সক্ষম হয় বাসের ভেতরে থাকা একটি শিশু। এএফপি। শিশুরা এএফপিকে জানায়, চালক নির্ধারিত রাস্তায় না চালিয়ে অন্য একটি রাস্তায় বাসটি নিয়ে যায় এবং ছিনতাইয়ের ঘোষণা দেয়। ভয় দেখিয়ে শিশুদের টেলিফোন কেড়ে নেয় এবং তাদেরকে বৈদ্যুতিক তার দিয়ে বেঁধে রাখতে বড়দেরকে নির্দেশ দেয়। দুটি পেট্রোল ভর্তি পাত্র ও একটি সিগারেট ধরার লাইটার নিয়ে এই অভিযানে নেমেছিলো সে। পুলিশ জানায়, একটি শিশু সাহায্যের জন্য পুলিশে কল করলে দ্রুত পুলিশ তাদের উদ্ধার করে। কয়েকজন শিক্ষার্থী ধোঁয়ায় আহত হলেও কেউ গুরুতর আহত হয়নি। মিলানের প্রসিকিউটর ফ্রান্সিসকো গ্রেসো বলেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা। ব্যাপক হত্যাযজ্ঞ হতে পারত। পুলিশ কর্মকর্তারা দারুণ কাজ করেছেন। তারা বাসটিকে আটকে দিয়ে বাচ্চাদের উদ্ধার করেছেন।’ বাস চালক সেনেগাল বংশোদ্ভূত ৪৭ বছর বয়সী ওউস...

উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যেন মানুষের ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী

Image
নিজ কার্যালয়ে মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা দেশের বিভিন্নস্থানে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যেন জনসাধারণের জীবন-জীবিকার কোনো রকম ক্ষতি না হয়, সংশ্লিষ্টদের সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 'উন্নয়নটা মানুষের জন্য, মানুষের ক্ষতি করে যেন এই উন্নয়ন না হয়'। বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে তিনি এই পরামর্শ ও দিকনির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ ও নির্দেশনার কথা জানান। তিনি বলেন, 'অনেক সময় দেখা যায়, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা যেন সময় মতো জমির যথাযথ মূল্য পায়, তাদের যেন ভোগান্তি না হয়'। মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের বিষয়ে তিনি বলেন, 'একটা সময় কক্সবাজারে কিছুই ছিল না। পুরো কক্সবাজারে লবণ ও পান ...

ঢাকার চারপাশে পাঁচ পাতাল রেল

Image
রাজধানীকে যানজটমুক্ত করার পাশাপাশি সহজে ও স্বল্প সময়ে যোগাযোগ সুবিধা চালু করতে চারদিক দিয়ে অন্তত পাঁচটি পাতাল রুট স্থাপনের পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর মধ্যে প্রথম পাতাল রেলের প্রস্তাবিত রুট ‘এমআরটি লাইন-১’ হবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এই লাইনের আরেকটি অংশ থাকবে মাটির উপর দিয়ে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত। দুই অংশের এই পুরো প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। অর্থায়ন করবে জাপান সরকার। আগামী জুনে এ বিষয়ে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সঙ্গে চুক্তির সম্ভাবনা রয়েছে। একই মাসে অনুমোদন হতে পারে প্রকল্পের উন্নয়ন প্রস্তাব বা ডিপিপি। ২০২৬ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএল’র। ‘এমআরটি লাইন-১’-এর প্রকল্প পরিচালক সায়েদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রমগুলো চলছে। আগামী জুনে নির্মাণ কাজের ডিপিপি অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দরপত্র আহ্বান করা হবে। দরপত্র প্রক্রিয়া শেষ হলে আমরা ডিপো নির্মাণের ...