Posts

কয়েক সেকেন্ডের জন্য ভয়াবহ সংঘর্ষ থেকে রক্ষা পেল দুটি বিমান

Image
মুম্বাইয়ের আকাশে ঘটে যেতে পারতো দুটি বিমানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। আর সেটি হলে দুটি বিমানই বিধ্বস্ত হয়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কাও ছিল।  জানা গেছে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মুম্বাইয়ের আকাশে মুখোমুখি সংঘর্ষের মাত্র কয়েক সেকেন্ড পূর্বে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয় বিমান দু’টি। শুক্রবার দুপুর ১টায় ৪০ মিনিটে এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করে সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। ওই ঘটনায় মুম্বাই বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলারকে অব্যাহতি দেয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পাকিস্তানের আকাশে কয়েক দিন বিমান উড্ডয়ন বন্ধ থাকায় ভারতে বিমান উড্ডয়ন বেড়ে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্টরা। মুম্বাই এটিসি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এয়ার ফ্রান্সের এএফ-২৫৩ ভিয়েতনামের হো চি মিন শহর থেকে প্যারিসে যাচ্ছিল। ওই বিমানটি উড়ছিল ৩২ হাজার ফুট উপর দিয়ে। একই সময়ে আবুধাবি থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-২৯০ বিমান। মাটি থেকে এই বিমানটির উচ্চতা ছিল ৩১ হাজার ফুট। অর্থাৎ দু’টি বিমানের উচ্চতার ব্যবধান ছিল ১০০০ ফুট। এই পরিস্থিতিতে ৩১ ...

'ডিম বালক' নিহতদের পরিবারে দান করছেন সেই ২৮ লক্ষ টাকা!

Image
অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে রীতিমতো তারকা বনে গেছেন ‘ডিম বালক’ নামে আলোচিত উইল কনোলি নামের এক কিশোর। তার বয়স ১৭ বছর। কনোলি অস্ট্রেলিয়ারই বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উপাধি দেওয়া হয়েছে ‘এগ বয়’ বা ‘ডিম বয়’ নামে। এদিকে, ‘ডিম বালক’ নামে আলোচিত সেই তরুণ এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ান ওই সাহসী তরুণ নিজের জন্য সংগৃহীত ২৮ লক্ষ টাকা ক্রাইস্টচার্চের নিহতদের পরিবারের জন্য ব্যয় করবেন বলে জানিয়েছেন। চলতি সপ্তাহের ঘটনা। নিউজিল্যান্ডের চার্চগেটে দু’টি মসজিদে হামলা চালায় এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। তাতে প্রাণ হারান ৫০ জন নিরীহ মানুষ। কিন্তু হামলাকারীর সমালোচনার বদলে, গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার অ্যানিং। তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়।  তার মধ্যেই শুক্রবার মেলবোর্নে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফ্রেজার অ্যানিং। সেই সময় পিছন থেকে তাঁর মাথায় কাঁচা ডিম মারে উইল কনোলি নামের ওই কিশোর। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তাতে ...

সাত দিনে ১৫ শত টন মাটি উত্তোলন

Image
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জলাবদ্ধতা নিরসনকল্পে নগরের নালা-নর্দমা থেকে জরুরি ভিক্তিতে মাটি-আর্বজনা উত্তোলন বিশেষ ক্রাশ প্রোগাম শুরু করেছে। গত ১১ মার্চ শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইতোমধ্যে এক হাজার ৫৫৫ টন মাটি উত্তোলন করা হয়েছে। নগরীর ৪১ ওয়ার্ডে আগামী ১১ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। উত্তোলিত বর্জ্যরে মধ্যে আছে আবাসিক বর্জ্য, মাটি,পলিথিনসহ বিভিন্ন বর্জ্য। চসিক সূত্রে জানা যায়, নিজস্ব জনবল দিয়ে প্রতিদিন এক সঙ্গে পাঁচ ওয়ার্ডে কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কাজে নিয়োজিত আছেন ২৫০ জন শ্রমিক। কর্মসূচি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে চারদিন করে ওয়ার্ডের নালা-নার্দমাা থেকে মাটি ও আর্বজনা উত্তোলন করা হচ্ছে। ইতোমধ্যে শেষ হওয়া ওয়ার্ডগুলোর মধ্যে আছে, দেওয়ান বাজার, জামালখান, আন্দরকিল্লাহ, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা।   চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে চসিকের উদ্যোগে জরুরি ভিত্তিতে নাল-নর্দমার মাটি উত্তোলন করা হচ্ছে। আমাদের দুঃখ হলো আমরা প্রতিনিয়ত গৃহস্থালী আর্বজনা খাল ও নালা-নর্দমায় ফেলা হচ্ছে। এমনকি খালের পাড়ে অবৈধ স্থাপনাও নির্মাণ করা হয়েছে। ফল...

জাবির ছাত্রী হলে ট্রাঙ্কে পাওয়া সেই নবজাতকের পিতৃপরিচয় মিলেছে

Image
প্রতীকী ছবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা সেই নবজাতকের পিতৃপরিচয় পাওয়া গেছে। তার বাবার নাম রনি মোল্লা। তিনি বিশ্ববিদ্যালয়েরই মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচে শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র। রনি মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই ছাত্রীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে। কিন্তু আমার ফোনের সমস্যার কারণে ওই সময়ে সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাই ভয়ে সে এ কাজ করেছে বলে আমি মনে করি। এজন্য বিষয়টা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার আনুরোধ জানিয়েছেন তিনি। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের হলে এক ছাত্রীর সন্তান প্রসব, ট্রাঙ্কে লুকিয়ে রাখা, সেখান থেকে উদ্ধার ও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু নিয়ে ক্যাম্পাসসহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব

মোদির আমলে যে ছয়টি শব্দ ডিকশনারিতে যোগ হলো

Image
ভারতে গত পাঁচ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এমন কতগুলো নতুন শব্দের আমদানি হয়েছে, যেগুলোর সঙ্গে আগে সে দেশের মানুষজনের কোনও পরিচয় ছিল না। কিন্তু এখন 'আচ্ছে দিন', 'মিত্রোঁ' বা 'নোটবন্দী'-র মতো বিভিন্ন শব্দ সমাজের প্রায় সব শ্রেণির মানুষই অহরহ ব্যবহার করছেন। আবার গরু রক্ষার নামে ভারতে যারা মানুষ পিটিয়ে মারছেন, তাদেরকে বলা হচ্ছে 'গোরক্ষক'। দু'বছর আগে উরি-তে জঙ্গি হামলার পর পাকিস্তানে ভারত যে অভিযান চালিয়েছিল তার পর থেকে জনপ্রিয় হয়ে উঠেছে 'সার্জিক্যাল স্ট্রাইক'। পাশাপাশি নরেন্দ্র মোদি বা বিজেপির অন্ধ অনুগামীদের ব্যঙ্গ করে বলা হচ্ছে 'ভক্ত'। শব্দটাকে প্রায় গালিগালাজ বলেই ধরা হচ্ছে। পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, অনেক সময়ই শব্দগুলো যে উদ্দেশ্য নিয়ে তৈরি, সাধারণ মানুষ কিন্তু তা ব্যবহার করছেন সম্পূর্ণ আলাদা অর্থে। ভারতের সামাজিক ও রাজনৈতিক মানচিত্রে এই সব নতুন শব্দ কীভাবে জায়গা করে নিচ্ছে, এখানে তারই ছটি দৃষ্টান্ত ব্যাখ্যা করা হল। মিত্রোঁ পাঁচ বছর আগে নরেন্দ্র মোদ...

জঙ্গি বিমান প্রস্তুত, হামলা হতে পারে রিয়াদে : ইয়েমেন

Image
ইয়াহিয়া সারি ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হামলা চালানোর মতো উন্নত জঙ্গি বিমান তাদের কাছে রয়েছে। একইসঙ্গে সৌদি ও আমিরাতি সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা ও ঘাঁটির ম্যাপ এবং ছবিও তাদের কাছে রয়েছে। খবর পার্সটুডের হুদায়দা বন্দরে যে কোনো বড় ধরনের হামলার জবাবে ওই সব স্থাপনা ও ঘাঁটিতে হামলা চালানো হতে পারে। ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারিকে উদ্ধৃত করে আল মাসিরা টিভি চ্যানেল এসব তথ্য জানিয়েছে। ইয়াহিয়া সারি আরও বলেছেন, তারা উন্নত প্রযুক্তির জঙ্গি বিমান তৈরি করেছে এবং প্রয়োজনে এসব বিমান দিয়ে শত্রুর অবস্থানে হামলা চালানো হবে। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী জোট। এ আগ্রাসনের কারণে এ পর্যন্ত অন্তত ৫৬ হাজার ইয়েমেনি প্রাণ হারিয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে।  বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৯/আরাফাত

‘হারকিউলিস’ একদিন বাংলাদেশেও ছিলেন!

Image
জীবন সায়াহ্নে দাঁড়িয়ে অতীতচারী হয়ে পড়েছিলেন মনোহর আইচ। ছবি: এএফপি বেঁচে থাকলে অপরাজিত থাকতেন ১০৭ বছরে। কিন্তু জীবনের উইকেটে আউট হতেই হয়। মনোহর আইচও মহাকালের নিয়ম মেনে ফিরেছেন পরপারের ড্রেসিং রুমে। তিন বছর আগে সেখানে যখন ফিরলেন, তখন জানা গিয়েছিল কথাটা। মৃত্যুশয্যায় নাকি বহুবার সন্তানদের কাছে আক্ষেপ করে বলেছেন, ‘আমারে তোমরা একবার দেশে নিয়া গেলা না।’ ভিনদেশে থাকলে দেশে ফেরার সাধ থাকে সবারই। কলকাতা আইচের জন্য কি ভিনদেশ ছিল? বোধ হয় না। নইলে আলিপুর জেল থেকে বের হওয়ার পর ফিরতে পারতেন বাংলাদেশে। তা না করে জীবন কাটিয়ে দিলেন ওখানেই। ওখানেই গড়েছেন তাঁর শরীর নামের ‘মন্দির’। ওই ‘মন্দির’ গড়েই পেয়েছেন যত নাম-যশ-খ্যাতি। শুধু তার ভিত্তিটুকু গড়ে দিয়েছে বাংলাদেশের আলো-বাতাস-মাটি। কিন্তু জন্মভূমি তো! মনোহর তাই ফিরতে চাইতেন কুমিল্লার ধামতি গ্রামে। মরার আগে অন্তত একবার। মনোহর আইচ। নব্বই টপকে যাওয়ার পর। ছবি: টুইটার ফেরা হয়নি। কেন হয়নি, সেই প্রশ্ন তোলার সুযোগ আর নেই। তবে আজ এত দিন পর অন্য একটি প্রশ্ন তোলা যায়? সেটি দেশের বর্তমান ব্যায়ামবীরদের সঙ্গে মনোহরের নিবেদনের তুলনা করে। নিজেকে ঠিক কতটুকু নিংড়ে দিল...