খালেদা জিয়ার সুচিকিৎসার নিশ্চয়তা পেয়েছে বিএনপি
বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তাঁর সঙ্গে আজ মঙ্গলবার সচিবালয়ে দেখা করে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, ‘আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর কথা রাখবেন।’ খালেদা জিয়ার চিকিৎসার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে চিঠি দিয়েছে দলটির প্রতিনিধিদল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দলের নেতৃত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রীও পরে সাংবাদিকদের এ বিষয়ে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপির একটি প্রতিনিধি মন্ত্রণালয়ে এসেছিলেন। তাঁরা একটি পত্র আমাকে হস্তান্তর করেছেন, যেটির সারমর্ম ছিল এ রকম, বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার প্রয়োজন। সেই দাবি নিয়ে তাঁরা এসেছিলেন। ’ আসাদুজ্জামান খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসাদুজ্জ...