Posts

সিঙ্গাপুরের চিকিৎসক দল বিএসএমএমইউ'তে

Image
ওবায়দুল কাদের (ফাইল ছবি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে তিন সদস্যের চিকিৎসক দল ঢাকা এসে পৌঁছেছেন। এদের মধ্যে একজন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং অন্য দু'জন নার্স। রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিন সদস্যের এই চিকিৎসকের দলটি বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন।  এর আগে, রবিবার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, ''প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যদি দেশীয় চিকিৎসকরা মনে করেন ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া লাগবে, তাহলেই কেবল নেওয়া হবে। উনি এখনও শঙ্কটাবস্থা পার করেননি। তাই এয়ার অ্যাম্বুলেন্সের রোগী বহনের সুযোগ-সুবিধাটাই মুখ্য। সিঙ্গাপুরের চিকিৎসকদল আসছে বলে জানতে পেরেছি। তারা এলেই সব বলা যাবে।'' সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, ''আমরা ওনার অবস্থা নিয়ে আশাবাদী। হয়তো তিনি সুস্থ...

এবার মিলতে পারে সুপার হিউম্যানের খোঁজ: নাসা

Image
ফাইল ছবি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও ‘সুপার হিউম্যান’দের দেখা পেতে আর হয়ত বেশি দিন অপেক্ষা করতে হবে না মানুষকে! জন্ম হলো প্রাণ-সৃষ্টির মূল উপাদানের মতোই সম্পূর্ণ নতুন ধরনের আরও একটি অণুর। যার নাম-‘হাচিমোজি’। জাপানি শব্দ ‘হাচিমোজি’। এর আগে এই ধরনের অণুর হদিস মেলেনি পৃথিবীতে। খোঁজ মেলেনি ব্রহ্মাণ্ডের কোথাও। এই অণুর হাতেই ‘সুপার হিউম্যান’র জিয়নকাঠি! আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। নাসার অর্থে পরিচালিত গবেষণায় অংশ নেওয়া গবেষকরা জানিয়েছেন, এই সদ্য আবিষ্কৃত অণুর হাতেই রয়েছে নতুন রকমের প্রাণের জিয়নকাঠি। যা এখনো মানুষের নজরে পড়েনি। কিন্তু সেই জিয়নকাঠির ছোঁয়ায় ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও সেই প্রাণের জন্ম হয়ত অনেক আগেই হয়ে গিয়েছে। নাসার বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন, এই অণুর সাহায্যেই হয়ত তৈরি হয়ে গেছে সুপার হিউম্যান কিংবা তৈরি হবে সুপার হিউম্যান! আন্তর্জাতিক গবেষকদলের নেতৃত্বে রয়েছেন ফ্লোরিডার আলাচুয়ায় ফাউন্ডেশন ফর অ্যাপ্লায়েড মলিকিউলার এভোলিউশন-এর স্টিভেন বেন্নার। মিশিগানে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের ডিএনএ বিশেষজ্ঞ ভারতীয় অধ্য...

হাসপাতালে কাদেরকে দেখলেন প্রধানমন্ত্রী

Image
ওবায়দুল কাদেরকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: শুভ্র কান্তি দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান। বিকেল সোয়া ৪টার দিকে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরে আজ দলের অসুস্থ সাধারণ সম্পাদককে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সভানেত্রী।  এর আগে দুপুরে বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া জানান, আজ সকাল পৌনে আটটার দিকে ওবায়দুল কাদের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তখনই তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তাঁর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক। একটিতে স্টেন্টিং করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন। ছবি: শুভ্র কান্...

‘আর মুসলিম তাস খেলবেন না’

Image
ইমরান খান ও আসাউদ্দিন ওয়েসি পাকিস্তানের  প্রধানমন্ত্রী ইমরান খানকে  একহাত নিয়েছেন ভারতের ইত্তেহাদুল মুসলেমিন বা মিম দলের প্রধান সাংসদ আসাউদ্দিন ওয়েসি। ইমরানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এবার আর মুসলিম তাস খেলবেন না। এসব বন্ধ করুন। এ দেশের মুসলিমরা তাঁদের ভাবনা নিজেরাই ভেবে নেবেন। আপনাদের কাছ থেকে শিখবেন না।’ ভারতের ইত্তেহাদুল মুসলেমিন বা মিম দলের প্রধান সাংসদ আসাউদ্দিন ওয়েসি। ছবি: সংগৃহীত  গতকাল শনিবার তেলেঙ্গানা র‌াজ্যের রাজধানী হায়দরাবাদে এক সভায় ওয়েসি এ কথা বলেন। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় যুদ্ধবিমানের হামলা সমর্থন করেন ওয়েসি। তিনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভূয়সী প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানান।  ওয়েসি বলেন, ‘ইমরান খান এখন সব অদ্ভুত কথাবার্তা বলছেন। বলছেন, তাঁদের হাতে পরমাণু বোমা রয়েছে। আমাদের হাতে তা নেই নাকি! এসব বলে আর ভাঁওতা দেবেন না। উপযুক্ত জবাব তো পাচ্ছেন।’ ওয়েসি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে এবার জবাব দিতে হবে, কীভাবে পুলওয়ামায় বিপুল পরিমাণ বিস্ফোরক এল? জঙ্গিদের হাতে কীভাবে এল মার্কিন অস্ত্র? কেন গোয়েন্দারা জঙ্গি হামলার আগাম খবর দিতে ...

মাদারীপুরে পেঁয়াজের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ চাষিরা

Image
মাদারীপুরের ৪টি উপজেলায় পেঁয়াজের বাস্পার ফলন হলেও দাম কম থাকায় লোকসান গুনতে হচ্ছে সাধারণ কৃষকদের। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে পিঁয়াজের চাষ করলেও সেই পিঁয়াজ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ তো দূরের কথা নিজেদের সংসার চালাতে কষ্ট হচ্ছে কৃষকদের। উপযুক্ত দাম না পেয়ে পেঁয়াজ চাষের প্রতি অনীহা প্রকাশ করছে চাষীরা। কৃষকরা জানান, পেঁয়াজের ফলন ভালো হয়েছে, তবে পেঁয়াজ চাষে বীজ, সার, নিরানী, কৃষক মজুরীসহ বিঘাপ্রতি প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়ে গেছে। আর সেই পেঁয়াজ ঘরে উঠানোর পর বিক্রি করতে পারছেনা ২৫হাজার টাকাতেও। এই অবস্থায় বিঘাপ্রতি প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজ চাষ করে যদি লোকসানের মুখ দেখতে হয় তাহলে পরিশ্রম করে এই ফসল চাষে অনিহা প্রকাশ করেন কৃষকরা। সাধারণ কৃষকদের দাবি পেঁয়াজ চাষে যেই খরচ সেই অনুপাতে পেয়াজের দাম দুইগুন হলে লোকসান থেকে মুক্তি পাবে খেটে খাওয়া সাধারণ কৃষকরা। দাম যদি না বৃদ্ধি করা হয় তাহলে ঋণের বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর লোকসানের মুখই দেখতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর মাদারীপুর জেলার চারটি উপজেলায় ৪ হাজার ১’শ ২৫ হ...

পাকিস্তানের এফ-১৬ এর কাছে ধরাশায়ী ভারতের মিগ-২১

Image
ভারতের হাতে থাকা মিগ-২১ নাকি পাকিস্তানের হাতে থাকা এফ-১৬ কোনটি সেরা? গোটা বিশ্বে এই দুই বিমানই সেরা। এর মধ্যে পোল্যান্ডের কাছে এই দুই যুগান্তকারী বিমান রয়েছে।  প্রকৃতপক্ষে একে অপরকে পাল্লা দেয়ার জন্য এই দুই বিমান তৈরি করা হয়নি। এই দুই বিমান তৈরি করা হয়েছে ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে। যার ফলে এই দুই বিমানের ব্যবহার একই রকম হয় না। মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ তৈরি করা হয়েছে মূলত অর্থ সাশ্রয়ী হওয়ার জন্য। তারপরও পাকিস্তান সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান ভূপাতিত হয়। এই বিমানে পাইলটের আসনে ছিলেন দেশটির পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভূপাতিত হওয়ার আগ মুহূর্তে প্যারাস্যুটের সাহায্যে বিমান থেকে লাফিয়ে পড়েছিলেন তিনি। কিন্তু তার আগে ৪০ বছর আগের ভারতীয় যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান থেকে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র চালিয়ে পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ ভূপাতিত করেন। কিন্তু শ্বাসরূদ্ধকর সেই পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলে নিয়েছিলেন। কিংবা রেডিওতে তার শেষ বার্তা কী ছিল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদ...

৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না: কার্ডিওলজির চেয়ারম্যান

Image
ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)  এর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান এ কথা জানিয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে তিনি আরো বলেন, এনজিওগ্রাম করা হয়েছে। হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং পরানো হয়েছে। সকালের চেয়েও এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও সংকটাপন্ন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলাদেশ প্রতিদিনকে জানান, সকালে ফজরের নামাজ শেষ হঠাৎ করেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এদিকে উন্নত চিকিৎসার জন্য বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে। বিষয়টি নিশ্চিত করে ওবায়দুল কাদেরের ভাতিজা তমাল জানান,...