ট্রাম্প–কিমের বৈঠকে কী হলো?
হ্যানয়ে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে বেশ ঢাক পিটিয়ে ভিয়েতনামের হ্যানয়ে বৈঠকে বসেছিলেন ট্রাম্প আর উন। শেষতক কিছুই হলো না। না কোনো চুক্তি, না কোনো সমাধান। বজ্র আঁটুনি ফসকা গেরোর মতো কোনো চমকের জন্ম না দিয়েই বৈঠক শেষ। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বললেন কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন—হবে না। ব্যস, কোনো ঐকমত্য ছাড়াই আজ বৃহস্পতিবার বৈঠক শেষ। বৈঠকের পরে হ্যানয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প নিজেই এ কথা জানান। তিনি বলেন, তৃতীয় সম্মেলনের বিষয়ে কোনো পরিকল্পনা হয়নি বৈঠকে। ট্রাম্প বলেন, ‘অবরোধের বিষয়ে কথা হয়েছে। তাঁরা পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। তবে আমরা তা করতে পারি না।’ ট্রাম্প-কিমের এ বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে আজকের দিনের পরিকল্পনায় বলা হয়, আজ আলোচনার পর দুই পক্ষ ‘যৌথ চুক্তিতে’ স্বাক্ষর করবে। এরপর মধ্যাহ্নভোজে অংশ নেবেন দুই নেতা। তবে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ফলাফল শূন্য হয়ে শেষ হলো বৈঠক। হ্যানয়ে ডোনাল্...