Posts

সেনা অভিযানে জইশ-ই-মোহাম্মদের আব্দুল রশিদ গাজী নিহত

Image
জইশ-ই-মোহাম্মদের সদস্য আব্দুল রশিদ গাজী। ছবি: সংগৃহীত ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে কাশ্মির হামলার দায় স্বীকারকারী সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদস্য আব্দুল রশিদ গাজীর। সোমবার (১৮ ফেব্রুয়ারি) কাশ্মিরের পুলওয়ামায় সিআরপিএফের গাড়ি বহরে হামলার স্থানেই জইশ-ই-মোহাম্মদের সঙ্গে প্রায় ১২ ঘণ্টা বন্দুকযুদ্ধ হয় ভারতীয় সেনাবাহিনীর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের তথ্য মতে, সেনাবাহিনীর অভিযানে নিহত আব্দুল রশিদ গাজী পাকিস্তানি নাগরিক। আইইডি নামে পরিচিত বিশেষ বোমা ব্যবহারে দক্ষ ছিল এই সাবেক আফগান যোদ্ধা। পুলওয়ামার হামলায় ব্যবহৃত বোমাও এই প্রকৃতির বলে আগেই জানা গেছে। আব্দুল রশিদ গাজী ন্যাটো বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর ২০১১ সালে পাকিস্তানে ফিরে আসে। সে সময় তাকে 'দ্বীনি' ও 'আসকারি' (ধর্ম ও অস্ত্র) বিষয়ে একজন বিশেষজ্ঞ হিসেবে গণ্য করা হতো। প্রায় ১০ বছর আগে জইশ-ই-মোহাম্মদে যোগ দেয় আব্দুল রশিদ গাজী। পাশাপাশি সংগঠনটির প্রধান মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্টও হয়ে ওঠে সে। জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তান থেকে কাশ্মিরে প্রবেশ করে আব্দুল রশিদ গাজী। উদ্দেশ্য...

ধৈর্য্যের একটা সীমা আছে : ইউরোপকে ইরান

Image
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইরানের সরকার ও জনগণেরও ধৈর্য্যের একটা সীমা আছে। প্রতিশ্রুতি পালনের ক্ষেত্রে আর সময়ক্ষেপণ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানান তিনি। সোমবার রাজধানী তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ইউরোপ ও ইরানের মধ্যে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা 'ইনসটেক্স' প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপের পক্ষ থেকে যেটা করা হয়েছে তা কেবলি একটি রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু এখনও তা থেকে কাঙ্ক্ষিত সাফল্য আসে নি। এ বিষয়ে কাজ খুব ধীর গতিতে এগোচ্ছে। পরমাণু সমঝোতা প্রসঙ্গে বাহরাম কাসেমি আরও বলেন, পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি ইরান বাস্তবায়ন করেছে। ইউরোপ নিজেই বারবার বলেছে তারা আমেরিকার একপেশে নীতির বিরোধী। ইউরোপকে এখন ইরানের স্বার্থ রক্ষায় দায়িত্ব পালন করতে হবে। ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান-বালুচিস্তানে সন্ত্রাসী হামলার পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ রয়েছে এবং সমস্যা সমাধানের জন্য দুই পক্ষই প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে সৌদি যুবরাজ মোহাম্...

পাকিস্তানকে চাপে রাখার প্রক্রিয়া শুরু ভারতের

Image
কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনায় ক্ষুব্ধ ভারত। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। বিষয়টি নিয়ে পাকিস্তানকে বিভিন্নভাবে চাপে রাখতে নানা প্রক্রিয়াও শুরু করেছে ভারত। এর অংশ হিসেবে পাকিস্তানের সব ধরনের পণ্যের আমদানি শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এক টুইটে এ সিদ্ধান্তের কথা জানান ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, ‘পুলওয়ামা ঘটনার পর পাকিস্তানকে দেওয়া ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’র (এমএফএন) মর্যাদা প্রত্যাহার করেছে ভারত। প্রত্যাহারের পর পাকিস্তান থেকে ভারতে আমদানি করা সব ধরনের পণ্যের শুল্ক ২০০ শতাংশ ধার্য করা হয়েছে।’ এর আগে ভারত সরকার পাকিস্তানকে একঘরে করে রাখার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে। এজন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করে তারা। দুই দেশের মধ্যে বৈষম্যহীন বাণিজ্যের জন্য বাণিজ্য অংশীদারদের এমএফএন সুবিধা দেওয়া হয়। ১৯৯৬ সালে পাকিস্তানকে এই মর্যাদা দিয়েছিল ভারত। পাকিস্তানের অর্থনৈতিক সংকট চলার সময় এই সুবিধা প্রত্যাহার করে নেওয়ায় দেশটি ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছে ভারত সরকার। কিন্তু এনডিটিভি বলছে, দুই দেশের দ্বিপক্ষীয় বা...

পাকিস্তানের পর একদিন আগেই ভারত সফরে সৌদি যুবরাজ

Image
সৌদি যুবরাককে বহনকারী বিমানে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত দুইদিনের পাকিস্তান সফরের কথা থাকলেও মাত্র একদিন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজের ঐতিহাসিক এশিয়া সফরের দ্বিতীয় দেশ হিসেবে ভারতের নয়া দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। তবে মঙ্গলবার ভারতে পৌঁছানোর কথা থাকলেও সোমবার ভারতের নয়া দিল্লীর উদ্দেশ্যে পাকিস্তান ছাড়েন যুবরাজ। রবিবার সন্ধ্যায় সামরিক যুদ্ধবিমানের প্রহরায় পাকিস্তান পৌঁছান সৌদি যুবরাজ। প্রায় একদিনের মতো পাকিস্তানে থাকার পর পাকিস্তান ছাড়েন তিনি। এর আগে যুবরাজ সালমান দুই দিনের পাকিস্তান সফরের প্রথম দিনে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন।পাকিস্তান সফরের আগে দুই দেশের মধ্যে ১ হাজার কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে যাওয়ার পর সিদ্ধান্ত বদলান যুবরাজ। আরো পড়ুন:   মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তেহরান: হাসান রুহানি সৌদির সঙ্গে এই চুক্তির আওতায় পাকিস্তানের বন্দর নগরী গোয়াদাং একটি তেল শোধানাগার তৈরি হবে। যেখানে ৮০০ কোটি ডলার ...

কাশ্মীরে এবার নিহত জইশ কমান্ডার কামরান

Image
কাশ্মীরে ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলিতে পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানি নাগরিক কামরান নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোমবার নিহত হন তিনি। এর আগে একই অভিযানে পুলওয়ামায় আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারের প্রশিক্ষক আফগান নাগরিক রশিদ গাজিও নিহত হন। রবিবার গভীর রাতে পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায় জঙ্গিরা আবারও ভারতীয় সেনাদের ওপর হামলা চালালে তারাও পাল্টা জবাব দেয়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ। উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় গত বৃহস্পতিবার জঙ্গি হামলায় ভারতের ৪৯ সেনা নিহত হন। এ ঘটনার পর চরম উত্তেজনা বিরাজ করছে ভারত-পাকিস্তান সীমান্তে। ভারতের হামলার চার দিনের মাথায় রবিবার পাকিস্তানি সেনাদেরও ওপর হামলা হয়। এতে নিহত ৯ সেনা সদস্য। এরপরও ওই দিনই গভীর রাতে কাশ্মীরে ভারতের সেনাদের ওপর আবারও হামলা চালায় জঙ্গিরা। বিডি প্রতিদিন/কালাম

উত্তেজনা আরও বাড়ল, এবার ভারত থেকে রাষ্ট্রদূতকে ডেকে নিল পাকিস্তান!

Image
উত্তেজনা আরও বাড়ল ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান থেকে ভারত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়ার পর পাকিস্তানও সেই একই পথে হাঁটল। সোমবার ভারত থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছে পাকিস্তান। সকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ তথ্য জানা যায়। কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় মৃত্যু হয়েছে ৪৯ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের। স্বাধীনতার পর কাশ্মীরে এখনও পর্যন্ত এই বৃহত্তম হামলার দায় স্বীকার করেছে জৈশ-ই-মহম্মদ। তারপর থেকেই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বিডি প্রতিদিন/কালাম

ঘুরে আসতে পারেন সাজেকে

Image
ছবি : সংগৃহীত ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ঘোরাঘুরি আনলিমিটেড’ এর এবারের ভ্রমণ মেঘেররাজ্য খ্যাত সাজেকে। দুই দিনের এই ভ্রমণে সাজেকের পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন স্পটও ঘুরে দেখা হবে। পাহাড়ের চূড়ায় রাতভর আড্ডা, গান আর আনন্দে কাটানোর এই আয়োজনে সঙ্গী হতে পারেন যে কেউ। ৭ মার্চ রাতে ঢাকা থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাবে বলে জানানো হয় ‘ঘোরাঘুরি আনলিমিটেডের’ পক্ষ থেকে। এই ভ্রমণে অংশ নেবেন ৩৬ জন ভ্রমণকারী। ৮ মার্চ সকালে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি করে স্বপ্নের সাজেক যাত্রা, বিকেলে সাজেকের আশেপাশে ঘুরে দিন কাটানো হবে। সন্ধ্যার পরে বারবি কিউ আর ফানুস উড়িয়ে সময় কাটাবে দলটি। স্থানীয়ভাবে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি কটেজে কাটানো হবে রাত। ৯ মার্চ ভোরে সূর্যোদয়ের সীমাহীন সুন্দর দৃশ্য উপভোগ করাই এই ভ্রমণের মূল আনন্দ। কংলাক পাহাড়ও দেখা হবে এদিন। খাগড়াছড়ির আলুটিলাসহ কয়েকটি দর্শনীয় স্থানে ঘোরা হবে ভ্রমণের এই দিনে। ‘ঘোরাঘুরি আনলিমিটেডের’ প্রধান নির্বাহী মুনিফ আম্মার বলেন, ‘জঞ্জাল সময় থেকে ছুটি নিয়ে প্রকৃতির কাছাকাছি যেতেই এ আয়োজনে। পাহাড়ে প্রাণভরে শ্বাস নেয়া আর দুচোখ ভরে স্বদেশ দেখার আনন...