রং-বেরঙের বই আর ছড়ায় নজর শিশুদের
বাবার কাঁধে বসে বইমেলায় এসেছে এই খুদে পাঠক। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম বাংলা একাডেমি যাওয়ার রাস্তাটায় হলুদ শাড়ি পরা মা নাজমুন নাহারের সঙ্গে স্ট্রলারে ছোট্ট ফুটফুটে এক মেয়ে যার পরনেও হলুদ জামা। সঙ্গে ছিল চার বছরের আরেক মেয়ে নায়রা। মা-মেয়ে সবাই হলুদ পরেছে। অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে তাঁরা যাবেন। নায়রা উন্মুখ হয়ে আছে কখন সিসিমপুরের ইকরিরা হাজির হবে। অমর একুশে গ্রন্থমেলায় ছুটির দিনগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে শিশু প্রহর। এ সময়টায় মা–বাবার হাত ধরে মেলায় আসে ছোট্ট বইপ্রেমীরা। কেউ কেউ বই পড়তে না জানলেও পরিবেশের সঙ্গে পরিচিত করার জন্য শিশুদের নিয়ে আসেন অভিভাবকেরা। বইমেলার এক সপ্তাহ পার হলো। আজ শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয় শিশু প্রহর। একটি স্টলে সাজানো অনেক বই থেকে নিজের বইটি খুঁজে নিচ্ছে একজন। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে সোজা গেলেই শিশু চত্বর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও অভিভাবকদের ভিড় বাড়তে থাকে। একই রঙের পোশাক পরে আসা সেই মা নাজমুন নাহার প্রথম আলোকে জানান, তাঁর ...