Posts

ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র'

Image
মার্কিন সরকার ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত জোরগে ভ্যালেরো। ল্যাতিন আমেরিকার এ দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার জের ধরে ওয়াশিংটন ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ বক্তব্য দিলেন ভ্যালেরো। ওই নিষেধাজ্ঞাকে ভেনিজুয়েলা সরকারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার লক্ষ্যে এ যাবতকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নিউইয়র্কে জাতিসংঘের উদ্যোগে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভ্যালেরো এ মন্তব্য করেন। ভেনিজুয়েলা সরকারের করণীয় ঠিক করে দেয়ার অধিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি। ভ্যালেরোর এ বক্তব্যের কয়েক মিনিট আগে চীনে নিযুক্ত মার্কিন উপ রাষ্ট্রদূত সিনথিয়া প্লাথ বলেছিলেন, ভেনিজুয়েলার দুঃখজনক রাজনৈতিক পরিণতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ওয়াশিংটন। এ ছাড়া, মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করে দেন যে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস ম...

ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া: মাদুরো

Image
ভেনিজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতা করছে রাশিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার মাদুরো কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, আমরা অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞচিত্তে সব সহযোগিতা গ্রহণ করছি। এদিকে, মার্কিন সরকার ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানানো হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন। রাশিয়া এ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করে এক প্রতিত্রিুয়ায় জানিয়েছে, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে অবৈধভাবে হস্তক্ষেপের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভেনিজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধী নেতা হুয়ান গাইডো। তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, ইরান ও ...

ব্রাজিলে বাঁধ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৪

Image
নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ বলে খবরে বলা হয়েছে। ছবি: সংগৃহীত। ব্রাজিলে ভয়াবহ বাঁধ ধসের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া খনি ও বাঁধটি ব্রাজিলের সর্ববৃহৎ খনি কোম্পানি ভ্যালির মালিকানাধীন। মিনাস গেরাইস রাজ্যে ব্রাজিলের কর্তৃপক্ষ ভ্যালির ওপর জোর তদন্ত চালাচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশে কোম্পানির ছাড়পত্র পাওয়া পাঁচ প্রকৌশলী ও বাঁধটি ঝুঁকিপূর্ণ কিনা সে সম্পর্কে প্রতিবেদন পেশকারী সর্বশেষ পরিদর্শনকারীদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর এএফপি’র। মিনাস গেরাইসের বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র ফ্লাভিও গোদিনহো বলেন, মৃতের সংখ্যা ৬৫ জন থেকে বেড়ে ৮৪ জনে পৌঁছেছে। নিখোঁজের সংখ্যা ২৯২ জন থেকে হ্রাস পেয়ে ২৭৬ জনে দাঁড়িয়েছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার প্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক উত্তলনকারী প্রতিষ্ঠান ভ্যালির শেয়ার দর গত সোমবার ২৪ শতাংশ হ্রাস পেয়েছিল ।তবে সাওপাওলোতেশেয়ার দর প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দরপতনের তুলনায় সামান্য। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নতুন করে নির্মাণের জন্য ব্রাজিলের প্...

ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হতে চায় বাংলাদেশ

Image
বাংলা ভাগের সময় এবং আরও পরে বন্ধ হয়ে যাওয়া সীমান্তমুখী গুরুত্বপূর্ণ রেলপথগুলো চালুর উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সম্ভাব্যতা যাচাই চলছে উত্তরাঞ্চলের তিনটি স্থলবন্দরের সঙ্গে রেলযোগাযোগ স্থাপনের। পাশাপাশি এগিয়ে চলেছে সবগুলো জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে রেলপথ সম্প্রসারণের কাজ। ইতিমধ্যে প্রকল্পগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২২ সালের মধ্যেই ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব বাংলাদেশের পক্ষে। সেই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ শেষ হলে সেই কানেকটিভিটি গড়ে উঠবে। দিনাজপুরের চিলাহাটি স্টেশন থেকে চিলাহাটি সীমান্ত পর্যন্ত রেলপথটি ১৯৬৫ সালে বন্ধ হয়ে যায়। সেই থেকে এখনো বন্ধ। সম্প্রতি ৭ কিলোমিটার এই রেলপথ পুনর্বাসন ও ব্রডগেজ রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন জানান, এই রেলপথটি দিয়ে ভারতের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ ছিল। এখন সেটি পুনঃস্থাপনে প্রকল্প নেওয়া হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সাম্প্রতিক তিন প্রকল...

বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

Image
রাজধানীর বাণিজ্যমেলা কেন্দ্রিক ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকরা হলেন- মো. মেহেদী হাসান (২২), মো. ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), মো. শাহআলম শেখ (৩৪), মো. বাবু মিয়া (২৫) ও মো. রুবেল (২০)। মঙ্গলবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চারটি এন্টি কাটার ব্লেড, একটি পেন্সিল কম্পাস, একটি ড্যাগার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‌্যাব-২’র অপারেশন অফিসার এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশের ফুটপাতে অভিযান চালিয়ে সাহালম শেখ, বাবু মিয়া ও রুবেলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে মেহেদী হাসান, ফরিদুল ও আসলাম তালুকদারকে আটক করা হয়। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

২০২৫ সালের আগে কোন নির্বাচন নয়: মাদুরো

Image
২০২৫ সালের আগে কোন নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। ছবি: সংগৃহীত। ২০২৫ সালের আগে কোন নির্বাচন নয় বলে জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। মাদুরো সাক্ষাৎকারে জানান, তিনি বিরোধী দলের নেতাদের ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় বসে ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সমাধান করতে আগ্রহী। তবে তিনি ২০২৫ সালের আগে কোন নির্বাচন দেওয়ার সম্ভাবনার কথা নাকচ করে দেন। মাদুরো বলেন, 'আমি ভেনেজুয়েলার ভালোর জন্য বিরোধীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত।' ভেনেজুয়েলার গত বছরের নির্বাচনে মাদুরো ছয় বছরে জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। তবে বিরোধী দল ও বিভিন্ন সংস্থা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন। চলতি সপ্তাহে যেকোন পরিস্থিতি মোকবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: সংগৃহীত। গত সপ্তাহে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময়...

মে মাসেই মমতা সরকার খালাস: অমিত শাহ

Image
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে যাবেন, রাজ্যে তাঁর আর দরকার নেই। মে মাসেই খালাস হয়ে যাবে মমতার সরকার। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে গতকাল মঙ্গলবার বিকেলে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন অমিত শাহ। তিনি জনসভা থেকে ‘তৃণমূল হটাও’ ডাক দেন। অমিত শাহ বলেন, মে মাসেই মমতা সরকার শেষ। লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন সবাই বুঝে যাবে, আর নেই দরকার, মমতার সরকার। সকাল নয়টায় নির্বাচনের ফল গণনা শুরু হবে। বেলা একটার মধ্যে গণনা শেষ হবে। বেলা দুইটার পর থেকে মমতার পতন শুরু হয়ে যাবে। বিজেপি এলে এবার অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, একটি পায়রাকেও সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। মমতার অনুপ্রবেশকারী ভোটব্যাংক রুখে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারির কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, যেসব মানুষ প্রতারিত হয়েছে, বিজেপি ক্ষমতায় এলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। অমিত শাহর ভাষ্য, মমতার আঁকা ছবি কিনতে চিটফান্ডের টাকা ...