Posts

তিন বছরে ১০ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

Image
এবার কিন্তু সেটা পূরণ হতে পারে। কানাডায় বাস করার বা কাজ করার স্বপ্ন দেখছেন? কারণ কানাডার সরকার নতুন পরিকল্পনা ঘোষণা করেছে যে তারা পরবর্তী তিন বছরে ১০ লাখেরও বেশি অভিবাসী গ্রহণ করবে। অভিবাসন সংসদে ২০১৮ সালের বাৎসরিক রিপোর্টে দেশটির অভিবাসন মন্ত্রী অহমেদ হুসেন এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ২০১৯ থেকে ২০২১ সালে নতুন স্থায়ী বাসিন্দা হিসেবে ১০ লাখ ৮০ হাজার জনকে গ্রহণ করবে কানাডা। যেটা ২০২১ সালের পরের দিকে হবে ৩ লাখ ৭০ হাজার জন। নিজেও একজন সোমালি শরণার্থী হিসেবে কানাডায় এসেছিলেন হুসেন। রিপোর্ট উপস্থাপন করে তিনি বলেন, অভিবাসী ও তাদের বংশধরেরা অগণিত অবদান রেখে চলেছে এই দেশে, এবং আমাদের ভবিষ্যৎ সফলতা নির্ভর করবে তাদের ক্রমাগত স্বাগত জানানো ও ভালোভাবে অন্তর্ভূক্তির মধ্যে। রিপোর্ট অনুযায়ী, কানাডায় বসবাসকারী পাঁচজনের একজন দেশটির বাইরে জন্মগ্রহণ করেছে। আর ১৯৯০ সাল থেকে ৬০ লাখেরও বেশি মানুষ কানাডায় অভিবাসী হয়েছে। কানাডার অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অভিবাসনই মূল চাবিকাঠি। বেশিরভাগই তরুণ অভিবাসী নেওয়ার ফলে তারা বয়স্ক লোকেদের চ্যালেঞ্জটাও মোকাবেলা করতে পারছে। রিপোর্টে আরো বলা হয়েছ...

পাকিস্তানকে শব্দের চেয়ে ৩ গুণ গতিশীল মিসাইল দিচ্ছে চীন

Image
ফাইল ছবি শব্দের চেয়ে তিন গুণ বেশি গতিসম্পন্ন জাহাজধ্বংসকারী চীনা মিসাইল পাচ্ছে পাকিস্তানের নৌবাহিনী। সিএম-৩০২ নামের ওই মিসাইল ছাড়া পাক নৌসেনার জন্য আরও চারটি চীনা অস্ত্র তৈরি হচ্ছে সাংঘাইয়ের হুডং-ঝংহুয়া জাহাজঘাঁটিতে।  লক্ষ্য ধ্বংস করার জন্য সুপারসোনিক গতি সম্পন্ন সিএম-৩০২ মিসাইল হাতে পেলে পাক নৌবাহিনী অনেকটাই ক্ষমতাশালী হয়ে যাবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।  জানা গেছে, গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয়ের শীর্ষ কর্মকর্তারা। তবে যেহেতু পাক নৌসেনার দূরের লক্ষ্যভেদকারী সেন্সর নেই তাই ওই চীনা মিসাইল হাতে পেলেও তা তৎক্ষণাৎ ভারতের পক্ষে ক্ষতিকারক হয়ে যাবে না, মনে করছেন তারা। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর

নতুন ভিনগ্রহের সন্ধান মিলতে পারে পানিও

Image
ছবি: ইন্টারনেট এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। শত শত বছর ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে। এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ না পেলেও বিজ্ঞানীরা বিশ্বাস করেন, যেসব গ্রহে পানির অস্তিত্ব রয়েছে সেখানে প্রাণীর অস্তিত্ব মেলার সম্ভাবনা অনেক বেশি। এবার তেমনই একটি ভিন গ্রহের সন্ধান পেয়েছেন নাসার বিজ্ঞানীরা যেখানে প্রাণের হদিস মেলার সম্ভাবনা প্রবল। সিয়াটলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৩৩তম বৈঠকে জানানো হয়েছে, নাসার কেপলার টেলিস্কোপের পাঠানো তথ্যাদিই ওই ভিন গ্রহটির খোঁজ দিয়েছে। ভিন গ্রহটির নাম দেওয়া হয়েছে, ‘কে-২-২৮৮বিবি’। গ্রহটি পৃথিবীর আকারের দ্বিগুণ। গবেষণাপত্রটি শিগগিরই প্রকাশিত হবে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ। নাসার বিজ্ঞানীরা জানান, গ্রহটি আমাদের থেকে ২২৬ আলোকবর্ষ দূরে ‘টরাস’ নক্ষত্রপুঞ্জে অবস্থান করছে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের চেয়ে আকারে অনেক ছোট, অনেক হাল্কা আর প্রায় ‘টিমটিম’ করে জ্বলছে। আর এই নক্ষত্রকে ৩১.৩ পার্থিব দিনে একবার প্রদক্ষিণ করছে গ্...

এবার গোপনে ইরাক সফরে মার্কিন পররষ্ট্রমন্ত্রী

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গোপনে ইরাক সফর করেছেন এবং দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয় নি। বুধবার পম্পেও মার্কিন বিমান বাহিনীর একটি বিমানে করে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছান। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে যখন পরস্পর-বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে তখন তিনি ইরাক সফরে গেলেন। এর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে গোপনে ইরাক সফর করেছেন। রাজধানী বাগদাদে পৌঁছে মাইক পম্পেও ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি, প্রেসিডেন্ট বারহাম সালিহ, পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ আল-হাকিম ও সংসদ স্পিকার মুহাম্মাদ আল-হালবুসির সঙ্গে বৈঠক করেন। মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী হুমকি দেয়া অব্যাহত রেখেছেন। গত মাসে মার্কিন জ্বালানিমন্ত্রী রিক পেরি একটি বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে বাগদাদ সফর করেন এবং ইরানের জ্বালানি সম্পর্ক ছিন্ন করতে ইরাকের প্রতি আহ্বান জানান। বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৯/আরাফাত

অবশেষে বন্ধ হচ্ছে প্যারিসের নগ্ন রেস্তোরাঁ

Image
২০১৭ সালে প্যারিসে প্রথম নগ্ন রেস্তোরাঁটি চালু হয়। ছবি: সংগৃহীত। অবশেষে বন্ধ হতে চলেছে প্যারিসের প্রথম একটি নগ্ন রেস্তোরাঁ। রেস্তোরাঁটি ২০১৭ সালে প্যারিসে চালু হয়েছিল। যথেষ্ট গ্রাহক না হওয়াতেই রেস্তোরাঁটি বন্ধ হচ্ছে বলে জানিয়েছে ওই রেস্তোরাঁর কর্তৃপক্ষ। ওই রেস্তোরাঁয় শর্ত ছিল গ্রাহকদের পোশাক ও ফোন বাইরে জমা রেখে রেস্তোরাঁর প্রবেশ করতে হবে। নগ্ন হয়ে খাবার খেতে হবে রেস্তোরাঁয়। এছাড়া বাইরের মানুষদের নজর থেকে বাঁচাতে রেস্তোরাঁ জুড়ে ছিল বড় বড় পর্দা। কিন্তু রেস্তোরাঁটি প্যারিস জুড়ে আলোড়ন সৃষ্টি করলেও ক্রেতাদের টানতে পারেনি। রেস্তোরাঁর মালিক মাইক ও স্টিফানি সাডা রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার খবরের সত্যতা জানিয়েছে। তারা জানায়, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ হবে তাদের নগ্ন রেস্তোরাঁ। আরো পড়ুন:  ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে তা হবে আত্মহত্যার শামিল: ইমরান খান ওই রেস্তোরাঁর মালিক আরো জানান, এখন আমরা শুধু রেস্তোরাঁর সুখ স্মৃতিগুলো মনে রাখবো, যারা এই রেস্তোরাঁয় অনেক ভাল মুহূর্ত পাড় করেছেন। অনেকে এই নগ্ন রেস্তোরাঁর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন বলে জানা যায়। ইত্তেফাক/এসআর ...

ভারত-পাকিস্তান যুদ্ধ বাধলে তা হবে আত্মহত্যার শামিল: ইমরান খান

Image
দুই দেশের শান্তি স্থাপন প্রসঙ্গে ভারতকে দুষেছেন ইমরান খান। ছবি: সংগৃহীত। পাকিস্তান-ভারতের যুদ্ধ বাধলে তা ‘আত্মহত্যার শামিল’ হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে ইমরান দুই দেশের শান্তি স্থাপন প্রসঙ্গে দুষেছেন ভারতকে। মঙ্গলবার তুরস্কের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দুই দেশের মধ্যে যুদ্ধ-প্রসঙ্গের পাশাপাশি উঠে আসে কাশ্মীসহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যু। ইমরান খান বলেন, 'পাকিস্তানের ক্ষমতায় এসে প্রথমেই শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতকে। বলা হয়েছিল, শান্তি প্রতিষ্ঠায় ভারত এক পা ফেললে পাকিস্তান দুই পা এগিয়ে দেবে। কিন্তু আমাদের সেই প্রস্তাবে এখনও সাড়া দেয়নি ভারত।' সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিংবা যুদ্ধ বাধলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। দুটি দেশই পরমাণু শক্তিধর। সেক্ষেত্রে যুদ্ধ হলে তা হবে ‘আত্মহত্যার শামিল’। চরম ক্ষতির মুখোমুখি হবে দুটি দেশই।' এই ভয়ঙ্কর পরিণতি ঠেকাতে ইমরান চান, দুইদেশের দ্বান্দ্বিক ইস্যুগুলো আলোচনার টেবিলে আসুক। তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষনেতার কথায়, ‘ভারতের সঙ্গে ...

জেলিফিশের হামলা

Image
ফাইল ছবি সমুদ্রসৈকতে জেলিফিশের হামলায় আক্রান্ত কয়েক হাজার মানুষ। অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে ঘটনাটি ঘটেছে। জানা যায়, গত সপ্তাহের শেষে পর্যটকসহ প্রায় ২,৬০০ জন স্থানীয় বাসিন্দা ব্লুবোটল জেলিফিশে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জেলিফিশের হুঁলে অনেকে আহত হয়েছেন ঠিকই। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কারও এখনও মৃত্যু হয়নি। কিন্তু সমুদ্রসৈকতে কেন এত জেলিফিশের আনাগোনা ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর সমুদ্র উত্তাল হয়ে গেছে। যার জেরে সমুদ্রের গভীর থেকে সৈকতে বেরিয়ে আসছে জেলিফিশ। ক্যুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট এবং সানসাইন কোস্ট এলাকায় জেলিফিশের হামলা ছিল সবথেকে বেশি।  ১৫ সেমি বড় হুঁলের কামড়ে আক্রান্ত হাজারও মানুষ। বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর