Posts

মন্ত্রী হচ্ছেন যারা

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সংসদ সদস্যরা। ছবি: ফোকাস বাংলা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ৪৬ সদস্যের   মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা।   এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন। বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন শরিক দলের কেউ মন্ত্রিসভায় ঠাঁই পাননি। পূর্ণ  মন্ত্রীদের নামের তালিকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ। ১. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: আ ক মোজাম্মেল হক ২. সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়: ওবায়দুল কাদের ৩. কৃষি মন্ত্রণালয় : মো. আব্দুর রাজ্...

২টি রণতরী ও ১০ হাজার মার্কিন সেনাকে হত্যার হুমকি চীনের

Image
ফাইল ছবি ফের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলো চীন। এবার চীনের নিশানায় যুক্তরাষ্ট্রের দু’টি বিমানবাহী রণতরী। যুদ্ধের সম্ভাবনা প্রবল করে যুক্তরাষ্ট্রের ১০ হাজার সেনাকে হত্যার হুমকি দিলেন চীনা নৌসেনার শীর্ষ কর্মকর্তা। সূত্রে খবর, চীন-আমেরিকা সম্পর্ক নিয়ে একটি সেমিনারে বক্তব্য রাখেন চীনের রিয়ার অ্যাডমিরাল লু ইউয়ান। বর্তমানে ‘চাইনিজ অ্যাকাডেমি অফ মিলিটারি সায়েন্সেস’-এর এক শীর্ষ পদও সামলাচ্ছেন তিনি। দক্ষিণ-চিন সাগরে মার্কিন হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দক্ষিণ-চিন সাগরে আমেরিকার দু’টি বিমানবাহী রণতরী ধবংস করতে সক্ষম আমরা। ওই জাহাজ দু’টিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনাকে হত্যা করলেই সকল সমস্যা মিটে যাবে।”  অ্যাডমিরাল লু আরও বলেন, “যুক্তরাষ্ট্র সব থেকে বেশি ভয় করে নিজের সৈনিকদের মৃত্যু। এই ভীতিই আমাদের প্রধান হাতিয়ার। শত্রুর সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানাটাই বুদ্ধিমানের কাজ।”  আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট জিনপিংয়ের হয়েই মার্কিন সেনা হত্যার হুমকি দিয়েছেন অ্যাডমিরাল লু। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও আফগানিস্তানে ওয়াশিংটনের মোহভঙ্গের ফলে স...

এবার নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান!

Image
এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে ইরান। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সব প্রস্তুতি শেষ করেছে দেশটি। ইরানের টেলিকমিউনিকেশন মন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি শনিবার এক টুইট বার্তায় বলেছেন, তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সফল পরীক্ষা চালানো হয়েছে। তবে কবে, কখন এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে তা জানাননি মোহাম্মদ জাভেদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই তিনটি বেসামরিক স্যাটেলাইট পাঠানোর এ ঘোষণা দিল দেশটি। বিডি প্রতিদিন/এ মজুমদার

চীনকে দমাতে সর্বাধুনিক যুদ্ধবিমান ভারতের!

Image
সম্প্রতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীনের সম্পর্ক। এদিকে, সামরিক ক্ষেত্রে পাকিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন। তাই চীনকে দমাতে সর্বাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত! জানা গিয়েছে, চলতি বছরে সেপ্টেম্বরে ভারতের হাতে সর্বাধুনিক যুদ্ধবিমান রাফায়েল আসবে। যদিও হাতে আসলেও ব্যবহার করতে পারবে না দেশটির বিমান বাহিনী। মাস খানেক ধরে ওই যুদ্ধবিমানের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।  ভারতের বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২০২০ সালের দিকে চারটি রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করা হবে আম্বালা ঘাঁটিতে। ওই ঘাঁটি পাকিস্তানের খুব কাছে। ফলে যেকোন মুহূর্তে এবং অপ্রীতিকর অবস্থায় রাফায়েল ব্যবহার করা যাবে। কলকাতা টুয়েন্টিফোর। বিডি প্রতিদিন/এ মজুমদার

সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন চালু

Image
এখন থেকে সৌদিতে পুরুষেরা আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে সে কথা জানাতে হবে।ছবি:  সৌদি আরবে নতুন বিয়ে বিচ্ছেদ আইন রবিবার থেকে কার্যকর হচ্ছে। দেশটিতে অনেক সময় স্ত্রীদের না জানিয়েই বিচ্ছেদ করেন স্বামীরা। তাতে অসম্মতি জানানো তো দূরে থাক, অনেক সময়ে খোরপোশের আবেদনটুকু জানানোর সুযোগ পান না স্ত্রীরা। সেই সব মেয়েদের পাশে দাঁড়াতে নতুন আইন প্রণয়ন করেছে সৌদি আরবের সরকার। এবার থেকে আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে মেসেজ পাঠিয়ে স্ত্রীকে সে কথা জানাতে হবে। আজ থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। জেদ্দার বাসিন্দা ও মহিলা আইনজীবী নাসরিন অল-গামদি বললেন, সমপ্রতি এই ধরনের বেশকিছু বিচ্ছেদের আবেদন আদালতে জমা পড়েছে। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন। রাজনৈতিক মহলের মতে, এ সবই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ প্রকল্পের অংশ। দেশের সাধারণ মানুষদের যে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো সফল করতেই মেয়েদের আইনগুলোকে সহজ করা হচ্ছে। এরই মধ্যে তিনি জনসমক্ষে মহিলাদের গাড়ি চা...

সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুকে যা বললেন পুতিন

Image
ফাইল ছবি সিরিয়া পুর্নগঠনে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন পুতিন।  খবর জেরুজালেম পোস্টের। সিরিয়া ইস্যুতে গত শুক্রবার ফোন দিলে পুতিন নেতানিয়াহুকে তার এ সিদ্ধান্তের কথা জানান। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় নিয়েও এ দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাপ হয়। বিডি প্রতিদিন/কালাম

২৭৮ কেজি ব্লুফিন টুনা কেনা হলো ৩১ লাখ ডলারে

Image
নববর্ষে টোকিওতে মাছের বাজারে নিলাম অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসির সৌজন্যে জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়। কিয়োশি কিমুরা পরিচিত ‘টুনা সম্রাট’ নামে। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা মাছ কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম। তবে এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন কিমুরা। সুসি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা নিলামে চড়া দামে নিয়মিত ভালো টুনা মাছ কিনে থাকেন। নববর্ষের প্রথম প্রহরে এই নিলাম অনুষ্ঠিত হয়। এএফপিকে কিমুরা বলেন, ‘চার ঘণ্টা ধরে দরাদরি করে আমি ভালো টুনা মাছ কিনেছি। যা ভেবেছিলাম, তার চেয়ে দামটা অনেক বেশি। তবে আশা করি, আমার ক্রেতারা এই মাছ পছন্দ করে খাবে।’ ২৭৮ কেজি ওজনের এই টুনা মাছ কিনেছেন কিয়োশি কিমুরা। ছবি: এএফপি সাত থেকে আট বছর ধরে কিমুরা নববর্ষের নিলামে চড়া দামে টুনা মাছ কেনেন। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুসারে ব্লুফিন টুনা মাছ খুবই বিরল প্রজাতির। দ্য ইন্টারন্যা...