Posts

সিরিয়া ইস্যুতে নেতানিয়াহুকে যা বললেন পুতিন

Image
ফাইল ছবি সিরিয়া পুর্নগঠনে রাশিয়ার সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন পুতিন।  খবর জেরুজালেম পোস্টের। সিরিয়া ইস্যুতে গত শুক্রবার ফোন দিলে পুতিন নেতানিয়াহুকে তার এ সিদ্ধান্তের কথা জানান। রাশিয়ার সরকারি ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয় নিয়েও এ দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাপ হয়। বিডি প্রতিদিন/কালাম

২৭৮ কেজি ব্লুফিন টুনা কেনা হলো ৩১ লাখ ডলারে

Image
নববর্ষে টোকিওতে মাছের বাজারে নিলাম অনুষ্ঠিত হয়। ছবি: বিবিসির সৌজন্যে জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়। কিয়োশি কিমুরা পরিচিত ‘টুনা সম্রাট’ নামে। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা মাছ কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম। তবে এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন কিমুরা। সুসি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা নিলামে চড়া দামে নিয়মিত ভালো টুনা মাছ কিনে থাকেন। নববর্ষের প্রথম প্রহরে এই নিলাম অনুষ্ঠিত হয়। এএফপিকে কিমুরা বলেন, ‘চার ঘণ্টা ধরে দরাদরি করে আমি ভালো টুনা মাছ কিনেছি। যা ভেবেছিলাম, তার চেয়ে দামটা অনেক বেশি। তবে আশা করি, আমার ক্রেতারা এই মাছ পছন্দ করে খাবে।’ ২৭৮ কেজি ওজনের এই টুনা মাছ কিনেছেন কিয়োশি কিমুরা। ছবি: এএফপি সাত থেকে আট বছর ধরে কিমুরা নববর্ষের নিলামে চড়া দামে টুনা মাছ কেনেন। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুসারে ব্লুফিন টুনা মাছ খুবই বিরল প্রজাতির। দ্য ইন্টারন্যা...

বছরের পর বছর মার্কিন সরকার অচল রাখার হুমকি ট্রাম্পের

Image
প্রয়োজনে বহু বছর ধরে মার্কিন সরকারে অচলাবস্থের হুমকি দেন ট্রাম্প। ছবি: সংগৃহীত। মার্কিন সরকারে অচলাবস্থা নিয়ে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, যতক্ষণ পর্যন্ত মেক্সিকো সীমান্তে অর্থ বরাদ্দ দিচ্ছে না এই অচলাবস্থা অব্যাহত থাকবে। খবর সিএনএনের। শুক্রবার কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে মার্কিন সরকারের অচলাবস্থা মাসের পর মাস এমনকি বছর ধরে চলবে। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের গুরুতারোপ করেন ট্রাম্প। এর আগে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ভয়ংকর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে ৫৬০ কোটি ডলার প্রয়োজন। ট্রাম্প শুক্রবার আরো জানান, সরকারের অচলাবস্থা বহু বছর ধরে সহ্য করতে প্রস্তুত আছেন তিনি কিন্তু মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেয়ার অবস্থান থেকে সরে যাবেন না। অন্যদিকে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার বর্ষীয়ান ডেমোক্রেট ন্যান্সি পেলোসি বলেন, আমরা প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলতে চাই, সরকারের কার্যক্রম পুরোপুরি চালু না ...

সর্বকনিষ্ঠ মার্কিন এমপি'র নাচের ভিডিও ভাইরাল (ভিডিও)

Image
সংগৃহীত ছবি ৩ জানুয়ারি শপথগ্রহণ করেন মার্কিন কংগ্রেসের সর্বকনিষ্ঠ নারী সদস্য অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্তেজ। শপথ নেয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মার্কিন এমপি'র একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে ভবনের ছাদে নাচতে দেখা গেছে ওকাসিওকে। ভিডিওটি ‘অ্যানোনিমাসকিউ১৭৭৬’ নামের একটি টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, এই হলেন আমেরিকার জনপ্রিয় কমি (কমিউনিস্ট), সবাই ভাবছে তিনি কতই না সহজ-সরল এক নারী। ভিডিওটি তার স্কুলজীবনের বলেও উল্লেখ করা হয় এই পোস্টে। এদিকে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে ওকাসিও-কোর্তেজ জানান, অর্থের অভাবে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারছেন না তিনি। জানুয়ারিতে নিজের দপ্তরের দায়িত্ব বুঝে পেলে বেতন পাবেন তিনি।  জানা গেছে, ক্লিপটি আট বছর আগে ইউটিউবে পোস্ট করা চার মিনিট ২০ মিনিটের একটি ভিডিওর অংশ। ১৯৮০ সালের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর অনুকরণে বোস্টন ইউনিভার্সিটির (বিইউ) একদল শিক্ষার্থী এই নাচের দৃশ্যে পারফর্ম করেন।  ভিডিও দেখতে  ক্লিক  করুন বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

দুর্নীতির মামলায় নওয়াজের ৭ বছরের কারাদণ্ড

Image
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দুর্নীতির মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আজ ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলার রায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।   আদালত ৭ বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার জরিমানাও করে। এদিকে, নওয়াজ শরিফ আদালতের এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।   বিডি প্রতিদিন/এ মজুমদার

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা ফিরিয়ে আনা উচিত : রন পল

Image
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও কংগ্রেসম্যান রন পল সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে ফিরিয়ে আনা উচিত। সিএনএন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রন পল বলেন, ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্ত ‘চমৎকার’। তিনি বলেন, “আমি এটাকে কোনো রাজনৈতিক ঘটনা হিসেবে দেখি না বরং এটা নিতান্তই প্রতিরক্ষা বিষয়ক সিদ্ধান্ত। নির্বাচনী প্রচাণার সময় ট্রাম্প এই কথাই বলেছিলেন। তিনি এটাকে খারাপ যুদ্ধ  বলেছিলেন। তিনি সিরিয়া যুদ্ধ থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। আমি মনে করি তিনি ভালো কাজ করছেন। এটা চমৎকার একটা সিদ্ধান্ত এবং ট্রাম্প কাজটা শেষ করতে যাচ্ছেন।” গত বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। সে সময় তিনি বলেছিলেন, চিরদিনের জন্য সেনারা সিরিয়ায় থাকতে পারে না। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করেছেন। তারা বলছেন, ট্রাম্পের পাগলামিপূর্ণ সিদ্ধান্তের কারণে সারা বিশ্বে ম...

৭ হাজার কোটিতেই ৫ কি.মি. দ্বিতল সেতু তৈরি হলো আসামে

Image
আগামী মঙ্গলবার আসাম ও অরুণাচলের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: আনন্দবাজার। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ভারতের আসাম এবং অরুণাচলবাসীর। ২১ বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে তাঁদের। আগামী মঙ্গলবার এই দুই রাজ্যের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর জিনিউজের। সড়ক এবং রেল এই দুই নিয়ে তৈরি বগিবিল ব্রিজ। আসামের ডিব্রুগড়ে নির্মিত সেতুটির উপর তলায় চলবে গাড়ি আর নীচ দিয়ে যাবে রেল। ১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির ভিত্তি প্রস্তর করেন। অটলবিহারি বাজপেয়ীর আমলে শুরু হয় কাজ। তবে তৈরিতে দীর্ঘ ২১ বছর লাগলেও প্রকল্পের মোট ব্যয় প্রায় ৫,৯২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ৭০৫৯ কোটি টাকার সমান। আসামের জনপ্রতিনিধিরা জানান, বিজেপি সেতুটির কাজ শুরুর পর দশ বছর ক্ষমতায় ছিলো কংগ্রেস। এই সময়ে ধীর গতিতে এগিয়েছে সেতুর কাজকর্ম। সরকারের এমন গড়িমসিতে ক্ষোভে ফেটে পড়ে ভারতের উত্তর-পূর্বাচঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্রের উ...