Posts

৭ হাজার কোটিতেই ৫ কি.মি. দ্বিতল সেতু তৈরি হলো আসামে

Image
আগামী মঙ্গলবার আসাম ও অরুণাচলের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: আনন্দবাজার। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ভারতের আসাম এবং অরুণাচলবাসীর। ২১ বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে তাঁদের। আগামী মঙ্গলবার এই দুই রাজ্যের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর জিনিউজের। সড়ক এবং রেল এই দুই নিয়ে তৈরি বগিবিল ব্রিজ। আসামের ডিব্রুগড়ে নির্মিত সেতুটির উপর তলায় চলবে গাড়ি আর নীচ দিয়ে যাবে রেল। ১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির ভিত্তি প্রস্তর করেন। অটলবিহারি বাজপেয়ীর আমলে শুরু হয় কাজ। তবে তৈরিতে দীর্ঘ ২১ বছর লাগলেও প্রকল্পের মোট ব্যয় প্রায় ৫,৯২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ৭০৫৯ কোটি টাকার সমান। আসামের জনপ্রতিনিধিরা জানান, বিজেপি সেতুটির কাজ শুরুর পর দশ বছর ক্ষমতায় ছিলো কংগ্রেস। এই সময়ে ধীর গতিতে এগিয়েছে সেতুর কাজকর্ম। সরকারের এমন গড়িমসিতে ক্ষোভে ফেটে পড়ে ভারতের উত্তর-পূর্বাচঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্রের উ...

আফগান সেনার গুলিতে ৮ তালেবান জঙ্গি নিহত

Image
আফগানিস্থানের হেরাত প্রদেশে আফগান সেনা ও তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ তালেবান জঙ্গি নিহত হয়েছেন৷ এই সংঘর্ষে আরও ১৫ জন আহত হয়েছেন৷ আফগান সেনা কমান্ডার জিয়ারাত সাহ আবেদ রবিবার টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের একটি সেনা চেকপোস্টে প্রথমে আক্রমণ করে তালেবান জঙ্গিরা৷ আর এতে করে সেনা-জঙ্গির গুলির সংঘর্ষ শুরু হয়৷ ওই আঞ্চলে গত কয়েকদিন ধরেই জঙ্গিরা সক্রিয় ছিল৷ তাদের আক্রমণে স্থানীয়রাও ভীত হয়ে পড়েছিল৷ এদিন সেনা-জঙ্গি সংঘর্ষে স্থানীয়দেরও ক্ষয়ক্ষতি হয়৷ সেনার গুলিতে নিহত হয় ৮ তালেবান জঙ্গি৷ আহত হয় আরও ১৫ জন৷ বিডি প্রতিদিন/এ মজুমদার

স্বাধীনতার পথে পূর্ব এশিয়ার ফিলিস্তিন ‘বাংসামোরো’

Image
২০১৯ এর জানুয়ারি থেকে বিশ্ব মানচিত্রে নতুন মুসলিম দেশ হিসেবে স্থান পাবে ‘বাংসামোরো’। এটি ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের অন্তর্ভূক্ত। ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত মুসলিম জনপদ বাংসামোরো। মোরো সংক্ষিপ্ত নামে পরিচিত নতুন দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ৫৬ লাখ। বাংসামোরো পূর্ব এশিয়ার ফিলিস্তিন নামে সমধিক পরিচিত। লাখো মানুষ জীবনদানের মাধ্যমে দীর্ঘ ৫০ বছরের স্বাধীনতা আন্দোলন সংগ্রামে বিজয়ী হয়েছে মোরো জাতি। মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়া বাংসামোরো’র দিকে নজর দেয়নি ফিলিপাইন সরকার। যে কারণে বাংসামোরো জনপদটি একেবারেই অনুন্নত। ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে আনুষ্ঠানিকভাবে ‘বাংসামোরো’কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছেন।খনিজসম্পদে সমৃদ্ধ বাংসামোরো নতুন মুসলিম জনপদের প্রধান হচ্ছে ড. মুরাদ ইবরাহিম। তরুণদের নিয়ে গঠিত হবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। নতুন বছরে বুঝা যাবে কোন দিকে মোড় নেয় স্বাধীনতাকামী মুসলিম জনপদ বাংসামোরো’র ভবিষ্যত। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

লন্ডনে ড্রোন ওড়ানোর ঘটনায় আটক ২

Image
বিমানবন্দর এলাকার আকাশে ড্রোন ওড়ার পর থেকে বেশ কয়েকটি উড়োজাহাজের ওঠানামা বন্ধ করা হয়। ছবি বিবিসির সৌজন্যে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এলাকার আকাশে ড্রোন ওড়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ড্রোন দেখা যাওয়ার পর গত বুধবার থেকে বিমানবন্দরের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সাসেক্স পুলিশ বলছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনের বয়স এবং তাঁরা নারী না পুরুষ, তা জানাবে পুলিশ। কোত্থেকে তাঁদের থেকে আটক করা হয়েছে, পুলিশ তাও জানাবে। রানওয়ের কাছে ড্রোন দেখা যাওয়ার পর থেকে গ্যাটউইক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে পুলিশকে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবারও কোনো ড্রোন ওড়ানো হচ্ছে কি না, পুলিশ তা নজরদারি করবে। পুলিশ সুপারিনটেনডেন্ট জেমস কলিস যাত্রীদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সন্দেহজনক কিছু দেখলে তা জানাতে বলা হয়েছে। বেশ কয়েকটি উড়োজাহাজের ওঠানামায় বিঘ্ন ঘটার পর স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে গ্যাটউইক বিমানবন্দর খুলে দেওয়া হয়। উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় এক লাখের বেশি যাত্রী দুর্ভোগ পোহায়। ড্রো...

মার্কিন সেনা সরলে সিরিয়ায় হামলার হুমকি ইসরায়েলের

Image
ফাইল ছবি যুদ্ধবিধস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন সেই মত কার্যকর করলে সিরিয়ায় হামলা চালাবে ইসরায়েল। এমনই জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন। নেতানিয়াহু দাবি করেন, সোমবার ট্রাম্প তাকে টেলিফোনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। এছাড়া মঙ্গলবার, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও নেতানিয়াহুকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা জানান। ট্রাম্প সিরিয়ায় বিজয় দাবি করে সব সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তবে তার এ আকস্মিক ঘোষণায় মার্কিন কংগ্রেসম্যানরা বিস্মিত হয়েছেন। সিরিয়ায় বিজয়ের বিষয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার ওপর হামলা জোরদার করবে তেল আবিব। তার কথায়, “আমরা সিরিয়ায় ইরানি সেনাদের প্রবেশাধিকার রুখে দেয়ার প্রচেষ্টা জোরদার করব। আমরা আমাদের প্রচেষ্টা কমিয়ে আনছি না বরং তা আরো বাড়াব।”  উল্লেখ্য, এর আগে সিরিয়ায় বহুবার ইসরাইল হামলা চা...

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কারও সঙ্গে আলোচনায় রাজি নয় ইরান

Image
ফাইল ছবি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক এবং এই নিয়ে কারও সঙ্গে তেহরান কোনও আলোচনা করবে না। এমনটাই হুঁশিয়ারি ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের। আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিফ বলেন, “ইরানের সকল ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধের জন্য এগুলোর প্রয়োজন রয়েছে। এই অঞ্চলের যে কোনো দেশের চেয়ে আমরা সামরিক খাতে কম অর্থ ব্যয় করি এবং সে কারণে আমরা প্রথম দিকেই ঘোষণা করেছি যে, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার যোগ্য কোনো ইস্যু নয়।”  সম্প্রতি মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও অভিযোগ করেছেন, ইরান মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার মাধ্যমে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন হয়েছে। আর এই প্রসঙ্গে জাওয়াদ জারিফ বলেন, যুক্তরাষ্ট্র জেনেশুনেই এই প্রস্তাব লঙ্ঘন করেছে। তারা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছে। ফলে তারা এই প্রস্তাব নিয়ে আর কথা বলার অধিকার রাখে না।  তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের প্রস্তাব ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ করেনি। দোহা ফোরাম ২০১৮’তে যোগ দেওয়ার জন...

ফেসবুকে প্রেম বড় বালাই, ৬ বছর জেলে কাটিয়ে বুঝলেন যুবক

Image
হামিদ নিহাল আনসারি। ছবি : সংগৃহিত ফেসবুকে প্রেম, অতপর প্রেমিকার বিয়ে খবরে চোরাই পথে প্রতিবেশী দেশ পাকিস্তানে ছুটে যান ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হামিদ নিহাল আনসারি। প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার আগেই সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী হাতে আটক হন হামিদ। চোরাই পথে পাকিস্তানে প্রবেশের অপরাধে তাকে জেলে যেতে হয়। সেখানে ৬ বছরের কারাদণ্ড শেষে মঙ্গলবার হামিদ জেল থেকে ছাড়া পান। অবশেষে শুক্রবার সকালে তিনি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি জানিয়ে দিলেন, ফেসবুকে কারও প্রেমে পড়বেন না। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ফেসবুকে একটি মেয়ের প্রেমে পড়েছিলেন হামিদ। মেয়েটি পাকিস্তানের বাসিন্দা। প্রেমিকার জোর করে বিয়ে দিয়ে দেওয়ার কথা জানতে পেরে পাকিস্তানে পাড়ি দেন হামিদ। সরকারি অনুমতি নেওয়ার তোয়াক্কা না করে আফগানিস্তান হয়ে চোরাই পথে তিনি প্রবেশ করেন সেদেশে। কিন্তু এর পরেই তাকে আটক করা হয়। চালান করে দেওয়া হয় কারাগারে। ঘটনাটা শাহরুখ-প্রীতি অভিনীত যশ চোপড়ার ছবি ‘বীর-জারা’র মতো মনে হলেও বাস্তবটা যে রুপোলি পর্দার জগৎ নয় তা বুঝে গিয়েছেন হামিদ। যে মেয়েটির জন্য তিনি সেদেশে গেলেন,...