Posts

প্রেমের টানে পাকিস্তানে ভারতীয় যুবক, অতঃপর...

Image
সংগৃহীত ছবি ঘটনার সূত্রপাত ২০১০ সালে। মুম্বাইয়ের হামিদ আনসারির সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর প্রেম হয়েছিল এক পাকিস্তানি তরুণীর। তবে নিয়তির ফেরে প্রেমের পথে হাঁটতে গিয়ে হামিদের জীবন থেকে হারিয়ে গেছে ছয়টি বছর। অনলাইনে প্রারম্ভিক প্রেম পর্বের পর যখন তাদের দেখা করা একান্ত জরুরি হয়ে পড়ে, তখনই ঘটে বিপত্তি। আফগান সীমান্তে হামিদকে নকল পরিচয়পত্রের মাশুল গুনতে হয় পাকিস্তান পুলিশের কাছে ধরা দিয়ে।    এরপরের ঘটনাটা বেদনাবিধুর; পেশোয়ারের জেলের অন্ধকারে ২০১২ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০১৮ এর ১৫ ডিসেম্বর পর্যন্ত কারাবাস মেনে নিতে হয়েছে হামিদকে। কেটে গিয়েছে ছয়টি বছর। সাতাশ বছর বয়সে পাকিস্তানে ঢুকেছিলেন আর বের হলেন ৩৩-এ। নকল পরিচয়পত্র বানিয়ে সীমান্ত পার হওয়ার খেসারত দিতে হয়েছে তাকে। তবে অনেক দেরি হলেও এতদিন বাদে শেষ হল মাশুল গোনার পালা। এবার ঘরে ফিরলেন তিনি।   হামিদের ভালোবাসার মেয়েটি থাকতেন আফগান সীমান্তের খুব কাছাকাছি খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরে। ২০১২ সালের শেষদিকে মেয়েটি হামিদকে জানান যে, তার বিয়ে হয়ে যাচ্ছে। এদিকে প্রেমের ব্যাপারটিও জানাজানি হয়ে যায় এলাকায়। আরেক সম...

লেবানন সীমান্তে বাধার মুখে পিছু হটলো ইসরায়েলি বাহিনী

Image
জাতিসংঘ সমর্থিত ব্লু লাইন থেকে লেবাননের সেনাবাহিনীর বাধার মুখে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। দক্ষিণ লেবাননের মেইস জাবাল এলাকায় ইহুদিবাদী রাষ্ট্রটির সেনারা কাঁটাতারের বেড়ার নির্দিষ্ট লাইন পরিবর্তন করতে চাইলে লেবাননের সেনারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এর পর ইসরায়েলি বাহিনী সেখান থেকে পিছু হটে। ২০০০ সালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিরোধের মুখে দক্ষিণ লেবানন থেকে দখলদার ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর জাতিসংঘের মাধ্যমে যে সীমান্ত রেখা নির্ধারণ করা হয়েছে তা 'ব্লু লাইন' নামে পরিচিত। হিজুবুল্লাহ ব্লু লাইনের কাছে টানেল তৈরি করেছে বলে অভিযোগ তুলে সেখানে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিকাস সম্প্রতি দাবি করেছেন, ইসরায়েল অধিকৃত এলাকায় কয়েকটি টানেল তৈরি করা হয়েছে। যুদ্ধ ইসরায়েলের ভেতরে নিতেই এসব টানেল তৈরি করা হয়েছে বলে তিনি দাবি করেন।  সূত্র: জেরুজালেম পোস্ট বিডি প্রতিদিন/কালাম

৮ লাখ কৃষকের ৬’শ কোটি টাকা ঋণ মকুব

Image
নতুন এ ঋণ মকুবের ফলে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন বলে জানা যায়। ছবি: সংগৃহীত। ভারতের আসামের কৃষকদের ৬০০ কোটি টাকার বেশি ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। এতে করে ওই রাজ্যের ৮ লক্ষাধিক কৃষক উপকৃত হবেন। তবে আসছে লোকসভা নির্বাচনকে লক্ষ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশটির সরকারি কোষাগার থেকে এই অর্থ দেওয়া হবে খবরে বলা হয়েছে।এ সম্পর্কে দেশটির পরিষদীয়মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন, গত সোমবার রাতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, এই প্রকল্পের আওতায় ওই রাজ্যের কৃষকদের যে কোনও কিষাণ ক্রেডিট কার্ড বা ব্যাংক ঋণের ২৫ শতাংশ মকুব করে দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ঋণ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। এছাড়া ওই রাজ্যের কৃষকদের কথা বিবেচনা করে নতুন প্রকল্পের ঘোষণা করছে বিজেপি সরকার।বলা হয়েছে, নতুন প্রকল্পের আওতায় কৃষকের বিনা সুদে লোন পাবেন। তবে আগামী বছর থেকে এই প্রকল্প চালু হবে। আরো পড়ুন:  সৌদির বিশাল বাজেট ঘোষণা দেশটির বিশ্লেষকরা জানান, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ ক...

যত খুশি ওড়াও টাকা!

Image
বিবিসির সৌজন্যে ইন্দোনেশিয়ায় টাকার বাতাস লেগেছে। সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশটিতে গড়পড়তা মানুষ দ্রুত মধ্যবিত্ত হয়ে উঠছে। যাকে বলে আঙুল ফুলে কলাগাছ। উমদা ধনদৌলত পেয়ে অনেকেরই মাথা যাচ্ছে বিগড়ে। আজব সব কাণ্ডকারখানায় তা ধরা পড়ছে। নানা অনুষ্ঠানে দুহাতে টাকা ওড়াচ্ছে তারা। নব্য ধনীদের এমন সব খ্যাপাটে আচরণ নিয়ে বিবিসি অনলাইনে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। বিবিসির জাকার্তা প্রতিনিধি রেবেকা হেনস্কে ইন্দোনেশিয়া ঘুরে লিখেছেন সেখানকার ধনী ব্যক্তিদের অদ্ভুত সব কাণ্ডকারখানার কথা। ইন্দোনেশিয়ার মানুষ কুকুর তেমন পছন্দ করে না। আজকাল ধনাঢ্য পরিবারের জন্মদিনের উৎসবে সেই কুকুরকেই থিম হিসেবে বেছে নেওয়া হচ্ছে। আজব কাণ্ড এখানেই থেমে থাকছে না। এক কন্যাশিশু ছয় বছরে পা দেবে। তার জন্য মা-বাবার ইত্যাকার আয়োজন। মেনতংয়ের একখণ্ড ফাঁকা জমিকে টাকা ঢেলে রাতারাতি জাকার্তার সবচেয়ে দামি পার্কে পরিণত করা হলো। কংক্রিটের নিষ্প্রাণ দুনিয়ায় দেখা গেল তরতাজা আসল ঘাসের জমি। পুরোপুরি বেড়ে ওঠা গাছ। দেখতে সুন্দর—এমন কিছু কুকুর রাখা হলো ওই পার্কে। কুকুরের জন্য থাকল ‘অবস্ট্যাকল কোর্সের’ মতো মনোরম বিষয়। এসব কুকুরের জন্য ন...

জেলে স্বামী, মাথা ন্যাড়া করে স্ত্রীদের প্রতিবাদ

Image
বিনা বিচারে স্বামীকে জেলে রাখার প্রতিবাদের মাথা ন্যাড়া করে রাস্তায় প্রতিবাদ স্ত্রীদের। ছবি: সংগৃহীত। বিনা দোষে স্বামীকে জেলে রাখার প্রতিবাদে অভিনব কায়দায় রাস্তায় নেমেছেচ চার নারী। নারীদের অভিযোগ গত তিন বছর ধরে তাদের স্বামীদের জেলে রাখা হয়েছে। ঠিক কি কারণে জেলে রাখা হয়েছে তার সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি বলে এসব নারীদের অভিযোগ। এমন ঘটনা চীনের। তবে চীনের প্রশাসন জানায়, রাষ্ট্রের বিরুদ্ধে মুখ খোলার অভিযোগে তাদের জেলে রাখা হয়েছে। সোমবার রাষ্ট্রের কাছে সুবিচার চেয়ে দক্ষিণ বেজিংয়ের ‘হঙ্গসেকান পিপল’স হাই কোর্ট’-এর সামনে বিক্ষোভ দেখান ওইসব নারী। এজন্য প্রতিবাদ স্বরূপ তারা নিজেদের মাথা ন্যাড়া করেন। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২০১৫ সালের ৯ জুলাই থেকে ‘রাষ্ট্রদ্রোহী’ মানবাধিকার কর্মী ও আইনজীবীদের ধরপাকড় শুরু হয় চীনে। জেলে বন্দী আছেন এমন একজন অ্যাটর্নি ওয়াং কোয়ানঝাং। তিনি কিছু মানবাধিকার কর্মীদের সমর্থন করেছিলেন। জমি মাফিয়াদের হাতে আক্রান্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ান। ২০১৬ সালের জানুয়ারিতে আরও অন্তত ২০০ আইনজীবীর সঙ্গে ‘রাষ্ট্রের ক্ষমতা নাশ করার চেষ্টা’র অভিযোগে গ্রেফতার করা হয় ...

যে কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছেলের অ্যাকাউন্ট বন্ধ করেছিল ফেসবুক

Image
ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহুর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ব্লক করে দিয়েছিল ফেসবুক। তিনি বলেছেন, ফিলিস্তিনি ও মুসলিমবিরোধী কিছু পোস্ট দেওয়ার পর ফেসবুক তার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্যে ব্লক করে দেয়। গত সপ্তাহে ইয়াইর নেতানিয়াহুর একটি পোস্ট মুছে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ - যেখানে তিনি "একজন ফিলিস্তিনির হাতে দু'জন ইসরায়েলী সৈন্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার" আহবান জানিয়েছিলেন। ফেসবুক পোস্টে ২৭ বছর বয়সী এই যুবক আরো লিখেছিলেন, "তিনি চান ইসরায়েলী ভূখণ্ড থেকে সব মুসলিমরা চলে যাক।" ফেসবুক কর্তৃপক্ষ তার এই পোস্টটিকেও সরিয়ে দিয়েছে। এই ঘটনার পর ইয়াইর নেতানিয়াহু ফেসবুককে "চিন্তার পুলিশ" হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু তার বিরুদ্ধে ফেসবুকের অভিযোগ হলো, তিনি এই সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে "ঘৃণামূলক বক্তব্য" দিচ্ছেন। গত বছরেও তার তীব্র সমালোচনা হয়েছিল যখন তিনি তার পিতার কয়েকজন সমালোচককে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন ধনকুবের জর্জ সোরোস। শুধু তাই নয়, একবার তার কুকুর...

সোমালিয়ায় মার্কিন হামলায় নিহত ৬২////প্রকাশ : ১৭ ডিসেম্বর, ২০১৮ ২২:০৩

Image
সোমালিয়ায় মার্কিন বাহিনী নতুন করে সন্ত্রাসীদের অবস্থানে বিমান হামলা চালিয়েছে। এতে উগ্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন। আমেরিকার আফ্রিকান কমান্ড বা আফ্রিকম সোমবার জানিয়েছে, মার্কিন বিমান বাহিনী সোমালিয়ার দক্ষিণ-কেন্দ্রস্থলে অবস্থিত বানাদিন প্রদেশের গানদারশ এলাকার উপকণ্ঠে গত দুই দিনে অন্তত ছয় বার হামলা চালিয়ে অন্তত ৬২ জন সন্ত্রাসীকে হত্যা করেছে।  কমান্ড আরও জানিয়েছে, গত শনিবার চার দফা বিমান হামলা চালিয়ে ৩৪ সন্ত্রাসীকে এবং রোববার দুই দফা বিমান হামলা চালিয়ে ২৮ সন্ত্রাসীকে হত্যা করেছে।  আফ্রিকম দাবি করেছে, সোমালিয়ায় জাতিসংঘ সমর্থনপুষ্ট সরকারকে সহযোগিতা দেয়ার লক্ষ্যে তারা প্রায়ই আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আশ-শাবাব গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়ে থাকে। সন্ত্রাসীরা যাতে দূরবর্তী এলাকা থেকে ভবিষ্যতে হামলা চালানোর ষড়যন্ত্র,পরিকল্পনা এবং নতুন সদস্যদের নিয়োগ নিয়ে শক্তি অর্জন করতে না পারে সে জন্য এসব হামলা চালানো হয়েছে বলে কমান্ড দাবি করেছে। হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয় নি বলেও আফ্রিকম দাবি করেছে।-রেডিও তেহরান বিডি প্রতিদিন/ ১২...