Posts

আফগান যুদ্ধ অবসানে তালেবান-যুক্তরাষ্ট্রের বৈঠক

Image
আফগানিস্তানে টানা ১৭ বছর ধরে চলে আসা যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আফগানিস্তানের তালেবান। সংযুক্ত আরব আমিরাতে সোমবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়েছেন।   জাবিউল্লাহ মুজাহিদ জানান, সৌদি আরব, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও ওই বৈঠকে অংশ নেবেন।এর আগে অন্তত দুই দফায় তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন কাতারে নিযুক্ত মার্কিন শান্তিদূত জালমাই খলিলজাদ। আর এই বৈঠক সফল হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের ঘোষণা দিল তালেবান।  উল্লেখ্য, গত ৭ ডিসেম্বরও আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে দুটি সেনা ফাঁড়িতে হামলা চালিয়েছে তালেবান। ওই হামলায় অন্তত ১৪ সেনা নিহত হয়েছেন। বিডি প্রতিদিন/এ মজুমদার

গুগলের ‘ভিখারি’ পাকিস্তানের প্রধানমন্ত্রী!

Image
গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দিলেই ভেসে আসছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। ছবি: সংগৃহীত। বেশ কয়েকদিন আগে সার্চ ইঞ্জিন গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ভেসে আসতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। এজন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। দিতে হয়েছে এর ব্যাখ্যা। এবার একই রকম প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দিলে ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এজন্য সুন্দর পিচাইকে প্রশ্নের মুখে পড়তে হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এমন একটি রেজোলিউশন পাশ করা হয়েছে। আরো পড়ুন:  মার্কিন সিনেটের কড়া সমালোচনায় সৌদি আরব রেজোলিউশনে বলা হয়েছে, গুগল সিইও-কে ডেকে জিজ্ঞাসা করা হবে ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি কেন আসছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খবর সম্প্রচারের সময় ইংরেজিতে ‘ব্রেকিং’ না লিখে ‘বেগিং’ লিখে ফেলে একটি টিভি চ্যানেল। এতে বিশ্বব্যাপী ট্রলের শিকার হয় পাক প্রধানমন্ত্রী। তথ্য সূত্র: ইন্ডিয়া টাইমস। ইত্তেফাক/এসআর

১৩ বছরেই সফটওয়্যার কোম্পানির মালিক!

Image
ফাইল ছবি ৯ বছর বয়সেই একটা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে বাড়ির লোককে চমকে দিয়েছিল সে। এখন তার বয়স ১৩। আর চমকানোর পরিধিটাও বাড়তে বাড়তে দেশের বাইরে বিদেশেও বিস্তৃত হতে শুরু করেছে। এই ১৩ বছরেই দুবাইতে একটা সফটওয়্যার কোম্পানিও খুলে ফেলল কেরালার আদিত্যন রাজেশ। পাঁচ বছর বয়স থেকেই কম্পিউটারের প্রতি তীব্র ঝোঁক রাজেশের। স্কুল থেকে বাড়িতে পা রাখতে না রাখতেই কখনও মোবাইল, কখনও আবার কম্পিউটার নিয়ে খুটখুট করত সে। আর তার জন্য রোজ বাড়ির লোকের কাছে জুটত বকাঝকা। কিন্তু এই বকাঝকার মাঝেই দিনে দিনে নিজের প্রযুক্তি প্রীতিটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল সেই একরত্তি। তারই মধ্যে হুট করে এক দিন আদিত্যনের হাত দিয়ে বেরিয়ে আসে একটা মোবাইল অ্যাপ্লিকেশন। বহু মানুষের মনে ধরে যায় ছোট্ট ছেলেটার তৈরি করা ওই অ্যাপ্লিকেশন। ওই শুরু। তখন থেকেই আদিত্যনের জন্য আসতে শুরু করে দেয় এক এক করে কাজের প্রস্তাব। বেশ কিছু সফটওয়্যার কোম্পানির জন্যও লোগো ডিজাইনিং করতে শুরু করে দেয় আদিত্যন। শুধু তাই নয়, এমনকি সে সময়ে তাক লাগিয়ে দেয়ার মতো ওয়েবসাইটও তৈরি করতে শুরু করে দিয়েছিল ৯ বছরের আদিত্যন রাজেশ। আদিত্যনের কোম্পানির নাম ‘ট্রিনেট স...

আমেরিকাকে ফের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

Image
নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় মার্কিন প্রশাসনের ওপর বেজায় চটেছে উত্তর কোরিয়ার। দেশটি এ নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে আমেরিকাকে হুঁশিয়ারি করে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ট্রাম্প প্রশাসন সোমবার উত্তর কোরিয়ার তিন তিন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, মার্কিন প্রশাসন গত ৬ মাসে আটবার উত্তর কোরিয়ার বিরুদ্দে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যেসব অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলোই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আরো পড়ুন:  ৩শ-নারীকে-ধর্ষণের-অভিযোগ-পালালো-বিশ্বখ্যাত-আধ্যাত্মিক-গুরু কেসিএনএ আরো জানায়, চলতি বছরের জুনে সিঙ্গাপুরে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার পরও মার্কিন প্রশাসন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিচ্ছে তা ওই বৈঠকের পরিপন্থি। তথ্য সূত্র: বিবিসি/গার্ডিয়ান। ইত্তেফাক/এসআর

চকলেটের নদী’

Image
জার্মানির ভাহল শহরের সড়কে জমে যাওয়া চকলেট। ছবি: ওয়াশিংটন পোস্ট মিষ্টি’ দুর্ঘটনা বললে হয়তো বেশি হবে না। রীতিমতো সড়কে চকলেটের নদী বয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ভাহলে গত সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে এমন চকলেটের নদী দৃশ্যমান হয়। ভাহল শহরের একটি উপশহর ওয়েস্টোনেন। সেখানে একটি চকলেট কারখানায় সোমবার একটি চকলেটের ট্যাংক উল্টে পড়ে। প্রায় এক টন তরল চকলেট কারখানা এলাকা পেরিয়ে কাছের একটি সড়কের ওপর দিয়ে কিছু দূর বয়ে চলে। ডিসেম্বরের হিমশীতল হাওয়া অবশ্য খুব বেশি দূর এগোতে দেয়নি ওই নদীকে। জমিয়ে অনেকটা প্যানকেকের মতো করে দেয় তরল চকলেটকে। ভাহল শহরের অগ্নিনির্বাপণ বিভাগ ঘটনাটি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে মজা করে বলেছে, পুরো ঘটনা পড়ার আগে চকলেটপ্রেমীদের ‘শক্ত’ হতে হবে। এরপর দুর্ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, যে সড়কে চকলেটের নদী বয়েছে, তা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। জমে যাওয়া চকলেট কোদাল দিয়ে চেঁছে সড়কটি পরিষ্কার করা হয়। চকলেটপ্রেমীদের জন্য ‘হৃদয়ভাঙা’ এই দুর্ঘটনার খবর দিয়ে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এরপরও এবারের বড়দিনে ভাহল শহরে চকলেটের কোনো ঘাটতি থাকবে না। চকলেট কারখানাটির...

ইন্দোনেশিয়ায় মউন্ট সপুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

Image
ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সপুটান আগ্নেয়গিরি থেকে রবিবার ছাই উদগীরণ হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সপুটান পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, ছাইমেঘগুলো জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত

সন্ত্রাস দমনে চীন ও আফগানিস্তানের সঙ্গে চুক্তি পাকিস্তানের

Image
সংগৃহীত ছবি সন্ত্রাসবাদ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। সেই সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন সময়ে নানাবিধ বৈঠক এবং চুক্তি করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেই পথে হেঁটে প্রতিবেশী দুই দেশের সঙ্গে চুক্তি করল পাকিস্তান। সন্ত্রাসবাদের মোকাবিলায় চীন এবং আফগানিস্তানের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে হয়েছে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। তিন দেশের প্রতিনিধিই সন্ত্রাসের মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিন দেশের পারস্পরিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিষয়ে সহমত পোষণ করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় চীন এবং পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি। এই উপায়েই তিন দেশে শান্তি ফিরতে পারে ব...