Posts

চকলেটের নদী’

Image
জার্মানির ভাহল শহরের সড়কে জমে যাওয়া চকলেট। ছবি: ওয়াশিংটন পোস্ট মিষ্টি’ দুর্ঘটনা বললে হয়তো বেশি হবে না। রীতিমতো সড়কে চকলেটের নদী বয়েছে। জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ভাহলে গত সোমবার স্থানীয় সময় রাত আটটার দিকে এমন চকলেটের নদী দৃশ্যমান হয়। ভাহল শহরের একটি উপশহর ওয়েস্টোনেন। সেখানে একটি চকলেট কারখানায় সোমবার একটি চকলেটের ট্যাংক উল্টে পড়ে। প্রায় এক টন তরল চকলেট কারখানা এলাকা পেরিয়ে কাছের একটি সড়কের ওপর দিয়ে কিছু দূর বয়ে চলে। ডিসেম্বরের হিমশীতল হাওয়া অবশ্য খুব বেশি দূর এগোতে দেয়নি ওই নদীকে। জমিয়ে অনেকটা প্যানকেকের মতো করে দেয় তরল চকলেটকে। ভাহল শহরের অগ্নিনির্বাপণ বিভাগ ঘটনাটি সম্পর্কে দেওয়া এক বিবৃতিতে মজা করে বলেছে, পুরো ঘটনা পড়ার আগে চকলেটপ্রেমীদের ‘শক্ত’ হতে হবে। এরপর দুর্ঘটনার বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয়, যে সড়কে চকলেটের নদী বয়েছে, তা প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। জমে যাওয়া চকলেট কোদাল দিয়ে চেঁছে সড়কটি পরিষ্কার করা হয়। চকলেটপ্রেমীদের জন্য ‘হৃদয়ভাঙা’ এই দুর্ঘটনার খবর দিয়ে অগ্নিনির্বাপণ কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, এরপরও এবারের বড়দিনে ভাহল শহরে চকলেটের কোনো ঘাটতি থাকবে না। চকলেট কারখানাটির...

ইন্দোনেশিয়ায় মউন্ট সপুটান আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

Image
ইন্দোনেশিয়ার মাধ্যাঞ্চলীয় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট সপুটান আগ্নেয়গিরি থেকে রবিবার ছাই উদগীরণ হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থার একজন কর্মকর্তা একথা জানিয়েছেন। আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ আকাশের ৭.৫ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সপুটান পুরোউ নুগরোহো জানান, আগ্নেগিরিটি দিয়ে দুবার ছাইমেঘ উদগীরণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে ছাইমেঘের পুরু স্তর ৭.৫ কিলোমিটার উঁচুতে ও সকাল ৭টা ৪৩ মিনিটে ৭ কিলোমিটার উঁচুতে উঠে ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, ছাইমেঘগুলো জ্বালামুখের দক্ষিণপশ্চিম ও দক্ষিণ দিকে যাচ্ছে। ৩০ মিনিট ধরে উগগীরণ ঘটে বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত

সন্ত্রাস দমনে চীন ও আফগানিস্তানের সঙ্গে চুক্তি পাকিস্তানের

Image
সংগৃহীত ছবি সন্ত্রাসবাদ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। সেই সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন সময়ে নানাবিধ বৈঠক এবং চুক্তি করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। সেই পথে হেঁটে প্রতিবেশী দুই দেশের সঙ্গে চুক্তি করল পাকিস্তান। সন্ত্রাসবাদের মোকাবিলায় চীন এবং আফগানিস্তানের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান। তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সেই চুক্তি। আফগানিস্তানের রাজধানী শহর কাবুলে হয়েছে তিন দেশের প্রতিনিধিদের ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত ছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং আফগামিস্তানের বিদেশমন্ত্রী সালাউদ্দিন রব্বানিও উপস্থিত ছিলেন সেই বৈঠকে। চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত ছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। তিন দেশের প্রতিনিধিই সন্ত্রাসের মোকাবিলায় যাবতীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছেন। একই সঙ্গে তিন দেশের পারস্পরিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বিষয়ে সহমত পোষণ করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় চীন এবং পাকিস্তানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি। এই উপায়েই তিন দেশে শান্তি ফিরতে পারে ব...

সিরিয়ায় মসজিদ গুড়িয়ে দিল মার্কিন-জোট

Image
সিরিয়ার হাজিন শহরে বোমা মেরে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে মার্কিন নের্তৃত্বাধীন বাহিনী। ছবি: এনডিটিভি। সিরি য়ার হাজিন শহরে বোমা মেরে একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে মার্কিন নের্তৃত্বাধীন বাহিনী। তবে ওই মসজিদে আইএসের কার্যক্রম চলছিলো বলে দাবি তাদের। শনিবার মসজিদটি গুড়িয়ে দেয়া হয়। এনডিটিভি। সিরিয়ায় বর্তমানে আইএসের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর হাজিন। মার্কিন নের্তৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস ও কুরদিশ মিলিশিয়া ইউফ্রেটিস নদীর তীরবর্তী শহরটিকে আইএসমুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হামলায় মসজিদ গুড়িয়ে দেয়া বিষয়ে মার্কিন নের্তৃত্বাধীন বাহিনীর দাবি, ১৬ জন সশস্ত্র আইএস জঙ্গী মসজিদটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো। মার্কিন সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই হামলার মাধ্যম এসব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা ছিলো একটি বড় হুমকি। তারা যেকোন সময় হামলার জন্য প্রস্তুত ছিলো।’ আরও পড়ুনঃ  সংঘাত বন্ধ করুন নইলে উচিৎ জবাব দেওয়া হবে: এমপি নিক্সন চৌধুরী তবে দেইর আল-জর প্রদেশে মার্কিন নের্তৃত্বাধীন বাহিনীর মুখপাত্র লিলওয়া আল-আবেল্লাহ বলেন, ‘খুব দ্রুত আমরা পুনরায় হাজিন শহরের নিয়ন্ত্রণ...