Posts

২০১৮ সালে গুগলে কাকে বেশি খুঁজেছেন বাংলাদেশিরা?

Image
প্রতীকী ছবি বিদায়ের মুখে ২০১৮ সাল। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০১৯। চলতি বছরে আবহাওয়া, সমাজ, রাজনীতিতে একাধিক পরিবর্তন ঘটেছে। ২০১৮ সালে কাদের বেশি করে গুগলে খুঁজেছে বাংলাদেশিরা? উত্তর হুট করে বলা সম্ভব নয়। তবে সেই উত্তরের তালিকা বলে দিচ্ছে গুগলই। সার্চ, পিপল ও মুভি। বাংলাদেশের ক্ষেত্রে এই তিন ক্যাটাগরির ওপর ভিত্তি করেই তালিকা দিয়েছে গুগল।  পিপল বা ব্যক্তি তালিকায় শীর্ষ দশের মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ান প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ। ফুটবল বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষের নজর কাড়েন তিনি। তার বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। বাংলাদেশিরা এ বছর তাকে সবচেয়ে বেশিবার সার্চ দিয়েছেন।  এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। চোখ দিয়ে ইশারা করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যান প্রিয়া। ভারতের দক্ষিণী অভিনেত্রীকে গুগলে বেশ ভালোই সার্চ করেছেন বাংলাদেশিরা।  সার্চের ব্যক্তি তালিকায় তৃতীয় স্থানে আছেন মেগান মর্কেল। ব্রিটিশ রাজপরিবারের ছোট বউকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশিরা। তাকে নিয়েও সার্চ হয়েছে বাংলাদেশে। এই তালিকায় শীর্ষ দশে আরও রয়েছেন মিয়া খলিফ...

যুক্তরাষ্ট্রকে সতর্ক করল কানাডা বিশ্ব

Image
ফাইল ছবি। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বহিঃসমর্পণের মামলাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝৌকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরে ওয়াশিংটনের অনুরোধে হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের একদিন পর অটোয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হুয়াওয়ের প্রতিষ্ঠা-তার কন্যা মেংয়ের বিরুদ্ধে বহুজাতিক বিভিন্ন ব্যাংককে ইরানের সঙ্গে লেনদেন বিষয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওয়াশিংটনের। ওইসব ভুল তথ্যের জন্য ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘন ও বিশাল অংকের ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকিতে রয়েছে। মেং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। হুয়াওয়ের এ প্রধান অর্থনৈতিক কর্মকর্তাকে গ্রেফতারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বেইজিং। এদিকে মঙ্গলবার রয়টার্সের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে কিংবা চীনের সঙ্গে কোনো চুক্তিতে সাহায্য করবে এমন সম্ভাবনা থাকলে মেংয়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের মামলায় তিনি হস্তক্ষে...

আমেরিকার ব্ল্যাকলিস্টে পাকিস্তান

Image
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে পাকিস্তানকে ব্ল্যাকলিস্টে ফেলেছে আমেরিকা। ছবি: সংগৃহীত। পাকিস্তান ও চীনসহ ১২ টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ব্ল্যাকলিস্টে ফেলেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন। তবে পাকিস্তান আমেরিকার এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে আমেরিকা।এই তালিকায় রয়েছে ইরান, চিন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব। আরো পড়ুন:  রাশিয়ার বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি বিবৃতিতে পম্পেও আরও দাবি করেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। দবে অভিযুক্ত দেশগুলোর দাবি, আমেরিকার এ রিপোর্ট ভুলভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ পক্ষপাতের ভিত্তিতে করা হয়েছে। তথ্য সূত্র: এনডিটিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস। ইত্তেফাক/এসআর

কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন

Image
চীনে আটক কানাডার নাগরিক মাইকেল স্পেভরক। জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার অভিযোগে সাবেক কূটনীতিক মাইকেল করভিগের পর কানাডার আরেক নাগরিককে আটক করেছে চীন। এ ঘটনার বিষয়ে নিশ্চিত না হলেও কানাডার নাগরিক মাইকেল স্পেভরককে আটকের বিষয়ে আশঙ্কা করেছিল অটোয়া। তবে বৃহস্পতিবার নিশ্চিত হওয়া গেছে যে, সাবেক কূটনীতিক মাইকেল করভিগ ছাড়াও ব্যবসায়ী মাইকেল স্পেভরককে আটক করা হয়েছে। এ নিয়ে চীন ও কানাডার মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। করভিগের পর বুধবার স্পেভরকে আটক করার খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে নিখোঁজ এ কানাডীয়র সঙ্গে যোগাযোগের জোর চেষ্টা চলছে বলেও বুধবার মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে। চীন এর আগে গত সপ্তাহে কানাডার সাবেক কূটনীতিক মাইকেল করভিগকে আটক করার কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের অনুরোধে টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌকে গ্রেফতারের প্রতিবাদে বেইজিং এ দুই কানাডিয়ানকে আটক করেছে বলে বিশ্লেষকরা ধারণা করছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে তাদের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছিলেন স্পেভরক। এরপর থেকেই তার আর কোনো খোঁ...

২০০ বছরেও বদলায়নি ৩৩ নম্বরের ইতিহাস

Image
স্বাধীনতার ৪৭ বছর বিগত হলেও বাংলাদেশে ব্রিটিশ আমলের লর্ড ক্যানিংয়ের শিক্ষানীতি এখনো চলমান। বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি কখনো কখনো স্নাতক কিংবা স্নাতকোত্তর পরীক্ষাতেও কৃতকার্য হওয়ার বা পাসের সর্বনিম্ন নম্বর ৩৩। কিন্তু কেন? কেন ৪০ বা ৫০ কিংবা অন্য কোনো সংখ্যা হলো না? এর পেছনে কি কোনো ইতিহাস আছে? এর পেছনে মজার একটি গল্প আছে। যে দেশে শত শত শিক্ষার্থী প্রায় শতভাগ নম্বর পায়, হাজার হাজার শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড তুলে নেয় সেখানে ৩৩ নম্বর পাসের শর্ত। বুয়েট, মেডিকেলের মেধাবীদের কথা না হয় নাই বললাম। ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বিট্রিশরা উপমহাদেশের শাসনক্ষমতা দখল করে। এর ১০০ বছর পর বিট্রিশ ভারতের জনগণ স্বাধীনতা ফিরে পেতে প্রথমবারের মতো সফল আন্দোলন করে ১৮৫৭ সালে, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ১০০ বছর সফল শাসন চালালেও সিপাহী বিদ্রোহের ফলে কোম্পানি শাসনের অবসান ঘটে। ফলে শাসনক্ষমতা রানীর হাতে চলে যায়। রাজত্বকাল ও শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে বিট্রিশ সরকার উপমহাদেশের সমাজ ব্যবস্থার নানা সংস্কারের পরিকল্পনা করেন। ১৮৫৮ সালে ...

ট্রাম্পের অপকর্ম ঢাকার দায়ে আইনজীবী কোহেনের কারাদণ্ড

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। ছবি: নিউ ইয়র্ক পোস্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, মার্কিন নির্বাচনী আইন লঙ্ঘন করে দুই মডেলকে ঘুষ দিয়েছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক থাকার বিষয়টি গোপন করতে তাদেরকে টাকা দেয়া হয়। খবর এবিসি নিউজের। মাইকেল কোহেনের দাবি, ট্রাম্পের নির্দেশেই তিনি টাকা পরিশোধের সঙ্গে যুক্ত হন। তবে এ বিষয়ে জড়িত থাকার কথা পুরোপুরি অস্বীকার করেছেন ট্রাম্প। ৫২ বছর বয়সী কোহেন আদালতকে বলেন, ‘এটা আমার নিজস্ব দুর্বলতা। লোকটির(ট্রাম্পের) প্রতি অন্ধ আনুগত্যই আমাকে সঠিক পথ থেকে সরিয়ে অন্ধকার পথে নিয়ে গেছে। আমি ভেবেছিলাম তার অপকর্ম ঢাকা আমার দ্বায়িত্ব’ মার্কিন জেলা জজ উইলিয়াম পাউলি কোহেনকে মার্কিন নির্বাচনী আইন ভঙ্গে দায়ের ৩৬ মাসের কারাদণ্ড দেন। আর কংগ্রেসের কাছে সত্য গোপন করার অপরাধে দেয়া হয় আরও ২ মাস দণ্ড। তবে উভয় দণ্ড একযোগে চলবে। আরও পড়ুনঃ  ভারতকে হিন্দুরাষ্ট্র ...

দেশের ভালোর জন্য যা দরকার তাই করব: ট্রাম্প

Image
কানাডায় চীনের বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর গ্রেফতার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভালোর জন্য যা কিছু করা দরকার তাই করব। এ ব্যাপারে মঙ্গলবার ট্রাম্প বলেন, 'চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য যা করা দরকার আমি করব।' অন্যদিকে বুধবার চীন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের বিচার ব্যবস্থার অপব্যবহার করছে। বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিৎ হবে না এমনটা করা। উল্লেখ্য, হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে মেং গত ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবারে গ্রেফতার হন। মেং হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান স্কাইকমকে ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে অভিযোগ ওয়াশিংটনের।  সূত্র: রয়টার্স বিডি প্রতিদিন/ ওয়াসিফ